নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে ড্রেজার সরবরাহ-সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড (এএসএসএল)। আজ বুধবার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়।
এএসএসএলের ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী ও প্রকল্পের পরিচালক, বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, ১৮ মাসের মধ্যে দুটি ২৪ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার সরবরাহ করতে হবে এএসএসএলকে। এ কাজের জন্য এএসএসএলকে ২১২ কোটি ৬০ লাখ টাকা দেবে বিআইডব্লিউটিএ। ‘৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ প্রকল্প’-এর আওতায় এএসএসএলকে ড্রেজার সরবরাহের এই কাজ দেওয়া হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, ‘আনন্দ শিপইয়ার্ড একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাদের কাজের মান নিয়ে প্রশ্ন নেই। ভালো কাজের জন্য বিআইডব্লিউটিএর সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্কও পুরোনো। এবারও আনন্দ তাদের কাজ দিয়ে দুই প্রতিষ্ঠানের সম্পর্ককে আরও জোরালো করবে বলে প্রত্যাশা করছি।’
আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী বলেন, ‘মানসম্মত কাজ দিয়ে দেশে এবং দেশের বাইরে আনন্দ এরই মধ্যে বিশেষ একটি জায়গা করে নিয়েছে। কাজের মান নিয়ে আনন্দ কখনো আপস করেনি। ড্রেজার সরবরাহের এই কাজেও আনন্দ সেই ধারাবাহিকতা বজায় রাখবে।’
অনুষ্ঠানে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে ড্রেজার সরবরাহের কাজ সম্পন্ন করার আহ্বান জানান প্রকল্প পরিচালক আব্দুল মতিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আনন্দ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নাহিদ নিগার, নির্বাহী পরিচালক প্রকৌশলী ড. তারিকুল ইসলাম, পরিচালক (কারিগরি) সাইফুল ইসলাম, পরিচালক ড. আব্দুল্লাহ নাজমা নওরোজ, প্রকল্প সমন্বয়ক মাহবুবুল রায়হানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে ড্রেজার সরবরাহ-সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড (এএসএসএল)। আজ বুধবার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়।
এএসএসএলের ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী ও প্রকল্পের পরিচালক, বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, ১৮ মাসের মধ্যে দুটি ২৪ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার সরবরাহ করতে হবে এএসএসএলকে। এ কাজের জন্য এএসএসএলকে ২১২ কোটি ৬০ লাখ টাকা দেবে বিআইডব্লিউটিএ। ‘৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ প্রকল্প’-এর আওতায় এএসএসএলকে ড্রেজার সরবরাহের এই কাজ দেওয়া হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, ‘আনন্দ শিপইয়ার্ড একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাদের কাজের মান নিয়ে প্রশ্ন নেই। ভালো কাজের জন্য বিআইডব্লিউটিএর সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্কও পুরোনো। এবারও আনন্দ তাদের কাজ দিয়ে দুই প্রতিষ্ঠানের সম্পর্ককে আরও জোরালো করবে বলে প্রত্যাশা করছি।’
আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী বলেন, ‘মানসম্মত কাজ দিয়ে দেশে এবং দেশের বাইরে আনন্দ এরই মধ্যে বিশেষ একটি জায়গা করে নিয়েছে। কাজের মান নিয়ে আনন্দ কখনো আপস করেনি। ড্রেজার সরবরাহের এই কাজেও আনন্দ সেই ধারাবাহিকতা বজায় রাখবে।’
অনুষ্ঠানে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে ড্রেজার সরবরাহের কাজ সম্পন্ন করার আহ্বান জানান প্রকল্প পরিচালক আব্দুল মতিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আনন্দ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নাহিদ নিগার, নির্বাহী পরিচালক প্রকৌশলী ড. তারিকুল ইসলাম, পরিচালক (কারিগরি) সাইফুল ইসলাম, পরিচালক ড. আব্দুল্লাহ নাজমা নওরোজ, প্রকল্প সমন্বয়ক মাহবুবুল রায়হানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৪২ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৪৪ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
১ ঘণ্টা আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে