ঢামেক প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনের এক ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ কুলসুম আক্তার একটি সন্তানের জন্ম দিয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পাঁচতলায় অস্ত্রোপচারকক্ষে কুলসুম আক্তারের সিজার সম্পন্ন হয়। তবে সদ্য জন্ম নেওয়া শিশুর শ্বাসকষ্ট আছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে।
কুলসুমের স্বামী মাসুদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয় কুলসুমকে। বেলা সাড়ে ১১টার দিকে অস্ত্রোপচারকক্ষ থেকে জানানো হয় ছেলে বাচ্চা হয়েছে। মা ও শিশু দুজনে ভালো আছে।
মাসুদ বলেন, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা রাতেই গাইনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন। তখন থেকেই কুলসুমকে অবজারভেশনে রেখেছিলেন।
মাসুদ বলেন, ‘এ রকম বিপদের সম্মুখীন কখনো হইনি। আমার মাথায় কিছুই কাজ করছে না।’
বার্ন ইনস্টিটিউটের শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. সঞ্জয় কুমার দাস জানান, সকাল ১০টার দিকে ওই দগ্ধ নারীকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে বাচ্চা হয়। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই নারী। তবে শিশুটির ওজন দেড় কেজি হয়েছে। কিছুটা শ্বাসকষ্ট আছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে।
এর আগে, নারায়ণগঞ্জের ফতুল্লায় রোববার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এমএস টাওয়ারের ষষ্ঠ তলায় এক ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফ্ল্যাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় তিন বছর বয়সের এক শিশুসহ অন্তঃসত্ত্বা মা কুলসুম আক্তার দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনের এক ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ কুলসুম আক্তার একটি সন্তানের জন্ম দিয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পাঁচতলায় অস্ত্রোপচারকক্ষে কুলসুম আক্তারের সিজার সম্পন্ন হয়। তবে সদ্য জন্ম নেওয়া শিশুর শ্বাসকষ্ট আছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে।
কুলসুমের স্বামী মাসুদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয় কুলসুমকে। বেলা সাড়ে ১১টার দিকে অস্ত্রোপচারকক্ষ থেকে জানানো হয় ছেলে বাচ্চা হয়েছে। মা ও শিশু দুজনে ভালো আছে।
মাসুদ বলেন, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা রাতেই গাইনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন। তখন থেকেই কুলসুমকে অবজারভেশনে রেখেছিলেন।
মাসুদ বলেন, ‘এ রকম বিপদের সম্মুখীন কখনো হইনি। আমার মাথায় কিছুই কাজ করছে না।’
বার্ন ইনস্টিটিউটের শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. সঞ্জয় কুমার দাস জানান, সকাল ১০টার দিকে ওই দগ্ধ নারীকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে বাচ্চা হয়। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই নারী। তবে শিশুটির ওজন দেড় কেজি হয়েছে। কিছুটা শ্বাসকষ্ট আছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে।
এর আগে, নারায়ণগঞ্জের ফতুল্লায় রোববার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এমএস টাওয়ারের ষষ্ঠ তলায় এক ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফ্ল্যাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় তিন বছর বয়সের এক শিশুসহ অন্তঃসত্ত্বা মা কুলসুম আক্তার দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১৮ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২০ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
২১ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
২৩ মিনিট আগে