নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ কর্মকর্তা সেলিম আহমেদ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এই পরিদর্শক বর্তমানে সাময়িক বহিষ্কৃত। চাকরি জীবনে অবৈধ আয়ে রাজধানীর ভাটারায় গড়েছেন নয় তলা বাড়ি। স্ত্রীর নামে এই সম্পদ গড়লেও শেষ রক্ষা হয়নি সেলিম আহমেদের। দুদকের জালে আটকা পড়েছেন এই পুলিশ কর্মকর্তা।
(দুদক) মামলার মুখোমুখি হতে হয়েছে সেলিম আহমেদকে। তবে অবৈধ সম্পদের এই মামলায় প্রধান আসামি করা হয়েছে তার স্ত্রী পুষ্প সৌরভীকে।
আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে তাদের দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
তিনি বলেন, প্রথম মামলায় পুলিশ কর্মকর্তা সেলিম আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
প্রথম মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৭ সালে ভাটারার নুরের চালা এলাকায় ১০ লাখ টাকা মূল্যে ৮ শতাংশ প্লট স্ত্রী সৌরভীর নামে কেনেন সেলিম আহমেদ। ২০১১ সালে ওই প্লটের ওপর ৯ তলা বিশিষ্ট ভবন নির্মাণকাজ শুরু করেন তিনি। একই সময়ে ১১ শতাংশের আরেকটি প্লটের ওপর আট তলা বিশিষ্ট ভবনও নির্মাণ করেন সেলিম আহমেদ। দুই ইউনিট করে ১৬টি প্লটের মধ্যে আটটি প্লট বিক্রি করেন এই দম্পতি।
সেলিম আহমেদ ও তার স্ত্রীর দুদকে দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, মোট প্রদর্শিত সম্পদের মধ্যে ২ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৪৭৮ টাকা মূল্যের সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
মামলার এজাহারে আরও বলা হয়, আসামি সেলিম আহমেদ অসৎ উদ্দেশ্যে নিজেকে দুর্নীতির অপরাধ থেকে আড়াল করতে অত্যন্ত সুকৌশলে তার স্ত্রীর নামে সম্পদ অর্জন করছেন। ফলে তাদের দুজনের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদকের একই ধারায় অপর মামলায় মো. সেলিম আহমেদকে আসামি করা হয়েছে। এতে তার বিরুদ্ধে ৩৪ লাখ ৪২ হাজার ৫১৬ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ কর্মকর্তা সেলিম আহমেদ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এই পরিদর্শক বর্তমানে সাময়িক বহিষ্কৃত। চাকরি জীবনে অবৈধ আয়ে রাজধানীর ভাটারায় গড়েছেন নয় তলা বাড়ি। স্ত্রীর নামে এই সম্পদ গড়লেও শেষ রক্ষা হয়নি সেলিম আহমেদের। দুদকের জালে আটকা পড়েছেন এই পুলিশ কর্মকর্তা।
(দুদক) মামলার মুখোমুখি হতে হয়েছে সেলিম আহমেদকে। তবে অবৈধ সম্পদের এই মামলায় প্রধান আসামি করা হয়েছে তার স্ত্রী পুষ্প সৌরভীকে।
আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে তাদের দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
তিনি বলেন, প্রথম মামলায় পুলিশ কর্মকর্তা সেলিম আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
প্রথম মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৭ সালে ভাটারার নুরের চালা এলাকায় ১০ লাখ টাকা মূল্যে ৮ শতাংশ প্লট স্ত্রী সৌরভীর নামে কেনেন সেলিম আহমেদ। ২০১১ সালে ওই প্লটের ওপর ৯ তলা বিশিষ্ট ভবন নির্মাণকাজ শুরু করেন তিনি। একই সময়ে ১১ শতাংশের আরেকটি প্লটের ওপর আট তলা বিশিষ্ট ভবনও নির্মাণ করেন সেলিম আহমেদ। দুই ইউনিট করে ১৬টি প্লটের মধ্যে আটটি প্লট বিক্রি করেন এই দম্পতি।
সেলিম আহমেদ ও তার স্ত্রীর দুদকে দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, মোট প্রদর্শিত সম্পদের মধ্যে ২ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৪৭৮ টাকা মূল্যের সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
মামলার এজাহারে আরও বলা হয়, আসামি সেলিম আহমেদ অসৎ উদ্দেশ্যে নিজেকে দুর্নীতির অপরাধ থেকে আড়াল করতে অত্যন্ত সুকৌশলে তার স্ত্রীর নামে সম্পদ অর্জন করছেন। ফলে তাদের দুজনের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদকের একই ধারায় অপর মামলায় মো. সেলিম আহমেদকে আসামি করা হয়েছে। এতে তার বিরুদ্ধে ৩৪ লাখ ৪২ হাজার ৫১৬ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
৮ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
৩৫ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগে