রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১৪: ৫৩

সরকারি চাকরিতে কোটা সংস্কার করে সংসদে আইন পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন। দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রীর ‘রাজাকার’সংক্রান্ত বক্তব্য শিক্ষার্থীদের মনে আঘাত করেছে। তাঁরা নির্বাহী বিভাগের প্রধানের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করেন না। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত। 

এ সময় শিক্ষার্থীদের ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘তুমি নও, আমিও নই, রাজাকার রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের না’—স্লোগান দিতে দেখা গেছে। তাঁরা বলছেন, কোটা সংস্কারে তাঁদের যে যৌক্তিক দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত যতই আঘাত আসুক, তাঁরা রাজপথ ছাড়বেন না। 

এদিকে বেলা ৩টায় রাজু ভাস্কর্যে বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে সমাবেশ ডেকেছে ছাত্রলীগ। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, রাজধানীর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজসহ বেশ কিছু স্থানে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন সহিংস অবস্থানে গেলে তার দায় সরকারকেই নিতে হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত