নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে ১৪ মামলার আসামি আফজাল হোসেনকে (৪২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার দেওভোগ হাশেমবাগ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আফজাল ফতুল্লার বাংলাবাজার এলাকার এবাদুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যাসহ ১৪টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আধিপত্য নিয়ে বিরোধের জেরে আফজালকে ধরে নিয়ে যায় প্রতিপক্ষ রাজু প্রধান, রাসেল, রাশেদসহ ১০-১৫ জন। তাঁরা আফজালকে হাশেমবাগ এলাকায় নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাশেমবাগ এলাকার বাসিন্দা সুজন মিয়া বলেন, কয়েক দিন আগেই রাজু প্রধান বাহিনীর কয়েকজনকে কুপিয়ে আহত করেছিল আফজাল ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় ফতুল্লা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হলে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করে। এর মধ্যে আজ দুপুরে আফজালকে রাস্তায় একা পেয়ে তুলে নিয়ে যান রাজুর অনুগামীরা। পরে তাঁকে কুপিয়ে হত্যা করেন।
ফতুল্লার থানার ওসি দিপু বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত আফজালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত।
ওসি আরও বলেন, ‘আধিপত্য নিয়ে দুই গ্রুপের বিরোধে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে ১৪ মামলার আসামি আফজাল হোসেনকে (৪২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার দেওভোগ হাশেমবাগ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আফজাল ফতুল্লার বাংলাবাজার এলাকার এবাদুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যাসহ ১৪টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আধিপত্য নিয়ে বিরোধের জেরে আফজালকে ধরে নিয়ে যায় প্রতিপক্ষ রাজু প্রধান, রাসেল, রাশেদসহ ১০-১৫ জন। তাঁরা আফজালকে হাশেমবাগ এলাকায় নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাশেমবাগ এলাকার বাসিন্দা সুজন মিয়া বলেন, কয়েক দিন আগেই রাজু প্রধান বাহিনীর কয়েকজনকে কুপিয়ে আহত করেছিল আফজাল ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় ফতুল্লা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হলে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করে। এর মধ্যে আজ দুপুরে আফজালকে রাস্তায় একা পেয়ে তুলে নিয়ে যান রাজুর অনুগামীরা। পরে তাঁকে কুপিয়ে হত্যা করেন।
ফতুল্লার থানার ওসি দিপু বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত আফজালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত।
ওসি আরও বলেন, ‘আধিপত্য নিয়ে দুই গ্রুপের বিরোধে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
৩ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
৩ ঘণ্টা আগে