নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পল্টন থানার শান্তিনগর বাজারে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় পল্টন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তফা জামান পপির বিরুদ্ধে মামলা হয়েছে। আহত ব্যবসায়ী দস্তগীর রতন বাদী হয়ে পল্টন থানায় এ মামলাটি করেছেন।
গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএমপির মতিঝিল বিভাগের মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) আবুল হাসান।
আবুল হাসান জানান, শান্তিনগর বাজারের ব্যবসায়ী দস্তগীর রতনকে মারধরের ঘটনায় সাবেক কাউন্সিলর জামান পপির বিরুদ্ধে মামলা হয়েছে। আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রতনকে ফোন দিয়ে মেরে ফেলাসহ শান্তিনগর বাজার ছাড়া করার হুমকি দেন পপি। কথা-কাটাকাটির একপর্যায়ে পপি দলবল নিয়ে রতনের ওপর হামলা করতে যান। প্রাণভয়ে রতন পালিয়ে পল্টন থানায় যান। বৃহস্পতিবার রাতেই ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রতন। পরের দিন (শুক্রবার) সন্ধ্যায় থানায় জিডি করায় পপি কয়েকটি ছেলেকে নিয়ে এসে শান্তিনগর বাজারে এসে আবারও রতনের ওপর হামলা করেন। তখন পপির সঙ্গে থাকা একটি ছেলে চাকু দিয়ে পেটে আঘাত করতে গেলে সেটি রতনের হাতে লাগে। এরপর চেয়ার দিয়ে রতনের মাথায় আঘাত করেন পপি। এতে রতনের কপাল ফেটে গেলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নেতা গিয়ে সেখান থেকে আহত অবস্থায় রতনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শান্তিনগর বাজারের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ায় ক্ষিপ্ত হয়ে এই হামলা উল্লেখ করে শান্তিনগর বাজার কমিটির সদস্য সবুজ বলেন, ‘কয়েক দিন আগে আমাদের শান্তিনগর বাজার কমিটির এজিএম ছিল। সেখানে বেশ কয়েকটি আইন করা হয়। এতে বহিরাগতদের আধিপত্য কমায় ক্ষিপ্ত হয় পপি। পপি শান্তিনগর বাজারের শেয়ার হোল্ডার। আর আহত ব্যবসায়ী রতন বাজারের মালিক। আগেও পপি বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। এজিএমের দিনও বাজার থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন পপি।’
মামলার বিষয়ে জানতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা জামানের বিরুদ্ধে পল্টনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও ক্যাসিনো-কাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। প্রতিটি মামলাতেই তিনি জামিনে আছেন। তাঁর বন্ধু যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট গ্রেপ্তার হওয়ার পরই তিনি আত্মগোপনে চলে যান। ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পরেই আড়ালে চলে যান পপি। এরপর থেকেই আড়ালে থেকে নানা অপকর্ম করে যাচ্ছেন আলোচিত এই সাবেক কাউন্সিলর।
রাজধানীর পল্টন থানার শান্তিনগর বাজারে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় পল্টন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তফা জামান পপির বিরুদ্ধে মামলা হয়েছে। আহত ব্যবসায়ী দস্তগীর রতন বাদী হয়ে পল্টন থানায় এ মামলাটি করেছেন।
গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএমপির মতিঝিল বিভাগের মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) আবুল হাসান।
আবুল হাসান জানান, শান্তিনগর বাজারের ব্যবসায়ী দস্তগীর রতনকে মারধরের ঘটনায় সাবেক কাউন্সিলর জামান পপির বিরুদ্ধে মামলা হয়েছে। আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রতনকে ফোন দিয়ে মেরে ফেলাসহ শান্তিনগর বাজার ছাড়া করার হুমকি দেন পপি। কথা-কাটাকাটির একপর্যায়ে পপি দলবল নিয়ে রতনের ওপর হামলা করতে যান। প্রাণভয়ে রতন পালিয়ে পল্টন থানায় যান। বৃহস্পতিবার রাতেই ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রতন। পরের দিন (শুক্রবার) সন্ধ্যায় থানায় জিডি করায় পপি কয়েকটি ছেলেকে নিয়ে এসে শান্তিনগর বাজারে এসে আবারও রতনের ওপর হামলা করেন। তখন পপির সঙ্গে থাকা একটি ছেলে চাকু দিয়ে পেটে আঘাত করতে গেলে সেটি রতনের হাতে লাগে। এরপর চেয়ার দিয়ে রতনের মাথায় আঘাত করেন পপি। এতে রতনের কপাল ফেটে গেলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নেতা গিয়ে সেখান থেকে আহত অবস্থায় রতনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শান্তিনগর বাজারের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ায় ক্ষিপ্ত হয়ে এই হামলা উল্লেখ করে শান্তিনগর বাজার কমিটির সদস্য সবুজ বলেন, ‘কয়েক দিন আগে আমাদের শান্তিনগর বাজার কমিটির এজিএম ছিল। সেখানে বেশ কয়েকটি আইন করা হয়। এতে বহিরাগতদের আধিপত্য কমায় ক্ষিপ্ত হয় পপি। পপি শান্তিনগর বাজারের শেয়ার হোল্ডার। আর আহত ব্যবসায়ী রতন বাজারের মালিক। আগেও পপি বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। এজিএমের দিনও বাজার থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন পপি।’
মামলার বিষয়ে জানতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা জামানের বিরুদ্ধে পল্টনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও ক্যাসিনো-কাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। প্রতিটি মামলাতেই তিনি জামিনে আছেন। তাঁর বন্ধু যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট গ্রেপ্তার হওয়ার পরই তিনি আত্মগোপনে চলে যান। ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পরেই আড়ালে চলে যান পপি। এরপর থেকেই আড়ালে থেকে নানা অপকর্ম করে যাচ্ছেন আলোচিত এই সাবেক কাউন্সিলর।
তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
৩৪ মিনিট আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১ ঘণ্টা আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে