মারুফ কিবরিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)থেকে ফিরে
নারায়ণগঞ্জ রূপগঞ্জের হাশেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার দশদিন কেটে গেছে। ২০ ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কথা বললেও ভবনের ফ্লোরগুলোতে থেমে থেমে আগুন জ্বলতে দেখা যায়। কখনও চারতলায় আবার কখনও পাঁচতলায়।
শনিবার দুপুরে হঠাৎ করে ভবনের চতুর্থ তলার পশ্চিম পাশে একটি জায়গায় আগুন ফুঁসে ওঠে। এ সময় ওই ফ্লোরেই আরও কয়েক জায়গায় ধোঁয়ার সৃষ্টি হতে দেখা যায়। এ সময় ফায়ার সার্ভিসের এক উপসহকারী পরিচালকসহ চারজন কর্মী উপস্থিত ছিলেন। আগুন ফুঁসে ওঠার বিষয়টি দৃষ্টিগোচর হতেই তারা নিভিয়ে ফেলেন। কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। বিকেল তিনটা নাগাদ ভবনের পঞ্চম তলা থেকে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়া ভেতরে আর কেউ ছিলেন না। উপরে উঠে তাঁরা দেখতে পান তলানিতে পড়ে থাকা কয়েকটি বস্তার ভেতর থেকে থেমে থেমে আগুনের সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের দলে যোগ দেন আরও পাঁচজন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর তারা আগুন নেভান।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আমরা তো কাজ শেষ করে যাওয়ার সময় এখানকার কারখানার লোকজনকে বলেছি খেয়াল রাখতে। এটাও বলেছি ধোঁয়া দেখলে সঙ্গে সঙ্গে সেখানে পানি দিতে। কিন্তু এরা দায়িত্ব কাণ্ড–জ্ঞানহীন।
হাশেম ফুডস কারখানার এক কর্মী নাম প্রকাশ না করা শর্তে আজকের পত্রিকাকে বলেন, ওই বিল্ডিংয়ের অবস্থা ভালো না। যেকোনো সময় ভাঙতে পারে। ধোঁয়া তো সারাক্ষণ বের হতে থাকে। ফায়ার সার্ভিসের লোকজন বলছে দেখার জন্য। কিন্তু উপরে উঠলে কোনো বিপদ হয়ে গেলে তখন কি হবে? এই কর্মী আরও বলেন, তারা এত দিন কি করছে। কি আগুন নিভাইলো?
এদিকে, দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শন শেষে ভবনটির চতুর্থ তলায় একটি হাড় সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। এ বিষয়টি সাংবাদিকদের জানান নাগরিক তদন্ত কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ।
গণমাধ্যমে তাঁর বক্তব্যের পর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহ আলমের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে আসে। কিন্তু সন্ধান পাওয়া এই বস্তুটি হাড় কিনা তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়েন সদস্যরা।
পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হন উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম। তিনি জানান, এটা মানুষের হাঁড় হতে পারে। নাও হতে পারে। এরপর সিআইডির তদন্ত দলও সেখানে উপস্থিত হয়। কিন্তু হঠাৎ করেই ওই ফ্লোরে আগুনের ঘটনায় হাড় পাওয়ার বিষয়টি আড়াল হয়ে যায়। এমনকি তদন্ত কর্মকর্তা আতাউর রহমান হাড় খুঁজেও পাচ্ছেন না বলে দাবি করেন।
এর আগে সকালে হাশেম ফুডস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার মামলার দায়িত্বভার পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক ইমাম হোসেনসহ একটি তদন্ত দল। পরিদর্শন শেষে ইমাম হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শনে এসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত পেয়েছি। তদন্তকারী কর্মকর্তা মাঠপর্যায়ে কীভাবে কাজ করবেন, সে বিষয়ে তাঁকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর ভিত্তিতে তিনি কাজ করবেন। প্রাথমিকভাবে ১০টি বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা কাজ করব। শিগগিরই ঘটনার পেছনের কারণগুলো উদঘাটন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইমাম হোসেন বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সঠিক, সর্বজন গ্রহণযোগ্য ও যৌক্তিক একটি তদন্ত প্রতিবেদন পেশ করব। তিনি আরও বলেন, ভবন তৈরি ও কারখানা পরিচালনার সঙ্গে যুক্ত দপ্তরগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কি না, এ ঘটনায় তাদের কোনো দায় আছে কি না, সবকিছুই খতিয়ে দেখা হবে। তাদের দায়িত্বে কোনো প্রকার অবহেলা থাকলে তারা সেটার দায় বহন করবে। সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।
সিআইডির পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় নাগরিক তদন্ত কমিটিও ঘটনাস্থল পরিদর্শন করে। এই কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, আমাদের দেশে অনেক দুর্ঘটনা হয়। তদন্ত কমিটিও হয়। কিন্তু তদন্তের রিপোর্ট আর প্রকাশ করা হয় না। দায়িত্বের জায়গা থেকে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি।
আনু মুহাম্মদ আরও বলেন, ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত যে মৃতের সংখ্যা দেখানো হয়েছে তা নিয়ে আমরা সন্দিহান। ওপরের চারতলায় এখনো মানুষের হাড় পাওয়া যাচ্ছে। অগ্নিকাণ্ড ঘটেছে, কীভাবে ঘটেছে এর সব তথ্য নিয়ে ৩০ দিনের ভেতরে প্রতিবেদন তৈরি করবেন বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ রূপগঞ্জের হাশেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার দশদিন কেটে গেছে। ২০ ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কথা বললেও ভবনের ফ্লোরগুলোতে থেমে থেমে আগুন জ্বলতে দেখা যায়। কখনও চারতলায় আবার কখনও পাঁচতলায়।
শনিবার দুপুরে হঠাৎ করে ভবনের চতুর্থ তলার পশ্চিম পাশে একটি জায়গায় আগুন ফুঁসে ওঠে। এ সময় ওই ফ্লোরেই আরও কয়েক জায়গায় ধোঁয়ার সৃষ্টি হতে দেখা যায়। এ সময় ফায়ার সার্ভিসের এক উপসহকারী পরিচালকসহ চারজন কর্মী উপস্থিত ছিলেন। আগুন ফুঁসে ওঠার বিষয়টি দৃষ্টিগোচর হতেই তারা নিভিয়ে ফেলেন। কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। বিকেল তিনটা নাগাদ ভবনের পঞ্চম তলা থেকে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়া ভেতরে আর কেউ ছিলেন না। উপরে উঠে তাঁরা দেখতে পান তলানিতে পড়ে থাকা কয়েকটি বস্তার ভেতর থেকে থেমে থেমে আগুনের সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের দলে যোগ দেন আরও পাঁচজন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর তারা আগুন নেভান।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আমরা তো কাজ শেষ করে যাওয়ার সময় এখানকার কারখানার লোকজনকে বলেছি খেয়াল রাখতে। এটাও বলেছি ধোঁয়া দেখলে সঙ্গে সঙ্গে সেখানে পানি দিতে। কিন্তু এরা দায়িত্ব কাণ্ড–জ্ঞানহীন।
হাশেম ফুডস কারখানার এক কর্মী নাম প্রকাশ না করা শর্তে আজকের পত্রিকাকে বলেন, ওই বিল্ডিংয়ের অবস্থা ভালো না। যেকোনো সময় ভাঙতে পারে। ধোঁয়া তো সারাক্ষণ বের হতে থাকে। ফায়ার সার্ভিসের লোকজন বলছে দেখার জন্য। কিন্তু উপরে উঠলে কোনো বিপদ হয়ে গেলে তখন কি হবে? এই কর্মী আরও বলেন, তারা এত দিন কি করছে। কি আগুন নিভাইলো?
এদিকে, দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শন শেষে ভবনটির চতুর্থ তলায় একটি হাড় সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। এ বিষয়টি সাংবাদিকদের জানান নাগরিক তদন্ত কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ।
গণমাধ্যমে তাঁর বক্তব্যের পর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহ আলমের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে আসে। কিন্তু সন্ধান পাওয়া এই বস্তুটি হাড় কিনা তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়েন সদস্যরা।
পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হন উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম। তিনি জানান, এটা মানুষের হাঁড় হতে পারে। নাও হতে পারে। এরপর সিআইডির তদন্ত দলও সেখানে উপস্থিত হয়। কিন্তু হঠাৎ করেই ওই ফ্লোরে আগুনের ঘটনায় হাড় পাওয়ার বিষয়টি আড়াল হয়ে যায়। এমনকি তদন্ত কর্মকর্তা আতাউর রহমান হাড় খুঁজেও পাচ্ছেন না বলে দাবি করেন।
এর আগে সকালে হাশেম ফুডস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার মামলার দায়িত্বভার পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক ইমাম হোসেনসহ একটি তদন্ত দল। পরিদর্শন শেষে ইমাম হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শনে এসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত পেয়েছি। তদন্তকারী কর্মকর্তা মাঠপর্যায়ে কীভাবে কাজ করবেন, সে বিষয়ে তাঁকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর ভিত্তিতে তিনি কাজ করবেন। প্রাথমিকভাবে ১০টি বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা কাজ করব। শিগগিরই ঘটনার পেছনের কারণগুলো উদঘাটন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইমাম হোসেন বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সঠিক, সর্বজন গ্রহণযোগ্য ও যৌক্তিক একটি তদন্ত প্রতিবেদন পেশ করব। তিনি আরও বলেন, ভবন তৈরি ও কারখানা পরিচালনার সঙ্গে যুক্ত দপ্তরগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কি না, এ ঘটনায় তাদের কোনো দায় আছে কি না, সবকিছুই খতিয়ে দেখা হবে। তাদের দায়িত্বে কোনো প্রকার অবহেলা থাকলে তারা সেটার দায় বহন করবে। সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।
সিআইডির পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় নাগরিক তদন্ত কমিটিও ঘটনাস্থল পরিদর্শন করে। এই কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, আমাদের দেশে অনেক দুর্ঘটনা হয়। তদন্ত কমিটিও হয়। কিন্তু তদন্তের রিপোর্ট আর প্রকাশ করা হয় না। দায়িত্বের জায়গা থেকে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি।
আনু মুহাম্মদ আরও বলেন, ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত যে মৃতের সংখ্যা দেখানো হয়েছে তা নিয়ে আমরা সন্দিহান। ওপরের চারতলায় এখনো মানুষের হাড় পাওয়া যাচ্ছে। অগ্নিকাণ্ড ঘটেছে, কীভাবে ঘটেছে এর সব তথ্য নিয়ে ৩০ দিনের ভেতরে প্রতিবেদন তৈরি করবেন বলেও জানান তিনি।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৬ ঘণ্টা আগে