নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেট্রোরেলে কোনো হাফ ভাড়া থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের জানান, মেট্রোরেলে প্রতি কিলোমিটার ভাড়া পাঁচ টাকা আর সর্বনিম্ন ভাড়া থাকবে ২০ টাকা। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ১৫ শতাংশ ছাড়, ৩ ফুট উচ্চতার শিশু ও বীর মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় মেট্রোরেলের যাতায়াত করতে পারবেন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
কাদের আরও জানান, উত্তরা স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মাত্র ১০ মিনিটে পৌঁছে যাবে মেট্রোরেল। এতে জনপ্রতি ভাড়া গুনতে হবে ৬০ টাকা। আর আগামী বছরের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর কাজ সম্পন্ন হবে। তখন উত্তরা থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত যেতে সময় লাগবে ৩৮ মিনিট, এতে জনপ্রতি ভাড়া পড়বে ১০০ টাকা।
আগামীকাল বুধবার বেলা ১১টা নাগাদ উদ্বোধনস্থলে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১টা ৫ মিনিটে উন্মোচন হবে মেট্রোরেল। দুপুর ১২টা ২৫ মিনিটে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর টিকিট কেটে মেট্রোরেলে উঠে আগারগাঁও যাবেন তিনি।
মেট্রোরেলে কোনো হাফ ভাড়া থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের জানান, মেট্রোরেলে প্রতি কিলোমিটার ভাড়া পাঁচ টাকা আর সর্বনিম্ন ভাড়া থাকবে ২০ টাকা। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ১৫ শতাংশ ছাড়, ৩ ফুট উচ্চতার শিশু ও বীর মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় মেট্রোরেলের যাতায়াত করতে পারবেন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
কাদের আরও জানান, উত্তরা স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মাত্র ১০ মিনিটে পৌঁছে যাবে মেট্রোরেল। এতে জনপ্রতি ভাড়া গুনতে হবে ৬০ টাকা। আর আগামী বছরের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর কাজ সম্পন্ন হবে। তখন উত্তরা থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত যেতে সময় লাগবে ৩৮ মিনিট, এতে জনপ্রতি ভাড়া পড়বে ১০০ টাকা।
আগামীকাল বুধবার বেলা ১১টা নাগাদ উদ্বোধনস্থলে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১টা ৫ মিনিটে উন্মোচন হবে মেট্রোরেল। দুপুর ১২টা ২৫ মিনিটে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর টিকিট কেটে মেট্রোরেলে উঠে আগারগাঁও যাবেন তিনি।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২৮ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৩০ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৩১ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৩৩ মিনিট আগে