নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা বৃষ্টির মধ্যে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর বেলা পর্যন্ত বিদ্যুতহীন হয়ে পড়ে রাজধানীর একাশং। তবে গরম না থাকলেও হুট করে টানা চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ না থাকা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সমালোচনা করেছে।
জানা যায়, বিদ্যুতের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত আমিনবাজারের একটি সাবস্টেশনে কারিগরি ত্রুটির কারণে সাভারসহ ঢাকার একটি অংশে বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রায় চার ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল। যেসব এলাকা বিদ্যুৎবিহীন ছিল তার মধ্যে আছে টঙ্গী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বারিধারা, বসুন্ধরা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাত মসজিদ রোড, খিলক্ষেত, বাড্ডা, গুলশান, পল্লবী, কাফরুল, রূপনগর, ইব্রাহিমপুর, আগারগাঁও, মণিপুর ও কল্যাণপুর।
মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা তানিম হোসেন বলেন, ‘রাত ১ টার পর বিদ্যুৎ চলে যায়। এরপর ভোরে ঘুম ভেঙে দেখি তখনো আসেনি।’
মোহাম্মদপুরের বাসিন্দা পার্থ সাহা বলেন, ‘১ টার পর থেকে ভোর ৫ টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না জেনেছি। রাতে ঘুমানোর সময় ছিল না। পরে শুনেছি ৫টায় এসেছে।’
ঢাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে আমিন বাজারে অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের একটি ৪০০ কেভি সাবস্টেশনে কারিগরি সমস্যা দেখা দেয়।
পিজিসিবি জানিয়েছে, আমিনবাজার সাবস্টেশনের বাস কাপলার সিটিতে সমস্যা দেখা দেয় জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত ডিপিডিসিও ডেসকো কমপক্ষে চার থেকে পাঁচটি সাবস্টেশন ট্রিপ করে যায়। এক জেরে হঠাৎ করে মধ্যরাতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) এসএম ওয়াজেদ আলী সরদার আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে আমিন বাজারের একটি সাবস্টেশনে সমস্যা দেখা দেয়। ফলে বিদ্যুৎ সরবরাহ প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল। এখন বিদ্যুৎ সরবরাহ সরবরাহ সব জায়গায় পুনরায় দেওয়া হচ্ছে।
ডিপিডিসি ও ডেসকো জানিয়েছে, গতকাল রাত পাঁচটার দিকে বিকল্প ব্যবস্থায় টঙ্গী ও লালবাগ সাবস্টেশন থেকে বিদ্যুৎ এনে পুনরায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। তবে এখনো বিদ্যুৎ সরবরাহ ওসব এলাকায় স্বাভাবিক অবস্থায় ফেরেনি বলে জানিয়েছেন এই দুই সংস্থার কর্মকর্তারা।
টানা বৃষ্টির মধ্যে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর বেলা পর্যন্ত বিদ্যুতহীন হয়ে পড়ে রাজধানীর একাশং। তবে গরম না থাকলেও হুট করে টানা চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ না থাকা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সমালোচনা করেছে।
জানা যায়, বিদ্যুতের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত আমিনবাজারের একটি সাবস্টেশনে কারিগরি ত্রুটির কারণে সাভারসহ ঢাকার একটি অংশে বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রায় চার ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল। যেসব এলাকা বিদ্যুৎবিহীন ছিল তার মধ্যে আছে টঙ্গী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বারিধারা, বসুন্ধরা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাত মসজিদ রোড, খিলক্ষেত, বাড্ডা, গুলশান, পল্লবী, কাফরুল, রূপনগর, ইব্রাহিমপুর, আগারগাঁও, মণিপুর ও কল্যাণপুর।
মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা তানিম হোসেন বলেন, ‘রাত ১ টার পর বিদ্যুৎ চলে যায়। এরপর ভোরে ঘুম ভেঙে দেখি তখনো আসেনি।’
মোহাম্মদপুরের বাসিন্দা পার্থ সাহা বলেন, ‘১ টার পর থেকে ভোর ৫ টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না জেনেছি। রাতে ঘুমানোর সময় ছিল না। পরে শুনেছি ৫টায় এসেছে।’
ঢাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে আমিন বাজারে অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের একটি ৪০০ কেভি সাবস্টেশনে কারিগরি সমস্যা দেখা দেয়।
পিজিসিবি জানিয়েছে, আমিনবাজার সাবস্টেশনের বাস কাপলার সিটিতে সমস্যা দেখা দেয় জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত ডিপিডিসিও ডেসকো কমপক্ষে চার থেকে পাঁচটি সাবস্টেশন ট্রিপ করে যায়। এক জেরে হঠাৎ করে মধ্যরাতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) এসএম ওয়াজেদ আলী সরদার আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে আমিন বাজারের একটি সাবস্টেশনে সমস্যা দেখা দেয়। ফলে বিদ্যুৎ সরবরাহ প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল। এখন বিদ্যুৎ সরবরাহ সরবরাহ সব জায়গায় পুনরায় দেওয়া হচ্ছে।
ডিপিডিসি ও ডেসকো জানিয়েছে, গতকাল রাত পাঁচটার দিকে বিকল্প ব্যবস্থায় টঙ্গী ও লালবাগ সাবস্টেশন থেকে বিদ্যুৎ এনে পুনরায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। তবে এখনো বিদ্যুৎ সরবরাহ ওসব এলাকায় স্বাভাবিক অবস্থায় ফেরেনি বলে জানিয়েছেন এই দুই সংস্থার কর্মকর্তারা।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৫ ঘণ্টা আগে