নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বকেয়া মজুরি, ঈদ বোনাস, শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুরের দুটি কারখানার গার্মেন্টস শ্রমিকেরা। আজ মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাবের সামনে আয়োজিত একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানান তাঁরা।
শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ডাচ্বাং-লা ব্যাংকের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আহমেদের মালিকানাধীন কারখানা এম এস এ স্পিনিং লিমিটেড ও এম এস এ টেক্সটাইলস লিমিটেডের শ্রমিকদের ২ মাসের মজুরি বকেয়া ও ঈদ বোনাস রয়েছে। এ অবস্থায় গার্মেন্টস বন্ধ করে দিয়ে শ্রমিকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ ধরনের অন্যায় কর্মকাণ্ড পরিহার করে বকেয়া বেতন-বোনাস দেওয়া, মিথ্যা মামলা প্রত্যাহার ও বন্ধ গার্মেন্টস খুলে দিতে হবে। এই দাবি আদায়ে আজকে শ্রম অধিদপ্তর ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।
ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ কাউন্সিল-আইবিসির সভাপতি আমিরুল হক আমিন বলেন, গার্মেন্টস দুটির প্রস্তাবিত শ্রমিক ইউনিয়নের কমিটির ১১ জন নেতাসহ শ্রমিকদের ভয়-ভীতি দেখানো, এলাকা ছাড়াসহ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। শ্রমিকদের নামে কারখানা কর্তৃপক্ষ এবং শিল্প পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। শ্রমিকদের জামিনে থাকার পরও অজ্ঞাতনামা আসামি হিসেবে পুনরায় শ্রমিকদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ড অসৎ শ্রম আচরণের শামিল। এসব বন্ধ করে দ্রুত পাওনা বুঝিয়ে দিয়ে গার্মেন্টস খুলে দিতে হবে।
একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মোসাম্মাত সিমা আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহমেদ, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলামসহ অন্যরা।
বকেয়া মজুরি, ঈদ বোনাস, শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুরের দুটি কারখানার গার্মেন্টস শ্রমিকেরা। আজ মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাবের সামনে আয়োজিত একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানান তাঁরা।
শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ডাচ্বাং-লা ব্যাংকের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আহমেদের মালিকানাধীন কারখানা এম এস এ স্পিনিং লিমিটেড ও এম এস এ টেক্সটাইলস লিমিটেডের শ্রমিকদের ২ মাসের মজুরি বকেয়া ও ঈদ বোনাস রয়েছে। এ অবস্থায় গার্মেন্টস বন্ধ করে দিয়ে শ্রমিকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ ধরনের অন্যায় কর্মকাণ্ড পরিহার করে বকেয়া বেতন-বোনাস দেওয়া, মিথ্যা মামলা প্রত্যাহার ও বন্ধ গার্মেন্টস খুলে দিতে হবে। এই দাবি আদায়ে আজকে শ্রম অধিদপ্তর ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।
ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ কাউন্সিল-আইবিসির সভাপতি আমিরুল হক আমিন বলেন, গার্মেন্টস দুটির প্রস্তাবিত শ্রমিক ইউনিয়নের কমিটির ১১ জন নেতাসহ শ্রমিকদের ভয়-ভীতি দেখানো, এলাকা ছাড়াসহ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। শ্রমিকদের নামে কারখানা কর্তৃপক্ষ এবং শিল্প পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। শ্রমিকদের জামিনে থাকার পরও অজ্ঞাতনামা আসামি হিসেবে পুনরায় শ্রমিকদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ড অসৎ শ্রম আচরণের শামিল। এসব বন্ধ করে দ্রুত পাওনা বুঝিয়ে দিয়ে গার্মেন্টস খুলে দিতে হবে।
একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মোসাম্মাত সিমা আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহমেদ, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলামসহ অন্যরা।
নড়াইলের লোহাগড়া শিশু শাহিন ফকির হত্যা মামলায় নারীসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এই রায় ঘোষণা করেন।
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন তসলিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জেলা শহর থেকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
১৮ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে ডলার মিয়া (২৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বুধবার পদ্মা নদীর দশ রশিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দল পদ্মা নদীতে তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান পাননি।
২১ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে প্রতিপক্ষের মারধরে মো. স্বপন মিয়া (৩৫) নামের এক কৃষককে হত্যা করা হয়েছে। আজ বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ এলাকায় নেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে