নিজস্ব প্রতিবেদক
চারটি আন্তর্জাতিক রুটে আগামীকাল শনিবার থেকে সপ্তাহে ২১টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। রুট চারটি হলো- দুবাই, মাসকাট, দোহা ও সিঙ্গাপুর।
প্রতিটি রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি ও সুরক্ষা বিবেচনায় রেখে সব ফ্লাইট ঢাকা থেকে পরিচালিত হবে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।
কামরুল ইসলাম জানান, নির্দেশনা মেনেই প্রতি সপ্তাহে ঢাকা থেকে দুবাই রুটে নয়টি, মাসকাটে সাতটি, দোহায় চারটি এবং সিঙ্গাপুরে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এই চার গন্তব্যের টিকিটধারীদের ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা নেগেটিভ সনদ সংগ্রহ করতে হবে। এসব গন্তব্য থেকে যারা দেশে ফিরবেন তাদের প্রত্যেককেই সরকারের নির্দেশনা অনুযায়ী নিজ খরচে প্রাতিষ্ঠানিক কিংবা হোটেলে কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।
এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য শনিবার সকাল থেকে বিশেষ ফ্লাইট চালু করছে সরকার। দেশে চলমান লকডাউনে যে প্রবাসীরা তাদের কর্মস্থলে যোগ দিতে সমস্যায় পড়েছেন তারাই অগ্রাধিকার পাবেনে এ ফ্লাইটে। এক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বাংলাদেশি অন্যান্য এয়ারলাইন্স এবং সংশ্লিষ্ট দেশসমুহের জাতীয় বিমান সংস্থাও বিশেষ ফ্লাইট পরিচালনা করতে পারবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্চ্যুয়াল প্লাটফর্মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সভাপতিত্বে মন্ত্রী পর্যায়ের জরুরি আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব প্রবাসী কর্মীর জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ক্লিয়ারেন্স রয়েছে, তারা এই পাঁচ দেশে যেতে অগ্রাধিকার পাবেন। অবশ্য ভিসা বা আকামার মেয়াদের ওপর ভিত্তি করেও দ্রুত যেতে পারবেন।
বিশেষ ফ্লাইটে যারা যাবেন তাদের টিকেটের দাম সহনীয় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ সাধারণ ফ্লাইটের চার্জের মতো রাখার জন্য বলা হয়েছে। বিদেশগামী যাত্রীদের অগ্রাধিকার দিয়ে পিসিআর টেস্ট নির্বিঘ্নে এবং স্বল্প সময়ের মধ্যে করে দেওয়া জন্য স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়।
সভায় বলা হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে যদি কোনও বাংলাদেশি আটকে থাকেন আর তারা যদি দেশে ফিরতে চান তাহলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে তারা ফিরতে পারবেন। তবে তাদের কোভিড নেগেটিভ সনদ থাকতে হবে এবং দেশে ফেরার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার শর্ত মানতে হবে। ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে রাজধানীর দিয়া বাড়ি, চট্টগ্রাম ও সিলেটে পর্যাপ্ত প্রস্তুতিও রাখতে বলা হয়েছে বৈঠকে। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিশেষ ফ্লাইট শুধুমাত্র ঢাকা থেকেই পরিচালনা করা হবে। যারা চট্টগ্রাম থেকে যাবার জন্য টিকেট কেটেছিলেন, তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কানেকটিং ফ্লাইটে ঢাকায় আনা হবে।
বৈঠকে আরও জানানো হয়, লকডাউন চলাকালে উল্লিখিত পাঁচটি দেশ ব্যতীত অন্যান্য দেশে যারা জরুরি প্রয়োজনে যেতে ইচ্ছুক, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র সাপেক্ষে ট্রানজিট-প্যাসেঞ্জার হিসেবে বিশেষ ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সব দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে বাংলাদেশ। যার প্রভাব সরাসরি গিয়ে পড়ে বিদেশগামী প্রায় ২৫ হাজার কর্মীর ওপর। নিজ কর্মস্থলে যেতে না পেরে প্রবাসী কর্মীরা যাতে ভোগান্তির শিকার না হন, সেজন্য আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখার দাবি জানিয়ে ১৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে ট্রাভেল এজেন্সি মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) ও জনশক্তি রফতানি কারক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)।
যেসব প্রবাসী ছুটি নিয়ে জরুরি প্রয়োজনে বর্তমানে দেশে অবস্থান করছেন, তাদের অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। এছাড়া অনেক নতুন কর্মীও ভিসা পেয়ে কর্মস্থলে যাওয়ার অপেক্ষা করছেন। সময়মতো কর্মস্থলে না যেতে পারলে এসব কর্মীর অনেকের ভিসা বাতিল হয়ে যাবে। সংগঠনগুলো জানায়, প্রত্যেকটি কর্মীই উচ্চমূল্যে টিকিট ক্রয়ের পাশাপাশি কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং দিয়েছেন। হঠাৎ ফ্লাইট বন্ধ হওয়ায় আটকে পড়া কর্মীরা টিকিটের মূল্য কিংবা হোটেল বুকিংয়ের টাকা ফেরত নিয়েও রয়েছেন শঙ্কায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, আগামীকাল শনিবার সকাল ছয়টা থেকে চালু হওয়া বিশেষ ফ্লাইটগুলো চলবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মাম, ওমানের মাসকাট, ইউএইর দুই শহর দুবাই ও আবুধাবি, কাতারের দোহা ও সিঙ্গাপুর। বেবিচকের নির্দেশনা অনুযায়ী ২০ এপ্রিল অর্থাৎ লকডাউনের শেষ দিন পর্যন্ত বিশেষ ফ্লাইটগুলো চলবে।
বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ১৭ এপ্রিল যাদের যাওয়ার জন্য টিকিট বুকিং ছিল, শুধু তারাই যেতে পারবেন। রুটগুলোতে তাদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। এ ক্ষেত্রে যাত্রীদের করোনা ভাইরাসের নেগেটিভ সনদসহ যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে। শনিবারের রিয়াদগামী স্পেশাল ফ্লাইট বিজি ৫০৩৯ ভোর ৪টার পরিবর্তে সকাল ৬টা ১৫ মিনিটে ছাড়বে। তবে লকডাউনের পর প্রথম তিন দিন যাদের ফ্লাইট বাতিল হয়েছে তাদের রি-শিডিউল করে বা অতিরিক্ত ফ্লাইটে পাঠানো হবে বলে জানান তাহেরা খন্দকার।
বিস্তারিত তথ্যের জন্য যেকোনো বিমান সেলস অফিস অথবা বিমানের কল সেন্টারের ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে।
চারটি আন্তর্জাতিক রুটে আগামীকাল শনিবার থেকে সপ্তাহে ২১টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। রুট চারটি হলো- দুবাই, মাসকাট, দোহা ও সিঙ্গাপুর।
প্রতিটি রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি ও সুরক্ষা বিবেচনায় রেখে সব ফ্লাইট ঢাকা থেকে পরিচালিত হবে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।
কামরুল ইসলাম জানান, নির্দেশনা মেনেই প্রতি সপ্তাহে ঢাকা থেকে দুবাই রুটে নয়টি, মাসকাটে সাতটি, দোহায় চারটি এবং সিঙ্গাপুরে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এই চার গন্তব্যের টিকিটধারীদের ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা নেগেটিভ সনদ সংগ্রহ করতে হবে। এসব গন্তব্য থেকে যারা দেশে ফিরবেন তাদের প্রত্যেককেই সরকারের নির্দেশনা অনুযায়ী নিজ খরচে প্রাতিষ্ঠানিক কিংবা হোটেলে কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।
এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য শনিবার সকাল থেকে বিশেষ ফ্লাইট চালু করছে সরকার। দেশে চলমান লকডাউনে যে প্রবাসীরা তাদের কর্মস্থলে যোগ দিতে সমস্যায় পড়েছেন তারাই অগ্রাধিকার পাবেনে এ ফ্লাইটে। এক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বাংলাদেশি অন্যান্য এয়ারলাইন্স এবং সংশ্লিষ্ট দেশসমুহের জাতীয় বিমান সংস্থাও বিশেষ ফ্লাইট পরিচালনা করতে পারবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্চ্যুয়াল প্লাটফর্মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সভাপতিত্বে মন্ত্রী পর্যায়ের জরুরি আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব প্রবাসী কর্মীর জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ক্লিয়ারেন্স রয়েছে, তারা এই পাঁচ দেশে যেতে অগ্রাধিকার পাবেন। অবশ্য ভিসা বা আকামার মেয়াদের ওপর ভিত্তি করেও দ্রুত যেতে পারবেন।
বিশেষ ফ্লাইটে যারা যাবেন তাদের টিকেটের দাম সহনীয় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ সাধারণ ফ্লাইটের চার্জের মতো রাখার জন্য বলা হয়েছে। বিদেশগামী যাত্রীদের অগ্রাধিকার দিয়ে পিসিআর টেস্ট নির্বিঘ্নে এবং স্বল্প সময়ের মধ্যে করে দেওয়া জন্য স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়।
সভায় বলা হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে যদি কোনও বাংলাদেশি আটকে থাকেন আর তারা যদি দেশে ফিরতে চান তাহলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে তারা ফিরতে পারবেন। তবে তাদের কোভিড নেগেটিভ সনদ থাকতে হবে এবং দেশে ফেরার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার শর্ত মানতে হবে। ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে রাজধানীর দিয়া বাড়ি, চট্টগ্রাম ও সিলেটে পর্যাপ্ত প্রস্তুতিও রাখতে বলা হয়েছে বৈঠকে। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিশেষ ফ্লাইট শুধুমাত্র ঢাকা থেকেই পরিচালনা করা হবে। যারা চট্টগ্রাম থেকে যাবার জন্য টিকেট কেটেছিলেন, তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কানেকটিং ফ্লাইটে ঢাকায় আনা হবে।
বৈঠকে আরও জানানো হয়, লকডাউন চলাকালে উল্লিখিত পাঁচটি দেশ ব্যতীত অন্যান্য দেশে যারা জরুরি প্রয়োজনে যেতে ইচ্ছুক, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র সাপেক্ষে ট্রানজিট-প্যাসেঞ্জার হিসেবে বিশেষ ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সব দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে বাংলাদেশ। যার প্রভাব সরাসরি গিয়ে পড়ে বিদেশগামী প্রায় ২৫ হাজার কর্মীর ওপর। নিজ কর্মস্থলে যেতে না পেরে প্রবাসী কর্মীরা যাতে ভোগান্তির শিকার না হন, সেজন্য আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখার দাবি জানিয়ে ১৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে ট্রাভেল এজেন্সি মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) ও জনশক্তি রফতানি কারক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)।
যেসব প্রবাসী ছুটি নিয়ে জরুরি প্রয়োজনে বর্তমানে দেশে অবস্থান করছেন, তাদের অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। এছাড়া অনেক নতুন কর্মীও ভিসা পেয়ে কর্মস্থলে যাওয়ার অপেক্ষা করছেন। সময়মতো কর্মস্থলে না যেতে পারলে এসব কর্মীর অনেকের ভিসা বাতিল হয়ে যাবে। সংগঠনগুলো জানায়, প্রত্যেকটি কর্মীই উচ্চমূল্যে টিকিট ক্রয়ের পাশাপাশি কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং দিয়েছেন। হঠাৎ ফ্লাইট বন্ধ হওয়ায় আটকে পড়া কর্মীরা টিকিটের মূল্য কিংবা হোটেল বুকিংয়ের টাকা ফেরত নিয়েও রয়েছেন শঙ্কায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, আগামীকাল শনিবার সকাল ছয়টা থেকে চালু হওয়া বিশেষ ফ্লাইটগুলো চলবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মাম, ওমানের মাসকাট, ইউএইর দুই শহর দুবাই ও আবুধাবি, কাতারের দোহা ও সিঙ্গাপুর। বেবিচকের নির্দেশনা অনুযায়ী ২০ এপ্রিল অর্থাৎ লকডাউনের শেষ দিন পর্যন্ত বিশেষ ফ্লাইটগুলো চলবে।
বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ১৭ এপ্রিল যাদের যাওয়ার জন্য টিকিট বুকিং ছিল, শুধু তারাই যেতে পারবেন। রুটগুলোতে তাদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। এ ক্ষেত্রে যাত্রীদের করোনা ভাইরাসের নেগেটিভ সনদসহ যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে। শনিবারের রিয়াদগামী স্পেশাল ফ্লাইট বিজি ৫০৩৯ ভোর ৪টার পরিবর্তে সকাল ৬টা ১৫ মিনিটে ছাড়বে। তবে লকডাউনের পর প্রথম তিন দিন যাদের ফ্লাইট বাতিল হয়েছে তাদের রি-শিডিউল করে বা অতিরিক্ত ফ্লাইটে পাঠানো হবে বলে জানান তাহেরা খন্দকার।
বিস্তারিত তথ্যের জন্য যেকোনো বিমান সেলস অফিস অথবা বিমানের কল সেন্টারের ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৮ ঘণ্টা আগে