নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নিউমার্কেটের নীলক্ষেত বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণের সময় পানির কারণেই বেশিরভাগ দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানিরা।
আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসার পর বইয়ের ক্ষতি বিবেচনা করে ফায়ার সার্ভিসকে আর পানি না দিতে অনুরোধ জানান কয়েকজন দোকানি। এরপর ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে ভেজা-আধা ভেজা অক্ষত বইগুলো বের করে নিতে দেখা গেছে।
নেহা বুকসের স্বত্বাধিকারী নাইম হোসেন বলেন, ‘আমার দোকানে প্রায় ১০ লাখ টাকার বই ছিল। আগুনে পুড়ে এত বই নষ্ট হতো না। কিন্তু আগুন নেভাতে গিয়ে পানিতে সব বই নষ্ট হয়ে গেছে।’
আলম বুকস কর্ণারের বিক্রয়কর্মী বদিউল বলেন, ‘মার্কেট বন্ধ থাকায় দোকানে আমাদের কেউ ছিল না। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসলে আমরা দোকানে ঢুকে দেখি আগুনে আমাদের দোকানের একটা বইও পোড়েনি। কিন্তু পানিতে সব বই ভিজে গেছে।’ তিনি দাবি করেন, দোকানে প্রায় ১৫ লাখ টাকার বই ছিল।
আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত হতে পারেনি। তবে ফারহান বুকসের একজন বিক্রয়কর্মী জানান, দোতলার একটা দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।
ওই বিক্রয়কর্মী বলেন, ‘আগুন লাগার পর ফায়ার সার্ভিসের মাত্র একটা ইউনিট ঘটনাস্থলে আসে। পাঁচ মিনিটেই তাঁদের পানি শেষ হয়ে যায়। এরপর বাকি ইউনিটগুলো আসতে ২০ মিনিটের বেশি সময় লাগে। তাঁরা যদি আরেকটু আগে আসত তাহলে হয়তো ক্ষতির পরিমাণ কম হতো।’
আগুন নিয়ন্ত্রণের পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘নীলক্ষেতের আগুনের সূত্রপাত দোতলা থেকে। আমরা অনুমান করছি, দোতলায় যারা কাজ করে তাঁরা হয় তো কোনো ইলেকট্রনিক লাইট জ্বালিয়ে রেখে যান।’
ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘ ক্ষতি সম্পর্কে এখনই বলা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত দোকান দোতলায় বেশি। ৩০ থেকে ৩৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচতলায় আগুনে ক্ষতি হয়নি।’
সাপ্তাহিক বন্ধের দিনেও অনেক দোকান খোলা ছিল বলে অনেকে জানিয়েছেন। এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার নিউমার্কেট এলাকা বন্ধ থাকে। আমরা আগুন লাগার খবর পেয়ে এসেছি।’
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে লাগা আগুন প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করেছে ১০টি ইউনিট।
রাজধানীর নিউমার্কেটের নীলক্ষেত বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণের সময় পানির কারণেই বেশিরভাগ দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানিরা।
আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসার পর বইয়ের ক্ষতি বিবেচনা করে ফায়ার সার্ভিসকে আর পানি না দিতে অনুরোধ জানান কয়েকজন দোকানি। এরপর ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে ভেজা-আধা ভেজা অক্ষত বইগুলো বের করে নিতে দেখা গেছে।
নেহা বুকসের স্বত্বাধিকারী নাইম হোসেন বলেন, ‘আমার দোকানে প্রায় ১০ লাখ টাকার বই ছিল। আগুনে পুড়ে এত বই নষ্ট হতো না। কিন্তু আগুন নেভাতে গিয়ে পানিতে সব বই নষ্ট হয়ে গেছে।’
আলম বুকস কর্ণারের বিক্রয়কর্মী বদিউল বলেন, ‘মার্কেট বন্ধ থাকায় দোকানে আমাদের কেউ ছিল না। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসলে আমরা দোকানে ঢুকে দেখি আগুনে আমাদের দোকানের একটা বইও পোড়েনি। কিন্তু পানিতে সব বই ভিজে গেছে।’ তিনি দাবি করেন, দোকানে প্রায় ১৫ লাখ টাকার বই ছিল।
আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত হতে পারেনি। তবে ফারহান বুকসের একজন বিক্রয়কর্মী জানান, দোতলার একটা দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।
ওই বিক্রয়কর্মী বলেন, ‘আগুন লাগার পর ফায়ার সার্ভিসের মাত্র একটা ইউনিট ঘটনাস্থলে আসে। পাঁচ মিনিটেই তাঁদের পানি শেষ হয়ে যায়। এরপর বাকি ইউনিটগুলো আসতে ২০ মিনিটের বেশি সময় লাগে। তাঁরা যদি আরেকটু আগে আসত তাহলে হয়তো ক্ষতির পরিমাণ কম হতো।’
আগুন নিয়ন্ত্রণের পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘নীলক্ষেতের আগুনের সূত্রপাত দোতলা থেকে। আমরা অনুমান করছি, দোতলায় যারা কাজ করে তাঁরা হয় তো কোনো ইলেকট্রনিক লাইট জ্বালিয়ে রেখে যান।’
ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘ ক্ষতি সম্পর্কে এখনই বলা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত দোকান দোতলায় বেশি। ৩০ থেকে ৩৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচতলায় আগুনে ক্ষতি হয়নি।’
সাপ্তাহিক বন্ধের দিনেও অনেক দোকান খোলা ছিল বলে অনেকে জানিয়েছেন। এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার নিউমার্কেট এলাকা বন্ধ থাকে। আমরা আগুন লাগার খবর পেয়ে এসেছি।’
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে লাগা আগুন প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করেছে ১০টি ইউনিট।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২৮ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
১ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে