নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কিউলেক্স মশার প্রাদুর্ভাব বাড়ছে। এই সিটি করপোরেশন এলাকায় কিউলেক্স মশার মোট ৯২৫টি হটস্পট শনাক্ত করা হয়েছে। বেশি হটস্পট শনাক্ত হয়েছে সাঁতারকুলে। সেখানে ছোট বড় জলাশয় মিলিয়ে মোট ৫২৩ বিঘা জায়গায় কিউলেক্স মশা জন্মে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিরপুর। সেখানে ৭৩টি নালা ও ৫২০ বিঘা জলাশয়ে মশা জন্মে। তুলনামূলক কম হটস্পট রয়েছে মোহাম্মদপুরে। সেখানে নালা রয়েছে ৭২ টি, আর জলাশয় রয়েছে ১৬ টি। এরপরেই রয়েছে দক্ষিণখান, এখানে ৪০টি নালা এবং ১৯টি জলাশয় রয়েছে।
আজ মঙ্গলবার ডিএনসিসির নগর ভবনে মশক নিয়ন্ত্রণ সংক্রান্ত ডিএনসিসি বহির্ভূত বিভিন্ন সংস্থা প্রধানদের নিয়ে সভায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান ও প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড, মিরপুর ডিওএইচএস, বারিধারা ডিওএইচএস এবং বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
কিউলেক্স প্রজাতির মশা কয়েক প্রজাতির পাখি, মানুষ এবং অন্যান্য প্রাণীর এক বা একাধিক রোগের ভেক্টর (জীবাণুর বাহক) হিসাবে কাজ করে। এই প্রজাতির মশা যেসব রোগের বাহক এর মধ্যে রয়েছে-আর্বোভাইরাস সংক্রমণ যেমন, ওয়েস্ট নাইল ভাইরাস, জাপানিজ এনসেফালাইটিস বা সেন্ট লুইস এনসেফালাইটিস। ফাইলেরিয়াসিস এবং এভিয়ান ম্যালেরিয়াও রয়েছে।
অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে মশা নির্মূলে দুটো চ্যালেঞ্জ রয়েছে। একটি হচ্ছে কিউলেক্স মশার চ্যালেঞ্জ। অন্যটি এডিস মশার। শীত এসে গেলেও রয়ে গেছে এডিস মশা। এর কারণে ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব কমছে না।’
সিটি করপোরেশনের মধ্যে কিছু বিচ্ছিন্ন দ্বীপের মতো জায়গা আছে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘ডিএনসিসির মধ্যে কিছু সরকারি সংস্থা রয়েছে। যাদের এলাকায় ডিএনসিসির মশক কর্মীরা যেতে পারে না। যার কারণে ওই সব এলাকায় মশার উৎপাদন হচ্ছে। আপনারা জানেন কিউলেক্স মশা আশপাশের তিন কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে। তাই মশা নির্মূলে প্রতিটি সংস্থাকে দায়িত্ব নিতে হবে। ডিএনসিসির একার প্রচেষ্টায় মশক মুক্ত শহর গড়া সম্ভব নয়।’
আতিকুল ইসলাম বলেন, ‘মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে না পারলে মশা নিয়ন্ত্রণ করা যাবে না। আমরা মশার ৯২৫টি হটস্পট নির্দিষ্ট করেছি। তার মধ্যে সিটি করপোরেশনের জায়গায় মশার হটস্পট রয়েছে ৫৬১ টি। ব্যক্তিমালিকানাধীন জায়গায় রয়েছে ২৮৮ টি। রাজউকের ৬ টি, পানি উন্নয়ন বোর্ডের ১ টি, অন্যান্য আরও ৫৯টি কিউলেক্স মশার হটস্পট রয়েছে।’
যারা দায়িত্বে অবহেলা করেছেন তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘সুন্দর শহর গড়তে সবাইকে জবাবদিহিমূলক দায়িত্ব নিতে হবে। এরই মধ্যে বাংলাদেশ রেলওয়ে, সিভিল অ্যাভিয়েশন ও একাধিক বেসরকারি কোম্পানির বিরুদ্ধে কেস করেছি। আগামীদিনেও নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় হটস্পটের স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে বেশ কিছু প্রতিষ্ঠানকে সাত দিনের সময় বেঁধে দেন মেয়র।
সভায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের দশটি অঞ্চলে মশা নির্মূলে নিয়মিত কর্মী রয়েছে ৫৫০ জন। এর পাশাপাশি আরও কিছু অনিয়মিত কর্মীসহ সর্বমোট মশক কর্মী রয়েছে এক হাজার জন। এত কম কর্মী নিয়ে কার্যক্রম পরিচালনা করা অনেক কঠিন।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কিউলেক্স মশার প্রাদুর্ভাব বাড়ছে। এই সিটি করপোরেশন এলাকায় কিউলেক্স মশার মোট ৯২৫টি হটস্পট শনাক্ত করা হয়েছে। বেশি হটস্পট শনাক্ত হয়েছে সাঁতারকুলে। সেখানে ছোট বড় জলাশয় মিলিয়ে মোট ৫২৩ বিঘা জায়গায় কিউলেক্স মশা জন্মে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিরপুর। সেখানে ৭৩টি নালা ও ৫২০ বিঘা জলাশয়ে মশা জন্মে। তুলনামূলক কম হটস্পট রয়েছে মোহাম্মদপুরে। সেখানে নালা রয়েছে ৭২ টি, আর জলাশয় রয়েছে ১৬ টি। এরপরেই রয়েছে দক্ষিণখান, এখানে ৪০টি নালা এবং ১৯টি জলাশয় রয়েছে।
আজ মঙ্গলবার ডিএনসিসির নগর ভবনে মশক নিয়ন্ত্রণ সংক্রান্ত ডিএনসিসি বহির্ভূত বিভিন্ন সংস্থা প্রধানদের নিয়ে সভায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান ও প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড, মিরপুর ডিওএইচএস, বারিধারা ডিওএইচএস এবং বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
কিউলেক্স প্রজাতির মশা কয়েক প্রজাতির পাখি, মানুষ এবং অন্যান্য প্রাণীর এক বা একাধিক রোগের ভেক্টর (জীবাণুর বাহক) হিসাবে কাজ করে। এই প্রজাতির মশা যেসব রোগের বাহক এর মধ্যে রয়েছে-আর্বোভাইরাস সংক্রমণ যেমন, ওয়েস্ট নাইল ভাইরাস, জাপানিজ এনসেফালাইটিস বা সেন্ট লুইস এনসেফালাইটিস। ফাইলেরিয়াসিস এবং এভিয়ান ম্যালেরিয়াও রয়েছে।
অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে মশা নির্মূলে দুটো চ্যালেঞ্জ রয়েছে। একটি হচ্ছে কিউলেক্স মশার চ্যালেঞ্জ। অন্যটি এডিস মশার। শীত এসে গেলেও রয়ে গেছে এডিস মশা। এর কারণে ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব কমছে না।’
সিটি করপোরেশনের মধ্যে কিছু বিচ্ছিন্ন দ্বীপের মতো জায়গা আছে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘ডিএনসিসির মধ্যে কিছু সরকারি সংস্থা রয়েছে। যাদের এলাকায় ডিএনসিসির মশক কর্মীরা যেতে পারে না। যার কারণে ওই সব এলাকায় মশার উৎপাদন হচ্ছে। আপনারা জানেন কিউলেক্স মশা আশপাশের তিন কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে। তাই মশা নির্মূলে প্রতিটি সংস্থাকে দায়িত্ব নিতে হবে। ডিএনসিসির একার প্রচেষ্টায় মশক মুক্ত শহর গড়া সম্ভব নয়।’
আতিকুল ইসলাম বলেন, ‘মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে না পারলে মশা নিয়ন্ত্রণ করা যাবে না। আমরা মশার ৯২৫টি হটস্পট নির্দিষ্ট করেছি। তার মধ্যে সিটি করপোরেশনের জায়গায় মশার হটস্পট রয়েছে ৫৬১ টি। ব্যক্তিমালিকানাধীন জায়গায় রয়েছে ২৮৮ টি। রাজউকের ৬ টি, পানি উন্নয়ন বোর্ডের ১ টি, অন্যান্য আরও ৫৯টি কিউলেক্স মশার হটস্পট রয়েছে।’
যারা দায়িত্বে অবহেলা করেছেন তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘সুন্দর শহর গড়তে সবাইকে জবাবদিহিমূলক দায়িত্ব নিতে হবে। এরই মধ্যে বাংলাদেশ রেলওয়ে, সিভিল অ্যাভিয়েশন ও একাধিক বেসরকারি কোম্পানির বিরুদ্ধে কেস করেছি। আগামীদিনেও নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় হটস্পটের স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে বেশ কিছু প্রতিষ্ঠানকে সাত দিনের সময় বেঁধে দেন মেয়র।
সভায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের দশটি অঞ্চলে মশা নির্মূলে নিয়মিত কর্মী রয়েছে ৫৫০ জন। এর পাশাপাশি আরও কিছু অনিয়মিত কর্মীসহ সর্বমোট মশক কর্মী রয়েছে এক হাজার জন। এত কম কর্মী নিয়ে কার্যক্রম পরিচালনা করা অনেক কঠিন।’
তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
৩৯ মিনিট আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১ ঘণ্টা আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে