টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে একটি টেক্সটাইল মিলের আবাসিক কলোনিতে অগ্নিনির্বাপণ সিলিন্ডার বিস্ফোরণে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে টঙ্গী আনেয়ার সিল্ক মিলস লিমিটেড নামক টেক্সটাইলের আবাসিক (কলোনি) এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত কর্মকর্তার নাম আব্দুল সাত্তার (৪৫)। তিনি নেত্রকোনা সদর থানার নন্দীপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে। সাত্তার কারখানাটির অগ্নিনির্বাপক বিষয়ক বিভাগের প্রধান কর্মকর্তা হিসেবে কাজ করতেন। এ ঘটনায় তার সহকারী তৌহিদুল ইসলাম (২০) আহত হয়েছেন।
কারখানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে টেক্সটাইল মিলসের (আবাসিক এলাকায়) কলোনির ভেতরে ফায়ার এক্সট্রিম গুইশার (অগ্নিনির্বাপক) যন্ত্রে (সিলিন্ডার) অসাবধানতা বসত তরল কার্বন ডাই-অক্সাইড পুনরায় ভর্তি করার সময় সিলিন্ডার ফেটে গিয়ে ওই দুজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ আব্দুস সাত্তারের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিস্ফোরণে অপর একজন তৌহিদুল ইসলামকে ঢাকা মেডিকেলে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কারখানা শ্রমিক আল আমিন বলেন, ‘দুপুরে হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে সাত্তারের মৃত্যু হয়।’
কারখানাটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। অপর একজন আহত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার বলেন, ‘আমাদের এ বিষয়ে কেউ জানায়নি।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গনি বলেন, ‘ঘটনার খবর পেয়ে কারখানার আবাসিক এলাকায় এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের টঙ্গীতে একটি টেক্সটাইল মিলের আবাসিক কলোনিতে অগ্নিনির্বাপণ সিলিন্ডার বিস্ফোরণে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে টঙ্গী আনেয়ার সিল্ক মিলস লিমিটেড নামক টেক্সটাইলের আবাসিক (কলোনি) এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত কর্মকর্তার নাম আব্দুল সাত্তার (৪৫)। তিনি নেত্রকোনা সদর থানার নন্দীপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে। সাত্তার কারখানাটির অগ্নিনির্বাপক বিষয়ক বিভাগের প্রধান কর্মকর্তা হিসেবে কাজ করতেন। এ ঘটনায় তার সহকারী তৌহিদুল ইসলাম (২০) আহত হয়েছেন।
কারখানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে টেক্সটাইল মিলসের (আবাসিক এলাকায়) কলোনির ভেতরে ফায়ার এক্সট্রিম গুইশার (অগ্নিনির্বাপক) যন্ত্রে (সিলিন্ডার) অসাবধানতা বসত তরল কার্বন ডাই-অক্সাইড পুনরায় ভর্তি করার সময় সিলিন্ডার ফেটে গিয়ে ওই দুজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ আব্দুস সাত্তারের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিস্ফোরণে অপর একজন তৌহিদুল ইসলামকে ঢাকা মেডিকেলে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কারখানা শ্রমিক আল আমিন বলেন, ‘দুপুরে হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে সাত্তারের মৃত্যু হয়।’
কারখানাটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। অপর একজন আহত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার বলেন, ‘আমাদের এ বিষয়ে কেউ জানায়নি।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গনি বলেন, ‘ঘটনার খবর পেয়ে কারখানার আবাসিক এলাকায় এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
৩ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
২১ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১ ঘণ্টা আগে