নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকার একটি বাসায় অটোরিকশার চার্জার বিস্ফোরণের ঘটনায় স্ত্রীর পর চলে গেলেন স্বামী আব্দুল মতিন (৪০)। আজ শনিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
ডা. এস এম আইউব হোসেন বলেন, সকালে চিকিৎসাধীন মতিনের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের ৯২ শতাংশ দগ্ধ ছিল। তা ছাড়া শ্বাসনালি পুড়ে গিয়েছিল। গতকাল সন্ধ্যায় তাঁর স্ত্রী ময়না ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা গেছেন। তাঁদের দুই মেয়ে আয়শা ৪৬ ও মায়শা ৪২ শতাংশ দগ্ধ নিয়ে এখনো ভর্তি আছে। তাদের অবস্থাও গুরুতর। ১৮ শতাংশ দগ্ধ রায়হানকে চিকিৎসা শেষে শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার ভোর ৪টার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগ সিলেটি বাজার কাজীর গলিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়েছিলেন অটোরিকশাচালক আব্দুল মতিন (৪০), তাঁর স্ত্রী গৃহিণী ইয়াসমিন আক্তার ময়না (৩৫), দুই মেয়ে আয়শা (৬) ও মায়শা (১০) এবং ময়নার ভাগনে আবুল খায়ের রায়হান (২৫)।
দগ্ধ রায়হান নিজেই জানান, তিনি একটি প্রতিষ্ঠানে জুনিয়র ওয়েব ডিজাইনার হিসেবে চাকরি করেন। ওই বাসায় তাঁর মা থাকলেও তিনি অন্যখানে থাকেন। গত রাতেই তিনি ওই বাসায় মায়ের কাছে গিয়েছিলেন। শুক্রবার ভোরে যখন তাঁরা সবাই ঘুমিয়েছিলেন তখন বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তেই ঘুম ভেঙে গেলে চারদিকে আগুন দেখতে পান তিনি। বিস্ফোরণে রুমের দরজাও ভেঙে গেছে। পরে তাঁরা দৌড়ে বাসার বাইরে চলে যান। তবে এর আগেই তাঁদের শরীর পুড়ে যায়।
রায়হান জানান, মতিন প্রতিদিন বাসাতেই অটোরিকশা চার্জ করতেন। সেই চার্জার থেকেই ভোরে বিস্ফোরণে এই দগ্ধের ঘটনা ঘটেছে।
হাসপাতালে নিয়ে যাওয়া মতিনের শ্যালক মো. মাসুম জানান, খবর পেয়ে ভোরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রায়হান ছাড়া বাকি চারজনের অবস্থাই গুরুতর। বড় মেয়েটি একটি মাদ্রাসায় পড়ত। আর ছোট মেয়ে কিছুই করত না। তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর গ্রামে।
রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকার একটি বাসায় অটোরিকশার চার্জার বিস্ফোরণের ঘটনায় স্ত্রীর পর চলে গেলেন স্বামী আব্দুল মতিন (৪০)। আজ শনিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
ডা. এস এম আইউব হোসেন বলেন, সকালে চিকিৎসাধীন মতিনের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের ৯২ শতাংশ দগ্ধ ছিল। তা ছাড়া শ্বাসনালি পুড়ে গিয়েছিল। গতকাল সন্ধ্যায় তাঁর স্ত্রী ময়না ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা গেছেন। তাঁদের দুই মেয়ে আয়শা ৪৬ ও মায়শা ৪২ শতাংশ দগ্ধ নিয়ে এখনো ভর্তি আছে। তাদের অবস্থাও গুরুতর। ১৮ শতাংশ দগ্ধ রায়হানকে চিকিৎসা শেষে শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার ভোর ৪টার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগ সিলেটি বাজার কাজীর গলিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়েছিলেন অটোরিকশাচালক আব্দুল মতিন (৪০), তাঁর স্ত্রী গৃহিণী ইয়াসমিন আক্তার ময়না (৩৫), দুই মেয়ে আয়শা (৬) ও মায়শা (১০) এবং ময়নার ভাগনে আবুল খায়ের রায়হান (২৫)।
দগ্ধ রায়হান নিজেই জানান, তিনি একটি প্রতিষ্ঠানে জুনিয়র ওয়েব ডিজাইনার হিসেবে চাকরি করেন। ওই বাসায় তাঁর মা থাকলেও তিনি অন্যখানে থাকেন। গত রাতেই তিনি ওই বাসায় মায়ের কাছে গিয়েছিলেন। শুক্রবার ভোরে যখন তাঁরা সবাই ঘুমিয়েছিলেন তখন বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তেই ঘুম ভেঙে গেলে চারদিকে আগুন দেখতে পান তিনি। বিস্ফোরণে রুমের দরজাও ভেঙে গেছে। পরে তাঁরা দৌড়ে বাসার বাইরে চলে যান। তবে এর আগেই তাঁদের শরীর পুড়ে যায়।
রায়হান জানান, মতিন প্রতিদিন বাসাতেই অটোরিকশা চার্জ করতেন। সেই চার্জার থেকেই ভোরে বিস্ফোরণে এই দগ্ধের ঘটনা ঘটেছে।
হাসপাতালে নিয়ে যাওয়া মতিনের শ্যালক মো. মাসুম জানান, খবর পেয়ে ভোরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রায়হান ছাড়া বাকি চারজনের অবস্থাই গুরুতর। বড় মেয়েটি একটি মাদ্রাসায় পড়ত। আর ছোট মেয়ে কিছুই করত না। তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর গ্রামে।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
৩ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
৩১ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগে