উত্তরা (ঢাকা), প্রতিনিধি
উত্তরার তুরাগ নদীর খেয়াঘাটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদার টুটুল সরকারকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহপুরের আইচি বোটঘাট থেকে তাঁকে আটক করা হয়।
আজ রোববার (২৭ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরার হজ ক্যাম্প আর্মি ক্যাম্পের একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আইচি বোটঘাট থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী এবং অবৈধ ইজারা দখলকারী টুটুল সরকারকে আটক করা হয়েছে।
ওই সেনা কর্মকর্তা বলেন, টুটুল সরকার দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে আইচি খেয়াঘাট দখল করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল। এ ছাড়া সে নিজ এলাকায় আওয়ামী লীগের রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন চাঁদাবাজি ও দখল বাণিজ্য পরিচালনা করে আসছিল। তাঁর বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া এবং অবৈধ ইজারার বিষয়ে প্রতিবাদ করলে তিনি স্থানীয় একাধিক ব্যক্তিকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
সেনাবাহিনী জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে টুটুল সরকারকে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খেয়াঘাটের মাঝি ও পারাপাররত যাত্রীদের অভিযোগ, পূর্বে আইচি খেয়াঘাটের ইজারা নেওয়া হয়েছিল ১৭ লাখ। আর সেটা টুটুল সরকার নিয়েছে ৩৯ লাখ টাকা। নদী পারারের জন্য সরকার নির্ধারিত ফি ২টা টাকা হলেও আদায় করত ১০ টাকা। আর পূর্বে ৬০ জন মাঝিকে বিতাড়িত করে দেয় টুটুল সরকার। আগে নৌকা প্রতি জিপি (চাঁদা) ছিল ১২০ টাকা, এখন সেটা ২৫০ টাকা করে আদায় করা হচ্ছে। যা মাঝি ও যাত্রীদের প্রতি জুলুম হয়ে যাচ্ছে। টুটুল সরকারের এত ক্ষমতার উৎসই ছিল তার চাচা ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন।
অপরদিকে ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনী টুটুল সরকারকে আমাদের থানায় নিয়ে আসছিল। পরে টঙ্গী পূর্ব থানা-পুলিশ এসে তাকে নিয়ে গেছে।’
উত্তরার তুরাগ নদীর খেয়াঘাটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদার টুটুল সরকারকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহপুরের আইচি বোটঘাট থেকে তাঁকে আটক করা হয়।
আজ রোববার (২৭ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরার হজ ক্যাম্প আর্মি ক্যাম্পের একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আইচি বোটঘাট থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী এবং অবৈধ ইজারা দখলকারী টুটুল সরকারকে আটক করা হয়েছে।
ওই সেনা কর্মকর্তা বলেন, টুটুল সরকার দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে আইচি খেয়াঘাট দখল করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল। এ ছাড়া সে নিজ এলাকায় আওয়ামী লীগের রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন চাঁদাবাজি ও দখল বাণিজ্য পরিচালনা করে আসছিল। তাঁর বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া এবং অবৈধ ইজারার বিষয়ে প্রতিবাদ করলে তিনি স্থানীয় একাধিক ব্যক্তিকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
সেনাবাহিনী জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে টুটুল সরকারকে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খেয়াঘাটের মাঝি ও পারাপাররত যাত্রীদের অভিযোগ, পূর্বে আইচি খেয়াঘাটের ইজারা নেওয়া হয়েছিল ১৭ লাখ। আর সেটা টুটুল সরকার নিয়েছে ৩৯ লাখ টাকা। নদী পারারের জন্য সরকার নির্ধারিত ফি ২টা টাকা হলেও আদায় করত ১০ টাকা। আর পূর্বে ৬০ জন মাঝিকে বিতাড়িত করে দেয় টুটুল সরকার। আগে নৌকা প্রতি জিপি (চাঁদা) ছিল ১২০ টাকা, এখন সেটা ২৫০ টাকা করে আদায় করা হচ্ছে। যা মাঝি ও যাত্রীদের প্রতি জুলুম হয়ে যাচ্ছে। টুটুল সরকারের এত ক্ষমতার উৎসই ছিল তার চাচা ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন।
অপরদিকে ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনী টুটুল সরকারকে আমাদের থানায় নিয়ে আসছিল। পরে টঙ্গী পূর্ব থানা-পুলিশ এসে তাকে নিয়ে গেছে।’
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে