ঢামেক প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও কাজীপাড়া এলাকায় ছুরিকাঘাতে আহত ইমরান (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মৃত্যু হয় তাঁর। এর আগে গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে তেজগাঁও কাজীপাড়া গার্ডেন রোডের ১৭ নম্বর গলিতে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।
নিহত ইমরানের ভাই মো. মিজান মিয়া জানান, তাঁদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাদিরাবাদ গ্রামে। বাবার নাম মো. আলী হোসেন। বর্তমানে কাজীপাড়া গার্ডেন রোডে থাকতেন।
তিনি আরও জানান, গত শনিবার রাত ৩টার দিকে কাজীপাড়া গার্ডেন রোডের বাসা থেকে বাদশাসহ কয়েকজন ইমরানকে ডেকে নিয়ে যায়। সেখানে ১৭ নম্বর গলিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে দ্রুত উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মিজান বলেন, ‘জানতে পেরেছিলাম ইমরান বাদশার কাছে ৫০০ টাকা পেত। টাকাপয়সা নিয়ে দ্বন্দ্বে ইমারনকে ছুরিকাঘাত করে। ইমরান আগে পড়াশোনা করত। তবে বর্তমানে কিছুই করত না। তাঁর বাবা গার্ডেন রোডে মেস দেখাশোনা করে। সেখানে বাবার সঙ্গে থাকত ইমরান।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে তেজগাঁও থেকে ওই যুবককে আহত অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায়। ওই যুবকের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। টাকা লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানতে ও আসামি ধরতে কাজ করছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
রাজধানীর তেজগাঁও কাজীপাড়া এলাকায় ছুরিকাঘাতে আহত ইমরান (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মৃত্যু হয় তাঁর। এর আগে গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে তেজগাঁও কাজীপাড়া গার্ডেন রোডের ১৭ নম্বর গলিতে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।
নিহত ইমরানের ভাই মো. মিজান মিয়া জানান, তাঁদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাদিরাবাদ গ্রামে। বাবার নাম মো. আলী হোসেন। বর্তমানে কাজীপাড়া গার্ডেন রোডে থাকতেন।
তিনি আরও জানান, গত শনিবার রাত ৩টার দিকে কাজীপাড়া গার্ডেন রোডের বাসা থেকে বাদশাসহ কয়েকজন ইমরানকে ডেকে নিয়ে যায়। সেখানে ১৭ নম্বর গলিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে দ্রুত উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মিজান বলেন, ‘জানতে পেরেছিলাম ইমরান বাদশার কাছে ৫০০ টাকা পেত। টাকাপয়সা নিয়ে দ্বন্দ্বে ইমারনকে ছুরিকাঘাত করে। ইমরান আগে পড়াশোনা করত। তবে বর্তমানে কিছুই করত না। তাঁর বাবা গার্ডেন রোডে মেস দেখাশোনা করে। সেখানে বাবার সঙ্গে থাকত ইমরান।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে তেজগাঁও থেকে ওই যুবককে আহত অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায়। ওই যুবকের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। টাকা লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানতে ও আসামি ধরতে কাজ করছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
৩৫ মিনিট আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে