ঢাবি প্রতিনিধি
দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে রাতে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন বামধারার ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা।
বুধবার বিকেল পৌনে পাঁচটার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে কর্মসূচি পালন করেছেন তারা। প্রায় ১৫ মিনিট মৌন অবস্থান করেন তাঁরা। এ সময় তাঁদের হাতে ‘সাংবাদিকতা অপরাধ নয়’, ‘সংবাদ প্রকাশ অপরাধ নয়’, ‘ফ্রি শামস’, নজরদারিমুক্ত গণমাধ্যম চাই’ ও ‘অবিলম্বে শামসুজ্জামান শামসের মুক্তি দাও’—লেখা সম্বলিত প্ল্যাকার্ড তাদের হাতে ছিল। বামধারা ছাত্র সংগঠনের মোর্চা—গণতান্ত্রিক ছাত্রজোট, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতাকে ও সমমনা ব্যক্তিরা এতে অংশ নেন।
আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার বসু। মেঘমল্লারের বক্তব্যের পর টিএসসি থেকে শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ ঘুরে আবার টিএসসিতে ফিরে শেষ হয়। মেঘমল্লার বসু বলেন, ’ আমাদের প্রতিরোধ করার সময় হয়েছে, সময় হয়েছে এমন না; সময় প্রায় শেষ হয়ে গেছে! স্বাধীনতা দিবসের দিনে একটি অনুসন্ধানী সংবাদ করার কারণে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া হল। অথচ প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছিল, যে ব্যক্তির ছবি দেওয়া হয়েছে, সে বক্তা নয়; বক্তা অন্য একজন, যিনি পেশায় দিনমজুর। সেটিকে উপেক্ষা করা এমন একটি আবহ তৈরি করা হলো যে এখানে সাংবাদিকতার নামে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।’
মেঘমল্লার বসু আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের সঙ্গে ক্ষমতাসীন সরকার অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে, সে যুদ্ধকে ইনটেনসিফাই করা হচ্ছে, সে যুদ্ধকে প্রবল করে তোলা হচ্ছে, ছলেবলে সাংবাদিকতাকে সন্ত্রাস হিসেবে দেখানো হচ্ছে, সাংবাদিকতা করার কারণে জেলে ঢোকানো হচ্ছে। যখন দ্রব্য মূল্য বৃদ্ধি পায় তখন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় না, যখন মুক্তিবুদ্ধির চর্চাকে বাধাগ্রস্ত করা হয় তখন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় না—যখন চোরকে চোর বলা হয় তখন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, চোরের ভাবমূর্তি প্রোটেকশনের দায়িত্ব জনগণের নয়। যা ঘটছে তা স্পষ্টভাবে বলার অধিকারও আমাদেরও আছে, সৎসাহসও আমাদের আছে। কাজেই আমরা বলব, একবার-দুবার নয়—বারবার বলব।’
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা খাবারের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে, দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা শুধু নিম্নবিত্তের নয়, এটা সকলের সমস্যা। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাংলার মাটি থেকে স্বৈরাচার সরকার উৎখাত করা ছাড়া কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন মেঘমল্লার।
গত রোববার প্রথম আলোর অনলাইন সংস্করণের একটি সংবাদের দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে ফেসবুক পেজে একটি ‘কার্ড’ প্রকাশ করা হয় সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ভুল করে ছবি দেওয়া হয় একটি শিশুর। পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে ছবিটি তুলে নেওয়া হয় এবং ছবির ভুল প্রয়োগের বিষয়েও বলা হয়। ছবিটি দিনমজুর জাকির হোসেনের বলে কোথাও উল্লেখ করা হয়নি এবং উক্তিটি শিশুর বলেও উল্লেখ করা হয়নি। ওই সংবাদ করেছিলেন শামসুজ্জামান। তাকে বুধবার রাত চারটার সময়ে সাভারে বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেন কয়েকজন।
এদিকে এ সংবাদকে ‘প্রথম আলোর ষড়যন্ত্র, স্বাধীনতা দিবসের কটূক্তি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে প্রজন্মের প্রতিবাদ’—উল্লেখ করে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে ছাত্রলীগের নেতা–কর্মীরা।
দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে রাতে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন বামধারার ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা।
বুধবার বিকেল পৌনে পাঁচটার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে কর্মসূচি পালন করেছেন তারা। প্রায় ১৫ মিনিট মৌন অবস্থান করেন তাঁরা। এ সময় তাঁদের হাতে ‘সাংবাদিকতা অপরাধ নয়’, ‘সংবাদ প্রকাশ অপরাধ নয়’, ‘ফ্রি শামস’, নজরদারিমুক্ত গণমাধ্যম চাই’ ও ‘অবিলম্বে শামসুজ্জামান শামসের মুক্তি দাও’—লেখা সম্বলিত প্ল্যাকার্ড তাদের হাতে ছিল। বামধারা ছাত্র সংগঠনের মোর্চা—গণতান্ত্রিক ছাত্রজোট, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতাকে ও সমমনা ব্যক্তিরা এতে অংশ নেন।
আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার বসু। মেঘমল্লারের বক্তব্যের পর টিএসসি থেকে শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ ঘুরে আবার টিএসসিতে ফিরে শেষ হয়। মেঘমল্লার বসু বলেন, ’ আমাদের প্রতিরোধ করার সময় হয়েছে, সময় হয়েছে এমন না; সময় প্রায় শেষ হয়ে গেছে! স্বাধীনতা দিবসের দিনে একটি অনুসন্ধানী সংবাদ করার কারণে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া হল। অথচ প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছিল, যে ব্যক্তির ছবি দেওয়া হয়েছে, সে বক্তা নয়; বক্তা অন্য একজন, যিনি পেশায় দিনমজুর। সেটিকে উপেক্ষা করা এমন একটি আবহ তৈরি করা হলো যে এখানে সাংবাদিকতার নামে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।’
মেঘমল্লার বসু আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের সঙ্গে ক্ষমতাসীন সরকার অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে, সে যুদ্ধকে ইনটেনসিফাই করা হচ্ছে, সে যুদ্ধকে প্রবল করে তোলা হচ্ছে, ছলেবলে সাংবাদিকতাকে সন্ত্রাস হিসেবে দেখানো হচ্ছে, সাংবাদিকতা করার কারণে জেলে ঢোকানো হচ্ছে। যখন দ্রব্য মূল্য বৃদ্ধি পায় তখন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় না, যখন মুক্তিবুদ্ধির চর্চাকে বাধাগ্রস্ত করা হয় তখন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় না—যখন চোরকে চোর বলা হয় তখন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, চোরের ভাবমূর্তি প্রোটেকশনের দায়িত্ব জনগণের নয়। যা ঘটছে তা স্পষ্টভাবে বলার অধিকারও আমাদেরও আছে, সৎসাহসও আমাদের আছে। কাজেই আমরা বলব, একবার-দুবার নয়—বারবার বলব।’
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা খাবারের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে, দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা শুধু নিম্নবিত্তের নয়, এটা সকলের সমস্যা। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাংলার মাটি থেকে স্বৈরাচার সরকার উৎখাত করা ছাড়া কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন মেঘমল্লার।
গত রোববার প্রথম আলোর অনলাইন সংস্করণের একটি সংবাদের দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে ফেসবুক পেজে একটি ‘কার্ড’ প্রকাশ করা হয় সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ভুল করে ছবি দেওয়া হয় একটি শিশুর। পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে ছবিটি তুলে নেওয়া হয় এবং ছবির ভুল প্রয়োগের বিষয়েও বলা হয়। ছবিটি দিনমজুর জাকির হোসেনের বলে কোথাও উল্লেখ করা হয়নি এবং উক্তিটি শিশুর বলেও উল্লেখ করা হয়নি। ওই সংবাদ করেছিলেন শামসুজ্জামান। তাকে বুধবার রাত চারটার সময়ে সাভারে বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেন কয়েকজন।
এদিকে এ সংবাদকে ‘প্রথম আলোর ষড়যন্ত্র, স্বাধীনতা দিবসের কটূক্তি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে প্রজন্মের প্রতিবাদ’—উল্লেখ করে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে ছাত্রলীগের নেতা–কর্মীরা।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১৪ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১৬ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
১৭ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
১৯ মিনিট আগে