কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বাবা। সদর উপজেলার যশোদল মধুনগর এলাকার গৃহবধূ ঊর্মি আক্তার হত্যার বিচার ও মামলা রেকর্ডভুক্ত (এফআইআর) করার দাবিতে এই সংবাদ সম্মেলন করেছেন তাঁর বাবা মো. সিজিল মিয়া।
আজ বুধবার দুপুরে শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করে গৃহবধূর বাবা।
সংবাদ সম্মেলনে গৃহবধূর বাবা ও অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দীঘিরপাড় গ্রামের কৃষক মো. সিজিল মিয়া বলেন, ‘২০১৫ সালে পারিবারিকভাবে আমার মেয়ে ঊর্মির বিয়ে হয় কিশোরগঞ্জের যশোদল মধ্যনগর এলাকার মতিউর রহমানের ছেলে জিল্লুর রহমানের সঙ্গে। বিয়ের দুই বছর পর তাদের ঘরে এক কন্যাসন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য ঊর্মিকে নির্যাতন করত জিল্লুর ও তার পরিবারের লোকজন। নির্যাতনের কথা ঊর্মি আমাদের জানালে ব্যবসার জন্য জমি বিক্রি করে চার লাখ টাকা দিই। এরপর ঊর্মির ওপর কিছুদিন নির্যাতন বন্ধ ছিল।’
গৃহবধূর বাবা বলেন, ‘জিল্লুর রহমান জুয়া খেলে ও নেশা করে জমি বিক্রি করে আমাদের দেওয়া চার লাখ টাকা নষ্ট করে ফেলে। কিছুদিন আগে আবার টাকা আনার জন্য ঊর্মিকে চাপ দেয় জিল্লুর। তখন ঊর্মি টাকা আনতে অপারগতা প্রকাশ করলে আবারও তাকে জিল্লুর ও তার পরিবারের লোকজন নির্যাতন করা শুরু করে। পরে নির্যাতনের কথা আমাদের জানায়। একপর্যায়ে গত ১৭ জানুয়ারি (মঙ্গলবার) ঊর্মিকে হত্যা করে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে দেয় তারা।’
গৃহবধূর বাবা আরও বলেন, ‘মূলত টাকার জন্যই স্বামী জিল্লুর রহমান ও তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে ঊর্মিকে হত্যা করে। আমার মেয়ে আত্মহত্যা করলে জিল্লুর ও তার বাবা মতিউর রহমান, মা সাহেরা খাতুন, ছোট ভাই আফজল, চাচাতো ভাই তামিম বাড়ি ছেড়ে পালিয়ে গেল কেন? ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও কিশোরগঞ্জ মডেল থানায় আমার মেয়ে হত্যার মামলা রেকর্ড হয়নি। আমি আমার মেয়ে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাই।’
অভিযুক্ত জিল্লুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হেলাল উদ্দিন বলেন, ‘পুলিশের সুরতহাল ও চিকিৎসকের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গৃহবধূ ঊর্মি আক্তারের খালু মোসাদ্দেক হোসেন সোহেল, ভাই আল মোফাচ্ছর তন্ময়, শেখ সালমান, তিতাস চন্দ দাস, অমিত দাস প্রমুখ।
কিশোরগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বাবা। সদর উপজেলার যশোদল মধুনগর এলাকার গৃহবধূ ঊর্মি আক্তার হত্যার বিচার ও মামলা রেকর্ডভুক্ত (এফআইআর) করার দাবিতে এই সংবাদ সম্মেলন করেছেন তাঁর বাবা মো. সিজিল মিয়া।
আজ বুধবার দুপুরে শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করে গৃহবধূর বাবা।
সংবাদ সম্মেলনে গৃহবধূর বাবা ও অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দীঘিরপাড় গ্রামের কৃষক মো. সিজিল মিয়া বলেন, ‘২০১৫ সালে পারিবারিকভাবে আমার মেয়ে ঊর্মির বিয়ে হয় কিশোরগঞ্জের যশোদল মধ্যনগর এলাকার মতিউর রহমানের ছেলে জিল্লুর রহমানের সঙ্গে। বিয়ের দুই বছর পর তাদের ঘরে এক কন্যাসন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য ঊর্মিকে নির্যাতন করত জিল্লুর ও তার পরিবারের লোকজন। নির্যাতনের কথা ঊর্মি আমাদের জানালে ব্যবসার জন্য জমি বিক্রি করে চার লাখ টাকা দিই। এরপর ঊর্মির ওপর কিছুদিন নির্যাতন বন্ধ ছিল।’
গৃহবধূর বাবা বলেন, ‘জিল্লুর রহমান জুয়া খেলে ও নেশা করে জমি বিক্রি করে আমাদের দেওয়া চার লাখ টাকা নষ্ট করে ফেলে। কিছুদিন আগে আবার টাকা আনার জন্য ঊর্মিকে চাপ দেয় জিল্লুর। তখন ঊর্মি টাকা আনতে অপারগতা প্রকাশ করলে আবারও তাকে জিল্লুর ও তার পরিবারের লোকজন নির্যাতন করা শুরু করে। পরে নির্যাতনের কথা আমাদের জানায়। একপর্যায়ে গত ১৭ জানুয়ারি (মঙ্গলবার) ঊর্মিকে হত্যা করে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে দেয় তারা।’
গৃহবধূর বাবা আরও বলেন, ‘মূলত টাকার জন্যই স্বামী জিল্লুর রহমান ও তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে ঊর্মিকে হত্যা করে। আমার মেয়ে আত্মহত্যা করলে জিল্লুর ও তার বাবা মতিউর রহমান, মা সাহেরা খাতুন, ছোট ভাই আফজল, চাচাতো ভাই তামিম বাড়ি ছেড়ে পালিয়ে গেল কেন? ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও কিশোরগঞ্জ মডেল থানায় আমার মেয়ে হত্যার মামলা রেকর্ড হয়নি। আমি আমার মেয়ে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাই।’
অভিযুক্ত জিল্লুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হেলাল উদ্দিন বলেন, ‘পুলিশের সুরতহাল ও চিকিৎসকের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গৃহবধূ ঊর্মি আক্তারের খালু মোসাদ্দেক হোসেন সোহেল, ভাই আল মোফাচ্ছর তন্ময়, শেখ সালমান, তিতাস চন্দ দাস, অমিত দাস প্রমুখ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৩ মিনিট আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
১ ঘণ্টা আগে