নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত নারীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তাঁরা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।
আজ সোমবার সকাল ১০টা থেকে তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেন তাঁরা। পরবর্তীতে তাঁরা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে স্মারকলিপি দেন।
আজ সোমবার সচিবালয়ের সামনে বিক্ষোভে অংশ নেওয়া তথ্য সেবা কর্মকর্তা জেবিন চৌধুরী বলেন, ‘আমরা তথ্য আপা প্রকল্পের সবাই চাকরির তিন থেকে চার ধাপ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরিতে নিয়োগ পেয়েছি। আমরা চাই আমাদের প্রজেক্টটা যেন রাজস্বতে যায়।’
অবস্থানের সময় ‘নারী-পুরুষ সমতায়, তথ্য আপা পথ দেখায়’, ‘এক দফা এক দাবি কর্মরত জনবল নিয়ে রাজস্বে তথ্য আপা’, ‘গ্রামীণ নারীর একমাত্র আশ্রয়স্থল, তথ্য আপা প্রকল্প রাজস্ব চাই’, ‘আর নয় প্রকল্প, আমরা চাই রাজস্ব’-এসব স্লোগান দিতে শোনা যায়।
২০১১ সালে তথ্য আপা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এক যুগ পেরিয়ে গেলেও এটি রাজস্বকরণ হয়নি। প্রকল্পের প্রথম পর্যায় শেষ হয়ে এখন দ্বিতীয় পর্যায় চলছে। বারবার রাজস্বের দাবি জানালেও চুক্তিতে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে কাজ চালানো হচ্ছে বলে জানান বিক্ষোভকারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া নারীরা জানান, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) জনবলসহ প্রকল্প রাজস্বকরণের কথা উল্লেখ থাকলেও মেয়াদ শেষে বারবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু রাজস্বকরণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই তথ্য আপা প্রকল্পের সব জনবল ডিপিপিতে উল্লেখ্য প্রকল্প রাজস্বকরণের দাবি নিয়ে সচিবালয়ের সামনে সমবেত হয়েছেন।
বরিশাল সদরের তথ্যসেবা কর্মকর্তা সুদীপ্তা বড়াল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে আমাদের স্মারকলিপি দিয়েছি। তারা আমাদের কাছে সময় চেয়েছেন।’
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা প্রকল্পটি বাস্তবায়ন করছে। তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৪৯২টি উপজেলায় তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। যেখানে তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারী মিলিয়ে মোট ১ হাজার ৪৮৩ জন নারী কর্মরত আছেন। তথ্যকেন্দ্র থেকে গ্রামীণ অসহায় সুবিধাবঞ্চিত নারীদের কাছে সরকারি সব সেবার তথ্য ও সহযোগিতা পৌঁছে দেওয়া হয়।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত নারীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তাঁরা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।
আজ সোমবার সকাল ১০টা থেকে তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেন তাঁরা। পরবর্তীতে তাঁরা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে স্মারকলিপি দেন।
আজ সোমবার সচিবালয়ের সামনে বিক্ষোভে অংশ নেওয়া তথ্য সেবা কর্মকর্তা জেবিন চৌধুরী বলেন, ‘আমরা তথ্য আপা প্রকল্পের সবাই চাকরির তিন থেকে চার ধাপ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরিতে নিয়োগ পেয়েছি। আমরা চাই আমাদের প্রজেক্টটা যেন রাজস্বতে যায়।’
অবস্থানের সময় ‘নারী-পুরুষ সমতায়, তথ্য আপা পথ দেখায়’, ‘এক দফা এক দাবি কর্মরত জনবল নিয়ে রাজস্বে তথ্য আপা’, ‘গ্রামীণ নারীর একমাত্র আশ্রয়স্থল, তথ্য আপা প্রকল্প রাজস্ব চাই’, ‘আর নয় প্রকল্প, আমরা চাই রাজস্ব’-এসব স্লোগান দিতে শোনা যায়।
২০১১ সালে তথ্য আপা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এক যুগ পেরিয়ে গেলেও এটি রাজস্বকরণ হয়নি। প্রকল্পের প্রথম পর্যায় শেষ হয়ে এখন দ্বিতীয় পর্যায় চলছে। বারবার রাজস্বের দাবি জানালেও চুক্তিতে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে কাজ চালানো হচ্ছে বলে জানান বিক্ষোভকারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া নারীরা জানান, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) জনবলসহ প্রকল্প রাজস্বকরণের কথা উল্লেখ থাকলেও মেয়াদ শেষে বারবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু রাজস্বকরণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই তথ্য আপা প্রকল্পের সব জনবল ডিপিপিতে উল্লেখ্য প্রকল্প রাজস্বকরণের দাবি নিয়ে সচিবালয়ের সামনে সমবেত হয়েছেন।
বরিশাল সদরের তথ্যসেবা কর্মকর্তা সুদীপ্তা বড়াল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে আমাদের স্মারকলিপি দিয়েছি। তারা আমাদের কাছে সময় চেয়েছেন।’
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা প্রকল্পটি বাস্তবায়ন করছে। তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৪৯২টি উপজেলায় তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। যেখানে তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারী মিলিয়ে মোট ১ হাজার ৪৮৩ জন নারী কর্মরত আছেন। তথ্যকেন্দ্র থেকে গ্রামীণ অসহায় সুবিধাবঞ্চিত নারীদের কাছে সরকারি সব সেবার তথ্য ও সহযোগিতা পৌঁছে দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৯ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
১০ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৮ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২৩ মিনিট আগে