আনিসুল, কামরুল, সোলাইমানের বিভিন্ন মেয়াদে রিমান্ড, শাহরিয়ার কবির নতুন মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৪: ২৪
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। ফাইল ছবি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য ও হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিমকে বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

একই দিনে বিশিষ্ট লেখক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সকালে এই চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তাদের রিমান্ড আবেদন ও গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন পৃথক পৃথক আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে জান্নাতুল ফেরদৌসকে (৪০) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। অন্যদিকে আনিসুল হকের পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরার পথে শনির আখড়ায় গুলিতে নিহত হন জান্নাতুল ফেরদৌস। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর জান্নাতুল ফেরদৌসের ভাই মামুনুর রশীদ যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে খালেদ ও রাকিব নামে দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে করা পৃথক দুই মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে লালবাগ থানার খালিদ হত্যা মামলায় ৪ দিন ও চকবাজার থানার রাকিব হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা দুই মামলার প্রত্যেকটিতে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। তার আইনজীবী প্রাণ নাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

খালিদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

অন্যদিকে রাকিব হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট সকালে চানখাঁরপুল মোড়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতা–কর্মীদের ছোড়া গুলিতে মো. রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বাধা দেয়। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর নিহতের বাবা মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখান একই আদালত।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন, খালিদ হত্যা মামলায় শাহরিয়ার কবির জড়িত মর্মে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। ভবিষ্যতে তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন তারিখে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ সমর্থকদের আটক করা হয়। বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত