টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে অবরুদ্ধ তত্ত্বাবধায়ক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১৬: ৪৭

বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়কে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রেখেছে দায়িত্বরত আনসার সদস্যেরা।

আজ রোববার সকাল ১১টার থেকে তাঁর অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। পরে বেলা ৩টার দিকে অফিস কক্ষের তালা খুলে দেওয়া হলেও বের হতে পারেননি তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত মে ও চলতি জুন মাসের বকেয়া বেতন ও ঈদুল আজহার বোনাসের দাবিতে কিশোর উন্নয়ন কেন্দ্রের দায়িত্বে থাকা ৫৫ জন আনসার সদস্য উন্নয়ন কেন্দ্রের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন। 

শিশু উন্নয়ন কেন্দ্রের প্রধান ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্য জুয়েল বলেন, ‘মে ও চলতি জুন মাসের বেতনসহ ঈদুল আজহার বোনাস এখনো পর্যন্ত পরিশোধ করা হয়নি। বেতনের বিষয়ে জানতে গেলে কেন্দ্রের দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বেতন পরিশোধ নিয়ে আগেও কয়েক মাস গড়িমসি করেছেন তিনি। আজ সকাল থেকে এখানকার আনসার সদস্যরা তত্ত্বাবধায়কের কক্ষে তালা ঝুলিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখে।’ 

টঙ্গী থানা আনসার ভিডিপির কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ‘বেতনের দাবিতে শিশু উন্নয়ন কেন্দ্রের আনসার সদস্যরা আজ সকাল থেকেই তত্ত্বাবধায়কের অবরুদ্ধ করে রাখে। আমরা এসেছি, সকল আনসার সদস্যদের নিয়ে কথা বলছি। আগামীকাল বেতন পরিশোধ করা হবে আশ্বাস দেওয়া হয়েছে।’ 

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান বলেন, ‘আমি এখন অবরুদ্ধ নই। আমি বরাদ্দ পাইনি তাই বেতন পরিশোধ করতে পারছি না। বেতন পরিষদের জন্য ১৯ লাখ টাকা রয়েছে। মাত্র ২২ হাজার টাকা কম। বরাদ্দের টাকা পেলেই আগামীকাল বেতন পরিশোধ করা হবে।’ 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত