নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দুইটি নাশকতার মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৪ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ মার্চ জুম্মার নামাজের পর হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বায়তুল মোকাররম এলাকায় লাঠিসোটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ মারমুখী হয়ে পথচারি, রাস্তার যানবাহন ও কর্তব্যরত পুলিশ বাহিনীর ওপর হামলা চালায়। এ ঘটনায় ওইদিনই পল্টন থানা পুলিশ বাদী হয়ে মামুনুল হকের বিরুদ্ধে নাশকতার মামলা করেন। এই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন চায় তদন্তকারী কর্মকর্তা। আদালত দুই দিন মঞ্জুর করেন।
অন্যদিকে গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের দেশব্যাপী হরতালে নেতাকর্মীরা পুলিশের কর্তব্যে বাঁধা দেয়। কর্মীরা নাশকতা সৃষ্টি করে। এই ঘটনায় পল্টন থানায় মামুনুল হকের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। এই মামলায় মামুনুলকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তিন দিন মঞ্জুর করেন।
এছাড়া মামুনুলকে আরও ছয়টি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। পল্টন এলাকায় নাশকতার অভিযোগে গত এপ্রিলে দায়ের করা আরও দুটি মামলা এবং ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মহানগর হাকিম সত্যব্রত শিকদার দুই মামলায় রিমান্ড থেকে মামুনুলকে ফেরত আনার পর শুনানির জন্য দিন ধার্য করেন।
ঢাকা: দুইটি নাশকতার মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৪ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ মার্চ জুম্মার নামাজের পর হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বায়তুল মোকাররম এলাকায় লাঠিসোটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ মারমুখী হয়ে পথচারি, রাস্তার যানবাহন ও কর্তব্যরত পুলিশ বাহিনীর ওপর হামলা চালায়। এ ঘটনায় ওইদিনই পল্টন থানা পুলিশ বাদী হয়ে মামুনুল হকের বিরুদ্ধে নাশকতার মামলা করেন। এই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন চায় তদন্তকারী কর্মকর্তা। আদালত দুই দিন মঞ্জুর করেন।
অন্যদিকে গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের দেশব্যাপী হরতালে নেতাকর্মীরা পুলিশের কর্তব্যে বাঁধা দেয়। কর্মীরা নাশকতা সৃষ্টি করে। এই ঘটনায় পল্টন থানায় মামুনুল হকের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। এই মামলায় মামুনুলকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তিন দিন মঞ্জুর করেন।
এছাড়া মামুনুলকে আরও ছয়টি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। পল্টন এলাকায় নাশকতার অভিযোগে গত এপ্রিলে দায়ের করা আরও দুটি মামলা এবং ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মহানগর হাকিম সত্যব্রত শিকদার দুই মামলায় রিমান্ড থেকে মামুনুলকে ফেরত আনার পর শুনানির জন্য দিন ধার্য করেন।
রাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
১৬ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৩৪ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে