গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে রেললাইনের পাশ দিয়ে যাওয়া শ্রীপুর-ইজ্জতপুর তিন কিলোমিটার সড়কের উন্নয়নকাজ বন বিভাগের বাধায় বন্ধ রয়েছে। জনগুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারে বন বিভাগের বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।
আজ শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর-রাজাবাড়ী সড়কের শ্রীপুর রেঞ্জ অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইজ্জতপুর বিন্দুবাড়ী গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ সাধারণ মানুষ।
মানববন্ধনে অংশ নেওয়া ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রাব্বি বলে, ‘বৃষ্টি হলে আমাদের রাস্তায় কাদা থাকে। কাদার কারণে আমরা স্কুলে যেতে পারি না। রাস্তা পাকা হলে আমাদের স্কুলে যেতে সুবিধা হবে।’
শ্রীপুর রহমত আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আনিকা আক্তার বলে, ‘প্রায় আড়াই কিলোমিটার হেঁটে কলেজে যেতে হয়। রাস্তা না থাকায় আমাদের যে কি ভোগান্তি, এটা বোঝানো সম্ভব না। রাস্তা দিয়ে যাতায়াতের কারণে কাদামাটিতে জামাকাপড় নষ্ট হয়। আমরা এর প্রতিকার চাই।’
মানববন্ধনে অংশ নেওয়া প্রতিবন্ধী জলিল হোসেন বলেন, ‘আমি একজন প্রতিবন্ধী মানুষ। বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা থাকলেও চলাচল করা খুবই কঠিন। একজন সুস্থ-সবল মানুষেরও এই রাস্তা দিয়ে চলাচলে অসুবিধা হয়। আর আমার মতো প্রতিবন্ধী মানুষ কী করে চলাচল করি?’
বিন্দুবাড়ী গাউসুল আজম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘তিন কিলোমিটার সড়কের পাশে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু পাকা রাস্তা না থাকায় বর্ষাকালে খুবই ভোগান্তি হয়। শুনেছি বন বিভাগ রাস্তার উন্নয়নকাজে বাধা দিছে। এ কারণে থেমে আছে। আমরা বন বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সময়ে যেন আমাদের রাস্তার নির্মাণকাজ শুরু হয়।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ পত্তনদার বলেন, ইতিমধ্যে শ্রীপুর-ইজ্জতপুর বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার টেন্ডার হয়েছে। একজন ঠিকাদার নির্মাণকাজের দায়িত্ব পেয়ে কাজ শুরু করলেও বন বিভাগের বাধায় বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ১৯৯৪ সালের ফরেস্ট পলিসি অনুসারে সরকারি বনভূমির ভেতর দিয়ে রাস্তা করতে হলে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। রাস্তার দুপাশে সংরক্ষিত বনাঞ্চল থাকায় বন বিভাগ রাস্তা নির্মাণে বাধা দিয়েছে। আজকের কর্মসূচি পালনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
গাজীপুরের শ্রীপুরে রেললাইনের পাশ দিয়ে যাওয়া শ্রীপুর-ইজ্জতপুর তিন কিলোমিটার সড়কের উন্নয়নকাজ বন বিভাগের বাধায় বন্ধ রয়েছে। জনগুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারে বন বিভাগের বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।
আজ শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর-রাজাবাড়ী সড়কের শ্রীপুর রেঞ্জ অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইজ্জতপুর বিন্দুবাড়ী গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ সাধারণ মানুষ।
মানববন্ধনে অংশ নেওয়া ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রাব্বি বলে, ‘বৃষ্টি হলে আমাদের রাস্তায় কাদা থাকে। কাদার কারণে আমরা স্কুলে যেতে পারি না। রাস্তা পাকা হলে আমাদের স্কুলে যেতে সুবিধা হবে।’
শ্রীপুর রহমত আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আনিকা আক্তার বলে, ‘প্রায় আড়াই কিলোমিটার হেঁটে কলেজে যেতে হয়। রাস্তা না থাকায় আমাদের যে কি ভোগান্তি, এটা বোঝানো সম্ভব না। রাস্তা দিয়ে যাতায়াতের কারণে কাদামাটিতে জামাকাপড় নষ্ট হয়। আমরা এর প্রতিকার চাই।’
মানববন্ধনে অংশ নেওয়া প্রতিবন্ধী জলিল হোসেন বলেন, ‘আমি একজন প্রতিবন্ধী মানুষ। বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা থাকলেও চলাচল করা খুবই কঠিন। একজন সুস্থ-সবল মানুষেরও এই রাস্তা দিয়ে চলাচলে অসুবিধা হয়। আর আমার মতো প্রতিবন্ধী মানুষ কী করে চলাচল করি?’
বিন্দুবাড়ী গাউসুল আজম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘তিন কিলোমিটার সড়কের পাশে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু পাকা রাস্তা না থাকায় বর্ষাকালে খুবই ভোগান্তি হয়। শুনেছি বন বিভাগ রাস্তার উন্নয়নকাজে বাধা দিছে। এ কারণে থেমে আছে। আমরা বন বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সময়ে যেন আমাদের রাস্তার নির্মাণকাজ শুরু হয়।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ পত্তনদার বলেন, ইতিমধ্যে শ্রীপুর-ইজ্জতপুর বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার টেন্ডার হয়েছে। একজন ঠিকাদার নির্মাণকাজের দায়িত্ব পেয়ে কাজ শুরু করলেও বন বিভাগের বাধায় বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ১৯৯৪ সালের ফরেস্ট পলিসি অনুসারে সরকারি বনভূমির ভেতর দিয়ে রাস্তা করতে হলে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। রাস্তার দুপাশে সংরক্ষিত বনাঞ্চল থাকায় বন বিভাগ রাস্তা নির্মাণে বাধা দিয়েছে। আজকের কর্মসূচি পালনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে