সাভার (ঢাকা) প্রতিনিধি
বিয়ের মাস না পেরোতেই নওরীন নুসরাত স্নিগ্ধা (২৬) নামের এক নববধূ ছয়তলা বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় এই ঘটনা ঘটে। পুলিশ নুসরাতের লাশ উদ্ধার করেছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান। তিনি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
নওরীন নুসরাত (২৬) টাঙ্গাইলের ইসলামবাগ এলাকার খন্দকার নজরুল ইসলামের মেয়ে। গত ২১ জুলাই চাঁদপুরে মতলব উত্তর থানা কলাকান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে ইব্রাহিম খলিলের সঙ্গে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। ১৫ দিন আগে স্বামীর সঙ্গে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজার এলাকার আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে ওঠেন নুসরাত।
বাড়ির তত্ত্বাবধায়ক মো. ফারুক বলেন, ‘নুসরাতের স্বামী প্রায় ছয় মাস আগে আমাদের বাড়িতে বাসা ভাড়া নেয়। এরপর ১৫ দিন আগে তিনি তাঁর স্ত্রী নিয়ে আসেন। বিকেলে মেয়েটা ছাদ থেকে পড়ে গেলে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।’
নিহতের স্বামী ইব্রাহিম খলিল বলেন, ‘আমার সঙ্গে স্ত্রীর কোনো ঝামেলা নেই। ঘটনার সময় বাসায় ছিলাম না। কীভাবে এই ঘটনা ঘটল আমি কিছুই বুঝতে পারছি না।’
নুসরাতের মৃত্যুর বিষয়ে তাঁর পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিয়ের মাস না পেরোতেই নওরীন নুসরাত স্নিগ্ধা (২৬) নামের এক নববধূ ছয়তলা বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় এই ঘটনা ঘটে। পুলিশ নুসরাতের লাশ উদ্ধার করেছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান। তিনি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
নওরীন নুসরাত (২৬) টাঙ্গাইলের ইসলামবাগ এলাকার খন্দকার নজরুল ইসলামের মেয়ে। গত ২১ জুলাই চাঁদপুরে মতলব উত্তর থানা কলাকান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে ইব্রাহিম খলিলের সঙ্গে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। ১৫ দিন আগে স্বামীর সঙ্গে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজার এলাকার আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে ওঠেন নুসরাত।
বাড়ির তত্ত্বাবধায়ক মো. ফারুক বলেন, ‘নুসরাতের স্বামী প্রায় ছয় মাস আগে আমাদের বাড়িতে বাসা ভাড়া নেয়। এরপর ১৫ দিন আগে তিনি তাঁর স্ত্রী নিয়ে আসেন। বিকেলে মেয়েটা ছাদ থেকে পড়ে গেলে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।’
নিহতের স্বামী ইব্রাহিম খলিল বলেন, ‘আমার সঙ্গে স্ত্রীর কোনো ঝামেলা নেই। ঘটনার সময় বাসায় ছিলাম না। কীভাবে এই ঘটনা ঘটল আমি কিছুই বুঝতে পারছি না।’
নুসরাতের মৃত্যুর বিষয়ে তাঁর পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
১ ঘণ্টা আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে