জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই হলের নিচে নেমে আসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ বুধবার জবি উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করতে হবে শিক্ষার্থীদের। এই সিদ্ধান্তের পরই হলের সামনে থালা, বাসন, চামচ নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের।
এ সময় ছাত্রীরা ‘প্রশাসনের সিদ্ধান্ত, মানি না মানব না’, ‘মানি না মানব না, হল কারও বাপের না’, ‘হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়ব না’সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। আমাদের হল ছাড়তে একপ্রকার বাধ্য করা হচ্ছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের হলের প্রভোস্ট দীপিকা রাণী সরকার আজকের পত্রিকাকে বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই মুহূর্তে কথা বলতে পারছি না। মেয়েরা নিচে নেমে আসছে। তাঁরা হল ত্যাগ করতে চাইছে না। বিষয়টি দেখছি।’
এর আগে হল ছাড়ার নির্দেশের বিষয়টি নিশ্চিত করে জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘আজ বিকেল ৪টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।’ তিনি জানান, তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই হলের নিচে নেমে আসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ বুধবার জবি উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করতে হবে শিক্ষার্থীদের। এই সিদ্ধান্তের পরই হলের সামনে থালা, বাসন, চামচ নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের।
এ সময় ছাত্রীরা ‘প্রশাসনের সিদ্ধান্ত, মানি না মানব না’, ‘মানি না মানব না, হল কারও বাপের না’, ‘হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়ব না’সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। আমাদের হল ছাড়তে একপ্রকার বাধ্য করা হচ্ছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের হলের প্রভোস্ট দীপিকা রাণী সরকার আজকের পত্রিকাকে বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই মুহূর্তে কথা বলতে পারছি না। মেয়েরা নিচে নেমে আসছে। তাঁরা হল ত্যাগ করতে চাইছে না। বিষয়টি দেখছি।’
এর আগে হল ছাড়ার নির্দেশের বিষয়টি নিশ্চিত করে জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘আজ বিকেল ৪টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।’ তিনি জানান, তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩৪ মিনিট আগে