মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে বস্তা ফেলে ডাকাতির সময় ছুরিকাঘাতে নাজমুল ওরফে আজিজুল (৩৫) নামের এক ট্রাকচালককে হত্যা করা হয়েছে। এ সময় ডাকাত দলের হামলায় চালকের সহকারী আবু তালেব (২৫) আহত হন। তিনি ট্রাকচালকের শ্যালক।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার যতীন্দ্র নারায়ণ (গোয়ালবাড়ি) গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও আহত আবু তালেব জানান, তিনি এবং তাঁর ভগ্নিপতি গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ট্রাকে ভুট্টাবোঝাই করে বগুড়ার উদ্দেশে রওনা হন। পথে রাত দেড়টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের মা সিএনজি ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছালে মহাসড়কে একটি বস্তা পড়ে থাকতে দেখে ট্রাক থামান।
পরে ট্রাক থেকে নেমে সড়কে পড়ে থাকা বস্তা সরাতে গেলে ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ এসে তাঁকে ঘিরে ফেলেন। এ সময় ডাকাতেরা ট্রাকচালকের সঙ্গে থাকা ১৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং মারধর করেন। একপর্যায়ে ডাকাত দল ট্রাকচালকের বুকে ছুরিকাঘাত করে। এ সময় আশপাশের লোকজন ও পুলিশের টহল দল এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যান।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) অটল কুমার জানান, আহত হেলপারের আর্তচিৎকার শুনে টহল টিমের সদস্যদের নিয়ে এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। তারা যাওয়ার আগেই চালকের বুকে ডাকাত দলের সদস্যরা ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরে তাঁর লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে বস্তা ফেলে ডাকাতির সময় ছুরিকাঘাতে নাজমুল ওরফে আজিজুল (৩৫) নামের এক ট্রাকচালককে হত্যা করা হয়েছে। এ সময় ডাকাত দলের হামলায় চালকের সহকারী আবু তালেব (২৫) আহত হন। তিনি ট্রাকচালকের শ্যালক।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার যতীন্দ্র নারায়ণ (গোয়ালবাড়ি) গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও আহত আবু তালেব জানান, তিনি এবং তাঁর ভগ্নিপতি গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ট্রাকে ভুট্টাবোঝাই করে বগুড়ার উদ্দেশে রওনা হন। পথে রাত দেড়টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের মা সিএনজি ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছালে মহাসড়কে একটি বস্তা পড়ে থাকতে দেখে ট্রাক থামান।
পরে ট্রাক থেকে নেমে সড়কে পড়ে থাকা বস্তা সরাতে গেলে ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ এসে তাঁকে ঘিরে ফেলেন। এ সময় ডাকাতেরা ট্রাকচালকের সঙ্গে থাকা ১৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং মারধর করেন। একপর্যায়ে ডাকাত দল ট্রাকচালকের বুকে ছুরিকাঘাত করে। এ সময় আশপাশের লোকজন ও পুলিশের টহল দল এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যান।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) অটল কুমার জানান, আহত হেলপারের আর্তচিৎকার শুনে টহল টিমের সদস্যদের নিয়ে এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। তারা যাওয়ার আগেই চালকের বুকে ডাকাত দলের সদস্যরা ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরে তাঁর লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রংপুরের কাউনিয়ায় মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের (৪০) ছিন্ন-বিচ্ছিন্ন লাশ। আজ শনিবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলের ঘুণ্টি এলাকায় রংপুর-কুড়িগ্ৰাম মহাসড়ক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
১৮ মিনিট আগেরাজধানীর পল্লবীতে তিন ও সাত বছরের দুই ছেলেসন্তানকে গলাকেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর বাগেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, বন্ধ চিনিকলগুলো যেন একটার পর একটা চালু করা হয়। ইতিমধ্যে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে আখচাষিদের প্রতিনিধিরাও আছেন, যাঁরা আখ চাষ করছেন তাঁরাও আছেন। আমরা চেষ্টা করছি, কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ এক
১ ঘণ্টা আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে (৫০) হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছিল র্যাব। তবে পুলিশের তদন্তে ভিন্ন বিষয় উঠে আসে। পুলিশ বলেছে, গৃহবধূ হত্যায় ছেলে নয়, বাড়ির ভাড়াটি জড়িত। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে