টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে টিকা নিতে এসে মারধরের ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিনিয়র সেবিকা রিপা আক্তার, সুরাইয়া আক্তার, শাহিনা আক্তার রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী নাদিম আহাম্মদ, সিফাত হোসেন, ইউছুফ ও সুমন।
জানা যায়, সকালে হাসপাতালে কয়েক হাজার নারী-পুরুষ টিকা নিতে আসেন। দীর্ঘ সময় তাঁরা লাইনে দাঁড়িয়ে থাকে তাঁরা। এরই একপর্যায়ে টিকার মজুত শেষ নেই এমন ঘোষণা এলে নারী পুরুষেরা হাসপাতালের কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টিকা নিতে আসা নারী পুরুষেরা ওই সাতজনকে মারধর করলে তাঁরা আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে সেবিকারা জানান, আজ কয়েক হাজার নারী ও পুরুষ টিকা নিতে এসেছেন। তারা হঠাৎ করেই টিকাদানকারী স্বেচ্ছাসেবী কর্মীদের মারধর করে আহত করেছেন।
টিকা নিতে আসা কয়েকজন বলেন, আমরা সকাল থেকে টিকা নিতে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু লাইন ভেঙে অনেকে টিকা দিয়ে চলে যাচ্ছে। দুপুরের আগেই টিকা নেই এমন ঘোষণা দেওয়া হলে বিশৃঙ্খলা বাধে।
হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ হোসেন বলেন, টিকা নিতে আসা নারী ও পুরুষেরা ধাক্কাধাক্কি করেন এতে হাসপাতালে সেবিকা ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা আহত হয়েছেন।
শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম বলেন, টিকা মজুতের তুলনায় গ্রহীতার সংখ্যা বেশি হয়ে গেছে। তবে টিকা ব্যবস্থা করা হচ্ছে। শনিবার থেকে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, টিকা কেন্দ্রে পুলিশ রয়েছে। প্রায় এক ঘণ্টা পর ফের টিকা কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়।
গাজীপুরের টঙ্গীতে টিকা নিতে এসে মারধরের ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিনিয়র সেবিকা রিপা আক্তার, সুরাইয়া আক্তার, শাহিনা আক্তার রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী নাদিম আহাম্মদ, সিফাত হোসেন, ইউছুফ ও সুমন।
জানা যায়, সকালে হাসপাতালে কয়েক হাজার নারী-পুরুষ টিকা নিতে আসেন। দীর্ঘ সময় তাঁরা লাইনে দাঁড়িয়ে থাকে তাঁরা। এরই একপর্যায়ে টিকার মজুত শেষ নেই এমন ঘোষণা এলে নারী পুরুষেরা হাসপাতালের কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টিকা নিতে আসা নারী পুরুষেরা ওই সাতজনকে মারধর করলে তাঁরা আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে সেবিকারা জানান, আজ কয়েক হাজার নারী ও পুরুষ টিকা নিতে এসেছেন। তারা হঠাৎ করেই টিকাদানকারী স্বেচ্ছাসেবী কর্মীদের মারধর করে আহত করেছেন।
টিকা নিতে আসা কয়েকজন বলেন, আমরা সকাল থেকে টিকা নিতে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু লাইন ভেঙে অনেকে টিকা দিয়ে চলে যাচ্ছে। দুপুরের আগেই টিকা নেই এমন ঘোষণা দেওয়া হলে বিশৃঙ্খলা বাধে।
হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ হোসেন বলেন, টিকা নিতে আসা নারী ও পুরুষেরা ধাক্কাধাক্কি করেন এতে হাসপাতালে সেবিকা ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা আহত হয়েছেন।
শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম বলেন, টিকা মজুতের তুলনায় গ্রহীতার সংখ্যা বেশি হয়ে গেছে। তবে টিকা ব্যবস্থা করা হচ্ছে। শনিবার থেকে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, টিকা কেন্দ্রে পুলিশ রয়েছে। প্রায় এক ঘণ্টা পর ফের টিকা কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৫ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৬ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে