৫ ঘণ্টা পর সেনাবাহিনীর আশ্বাসে সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১৮: ৪১
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৯: ৪৯
ঢাকা-পাগলা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

পাঁচ ঘণ্টা পর সেনাবাহিনীর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লার পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার বিকেলে সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত হয়ে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে সড়ক ছেড়ে দেন তাঁরা।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা–পাগলা–মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থান নিয়ে বেশ কিছু কারখানাতে ভাঙচুর চালান। এ সময় বন্ধ হয়ে যায় পুরো বিসিক এলাকা। বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

শ্রমিকেরা বলেন, ‘অবন্তি কালার টেক্স এবং একই গ্রুপের ক্রোনী গার্মেন্টসে প্রায় ৯ হাজার শ্রমিক কর্মরত ছিল। প্রায় কয়েক মাসের বেতন পরিশোধ না করে কারখানা দুটি লে অফ ঘোষণা করে। দফায় দফায় আন্দোলন ও বৈঠক অনুষ্ঠিত হলেও মালিকপক্ষ বেতন পরিশোধ করেনি। বাধ্য হয়েই আজকে সড়ক অবরোধ করেছি আমরা।’

সেনাবাহিনীর মেজর আশরাফ বলেন, ‘মালিকপক্ষ বেতন পরিশোধ না করে আত্মগোপনে রয়েছে। আপনাদের বেতন পরিশোধে এই দুটি প্রতিষ্ঠান নিলামে তুলে বিক্রি করে বেতন পরিশোধ করা হবে।’

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, ‘ক্রোনী ও অবন্তি কারখানার মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এ নিয়ে শ্রমিকদের অসন্তোষ দীর্ঘদিনের। আমরা সমাধানের উদ্যোগ নিয়েছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত