সাখাওয়াত ফাহাদ ও শরীফুল ইসলাম তনয়, নারায়ণগঞ্জ থেকে
মিজিমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন হিজড়া জনগোষ্ঠীর দুই ভোটার মিস সন্ধ্যা ও রুবিনা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মোট চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। চারজনই এবার ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁরা। এ ছাড়া হিজড়া জনগোষ্ঠীর আরও ভোটার রয়েছেন, তবে তাঁরা এখনো মহিলা হিসেবে নিবন্ধিত রয়েছেন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে নিজস্ব পরিচয়ে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ায় তাঁরা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ভোট শুরুর এক ঘণ্টা পর সকাল ৯টায় মিজিমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন সন্ধ্যা ও রুবিনা। ভোট দিতে পেরে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এইবার প্রথমবারের মতো ভোট দিলেন জানিয়ে সন্ধ্যা বলেন, ‘আমার অনেক আনন্দ লাগছে। অনেক গর্বিত লাগছে। এই প্রথম মনে হচ্ছে আমিও দেশের একজন নাগরিক।’
সন্ধ্যা আরও বলেন, ‘ভোট দিতে আসতে কোনো সমস্যা হয়নি। ভালোভাবে ভোট দিতে পেরেছি। সবাই অনেক সহযোগিতা করেছে। ইভিএম অনেক কঠিন হবে ভেবেছিলাম, কিন্তু এটা অনেক সহজ আর সুবিধাজনক।’
সন্ধ্যা বলেন, ‘যদি কখনো জনপ্রিয়তা অর্জন করতে পারি, জনগণের কাছে যেতে পারি, ভালোবাসতে পারি এবং ভালোবাসা থেকে ভালো লাগা সৃষ্টি হয়, তাহলে অবশ্যই জনগণের জন্য কিছু করতে চাই।’
রুবিনা ভোট দিতে পেরে খুব খুশি জানিয়ে বলেন, ‘একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে নিজস্ব পরিচয়ে ভোট দিতে পেরেছি, তাই আমরা অনেক খুশি। এর জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমরা চাই, আমাদের জনগোষ্ঠীর সবাই তাঁদের নিজস্ব পরিচয়ে যেন ভোট দিতে পারে।’
ভোট দেওয়ার ক্ষেত্রে তাঁদের কেউ কোনো প্রকার চাপ দেয়নি জানিয়ে রুবিনা বলেন, ‘ভোট দিতে এসে আমাদের কোনো সমস্যা হয়নি, কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেনি। কোনো মার্কা, কোনো প্রার্থী কেউই না।’
রুবিনা বলেন, ‘মানুষ বলতেই সবাই পৃথিবীতে আশা নিয়ে বাঁচে। আমরা যদি মানুষের জন্য ভালো কিছু করতে পারি, তাঁদের পাশে দাঁড়াতে পারি, মায়া-মহব্বত দেখাতে পারি, তাহলে ভবিষ্যতে আমরাও জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।’
মিজিমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন হিজড়া জনগোষ্ঠীর দুই ভোটার মিস সন্ধ্যা ও রুবিনা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মোট চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। চারজনই এবার ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁরা। এ ছাড়া হিজড়া জনগোষ্ঠীর আরও ভোটার রয়েছেন, তবে তাঁরা এখনো মহিলা হিসেবে নিবন্ধিত রয়েছেন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে নিজস্ব পরিচয়ে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ায় তাঁরা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ভোট শুরুর এক ঘণ্টা পর সকাল ৯টায় মিজিমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন সন্ধ্যা ও রুবিনা। ভোট দিতে পেরে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এইবার প্রথমবারের মতো ভোট দিলেন জানিয়ে সন্ধ্যা বলেন, ‘আমার অনেক আনন্দ লাগছে। অনেক গর্বিত লাগছে। এই প্রথম মনে হচ্ছে আমিও দেশের একজন নাগরিক।’
সন্ধ্যা আরও বলেন, ‘ভোট দিতে আসতে কোনো সমস্যা হয়নি। ভালোভাবে ভোট দিতে পেরেছি। সবাই অনেক সহযোগিতা করেছে। ইভিএম অনেক কঠিন হবে ভেবেছিলাম, কিন্তু এটা অনেক সহজ আর সুবিধাজনক।’
সন্ধ্যা বলেন, ‘যদি কখনো জনপ্রিয়তা অর্জন করতে পারি, জনগণের কাছে যেতে পারি, ভালোবাসতে পারি এবং ভালোবাসা থেকে ভালো লাগা সৃষ্টি হয়, তাহলে অবশ্যই জনগণের জন্য কিছু করতে চাই।’
রুবিনা ভোট দিতে পেরে খুব খুশি জানিয়ে বলেন, ‘একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে নিজস্ব পরিচয়ে ভোট দিতে পেরেছি, তাই আমরা অনেক খুশি। এর জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমরা চাই, আমাদের জনগোষ্ঠীর সবাই তাঁদের নিজস্ব পরিচয়ে যেন ভোট দিতে পারে।’
ভোট দেওয়ার ক্ষেত্রে তাঁদের কেউ কোনো প্রকার চাপ দেয়নি জানিয়ে রুবিনা বলেন, ‘ভোট দিতে এসে আমাদের কোনো সমস্যা হয়নি, কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেনি। কোনো মার্কা, কোনো প্রার্থী কেউই না।’
রুবিনা বলেন, ‘মানুষ বলতেই সবাই পৃথিবীতে আশা নিয়ে বাঁচে। আমরা যদি মানুষের জন্য ভালো কিছু করতে পারি, তাঁদের পাশে দাঁড়াতে পারি, মায়া-মহব্বত দেখাতে পারি, তাহলে ভবিষ্যতে আমরাও জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৫ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৬ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৪ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
১৯ মিনিট আগে