নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সায়েদাবাদের বাস টার্মিনাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাস ছেড়ে যায়। ঈদযাত্রার শেষ দিকে এসে সায়েদাবাদে যানজট তৈরি হওয়ার কারণে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘরমুখী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘ যানজটের কারণে কয়েক কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটেই বাস টার্মিনালের দিকে রওনা হয়েছেন অনেকে।
বাসযোগে কুমিল্লা যাবেন আজিজুল হক সুমন। তিনি সায়েদাবাদ থেকে বাসে উঠবেন। কিন্তু বাস টার্মিনালের আগেই দীর্ঘ যানজট ঠেলে হাঁপিয়ে উঠেছেন তিনি। আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘আমার একটু তাড়া আছে। বাসের টিকিট কেটে আমার ভাই দাঁড়িয়ে আছে, এখানে জ্যামে বসে থাকলে বাস মিস করব।’
পরিবার নিয়ে ব্যাগপত্র হাতে তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছিলেন বাড্ডাবাসী রাজেন্দ্র কুণ্ডু। তিনি জানান, ‘সকালে বের হতে দেরি হয়েছে। বাসে করে এদিকে আসা ঠিক হয়নি। এত জ্যাম হবে এদিকে বুঝতে পারিনি। এখন বাস ধরতে দেরি হয়ে যাচ্ছে, তাই হেঁটে যাচ্ছি।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইমরান আহমেদ যাবেন চট্টগ্রামে। তিনি বলেন, ‘এত দিন অফিস ছিল। আজ কিছু শপিং করে বাড়ি যাচ্ছি। জিনিসপত্র নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না, তাই বাসে বসে আছি। এদিকে এত জ্যাম হবে ভাবিনি।’
সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা গেছে, সায়েদাবাদ বাস কাউন্টারে বাস দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সায়েদাবাদ বাস স্টেশন-সংলগ্ন এলাকায় ট্রাফিক সার্জেন্ট মো. মুহিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে অবৈধভাবে কাউকে পার্কিং করতে দিচ্ছি না। যারা পার্কিং করছে তাদের জরিমানা করা হচ্ছে।’ বাস দাঁড়িয়ে থাকায় জ্যাম বাড়ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে বাস পার্কিংয়ের অনুমতি আছে।’
তবে অন্যায়ভাবে জরিমানা করার অভিযোগ জানিয়ে উবারচালক আবু সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গাড়ি পার্কিং করিনি, যাত্রী নামাচ্ছিলাম। তা-ও আমাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
রাজধানীর সায়েদাবাদের বাস টার্মিনাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাস ছেড়ে যায়। ঈদযাত্রার শেষ দিকে এসে সায়েদাবাদে যানজট তৈরি হওয়ার কারণে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘরমুখী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘ যানজটের কারণে কয়েক কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটেই বাস টার্মিনালের দিকে রওনা হয়েছেন অনেকে।
বাসযোগে কুমিল্লা যাবেন আজিজুল হক সুমন। তিনি সায়েদাবাদ থেকে বাসে উঠবেন। কিন্তু বাস টার্মিনালের আগেই দীর্ঘ যানজট ঠেলে হাঁপিয়ে উঠেছেন তিনি। আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘আমার একটু তাড়া আছে। বাসের টিকিট কেটে আমার ভাই দাঁড়িয়ে আছে, এখানে জ্যামে বসে থাকলে বাস মিস করব।’
পরিবার নিয়ে ব্যাগপত্র হাতে তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছিলেন বাড্ডাবাসী রাজেন্দ্র কুণ্ডু। তিনি জানান, ‘সকালে বের হতে দেরি হয়েছে। বাসে করে এদিকে আসা ঠিক হয়নি। এত জ্যাম হবে এদিকে বুঝতে পারিনি। এখন বাস ধরতে দেরি হয়ে যাচ্ছে, তাই হেঁটে যাচ্ছি।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইমরান আহমেদ যাবেন চট্টগ্রামে। তিনি বলেন, ‘এত দিন অফিস ছিল। আজ কিছু শপিং করে বাড়ি যাচ্ছি। জিনিসপত্র নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না, তাই বাসে বসে আছি। এদিকে এত জ্যাম হবে ভাবিনি।’
সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা গেছে, সায়েদাবাদ বাস কাউন্টারে বাস দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সায়েদাবাদ বাস স্টেশন-সংলগ্ন এলাকায় ট্রাফিক সার্জেন্ট মো. মুহিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে অবৈধভাবে কাউকে পার্কিং করতে দিচ্ছি না। যারা পার্কিং করছে তাদের জরিমানা করা হচ্ছে।’ বাস দাঁড়িয়ে থাকায় জ্যাম বাড়ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে বাস পার্কিংয়ের অনুমতি আছে।’
তবে অন্যায়ভাবে জরিমানা করার অভিযোগ জানিয়ে উবারচালক আবু সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গাড়ি পার্কিং করিনি, যাত্রী নামাচ্ছিলাম। তা-ও আমাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১৪ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
৪২ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগে