টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গে থাকব বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
মাশরাফি বলেন, ‘আসলে আমার রক্তের ভেতরেই খেলাধুলা। আমার পরিচয় খেলাধুলার দিয়েই। খেলাধুলার সঙ্গে সংসদ সদস্যকে মেলানোর সুযোগ নেই। যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গে থাকব ইনশা আল্লাহ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘নির্বাচনের নীতিমালা আছে আগে থেকে কোনো কমিটমেন্ট করা যাবে না। নির্বাচনে বিজয়ী হলে কর্মের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতে হবে। শত প্রতিকূলতার ভেতর থেকেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। ইনশা আল্লাহ দেখা যাক এবার কী হয়।’
মাশরাফি আরও বলেন, ‘বিগত পাঁচ বছর কাজ করেছি, অনেক প্রতিকূলতা গিয়েছে। করোনা মহামারি, তারপর অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সবকিছুর ভেতর দিয়ে পাঁচটা বছর গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত কঠিন সময় দারুণভাবে গিয়েছে। আশা করছি এবার সবকিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া আরও বাড়বে ও ভালো হবে।’
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম নবী, শ্রমবিষয়ক সম্পাদক জহিরুল হক, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অচিন কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গে থাকব বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
মাশরাফি বলেন, ‘আসলে আমার রক্তের ভেতরেই খেলাধুলা। আমার পরিচয় খেলাধুলার দিয়েই। খেলাধুলার সঙ্গে সংসদ সদস্যকে মেলানোর সুযোগ নেই। যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গে থাকব ইনশা আল্লাহ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘নির্বাচনের নীতিমালা আছে আগে থেকে কোনো কমিটমেন্ট করা যাবে না। নির্বাচনে বিজয়ী হলে কর্মের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতে হবে। শত প্রতিকূলতার ভেতর থেকেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। ইনশা আল্লাহ দেখা যাক এবার কী হয়।’
মাশরাফি আরও বলেন, ‘বিগত পাঁচ বছর কাজ করেছি, অনেক প্রতিকূলতা গিয়েছে। করোনা মহামারি, তারপর অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সবকিছুর ভেতর দিয়ে পাঁচটা বছর গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত কঠিন সময় দারুণভাবে গিয়েছে। আশা করছি এবার সবকিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া আরও বাড়বে ও ভালো হবে।’
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম নবী, শ্রমবিষয়ক সম্পাদক জহিরুল হক, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অচিন কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে