ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতুর ওপর ও সড়কে দুর্ঘটনা, রাতে টোল আদায় বন্ধ থাকা এবং ঈদকে কেন্দ্র করে মহাসড়কে অতিরিক্ত পরিবহনের চাপের কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ শুক্রবার ভোররাত থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে রসুলপুর পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এ ছাড়া বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে সেতুর পশ্চিম গোলচত্বর পর্যন্ত গাড়ি থেমে থেমে চলাচল করছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা। ঈদে বাড়ি ফিরতে তাঁদের দুই থেকে তিন গুণ বেশি সময় লাগছে।
শ্যামলী পরিবহনের বাসচালক মিলটন বলেন, ‘চরম যানজটে নাকাল হয়ে পড়েছি। দুই কিলোমিটার যেতে ১ ঘণ্টার বেশি সময় লেগেছে। এখন গাড়ি বন্ধ করে বসে আছি।’
বাসের যাত্রী মো. ওবায়দুল বলেন, ‘বাড়ি কখন যাব জানি না। থেমে থেমে গাড়ি চলছে। ছোট ছোট বাচ্চা নিয়ে গাড়িতে গরমে বসে থাকতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।’
ঢাকাগামী ট্রাকচালক ময়নুল হোসেন বলেন, ‘আম নিয়ে ঢাকায় রওনা দিয়েছি। কখন ঢাকায় পৌঁছাব জানা নেই।’
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে ১ ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতুর ওপর ও সড়কে দুর্ঘটনা, রাতে টোল আদায় বন্ধ থাকা এবং ঈদকে কেন্দ্র করে মহাসড়কে অতিরিক্ত পরিবহনের চাপের কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ শুক্রবার ভোররাত থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে রসুলপুর পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এ ছাড়া বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে সেতুর পশ্চিম গোলচত্বর পর্যন্ত গাড়ি থেমে থেমে চলাচল করছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা। ঈদে বাড়ি ফিরতে তাঁদের দুই থেকে তিন গুণ বেশি সময় লাগছে।
শ্যামলী পরিবহনের বাসচালক মিলটন বলেন, ‘চরম যানজটে নাকাল হয়ে পড়েছি। দুই কিলোমিটার যেতে ১ ঘণ্টার বেশি সময় লেগেছে। এখন গাড়ি বন্ধ করে বসে আছি।’
বাসের যাত্রী মো. ওবায়দুল বলেন, ‘বাড়ি কখন যাব জানি না। থেমে থেমে গাড়ি চলছে। ছোট ছোট বাচ্চা নিয়ে গাড়িতে গরমে বসে থাকতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।’
ঢাকাগামী ট্রাকচালক ময়নুল হোসেন বলেন, ‘আম নিয়ে ঢাকায় রওনা দিয়েছি। কখন ঢাকায় পৌঁছাব জানা নেই।’
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে ১ ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
২৩ মিনিট আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
৪৩ মিনিট আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে