নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার কারণে চাকরির পরীক্ষাগুলো দীর্ঘদিন বন্ধ ছিল। করোনার প্রকোপ কমে আসায় চাকরির পরীক্ষার চাপ বেড়েছে। আজ শুক্রবার একইদিনে ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এতগুলো পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। বিশেষ করে যেসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বেশি, সেসব এলাকার আশপাশে যানজট বেশি লক্ষ্য করা গেছে। একইদিনে এবং একই সময়ে একাধিক পরীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরি প্রার্থী ও অভিভাবকেরা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত চলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে সকাল ১০টায় শুরু হয় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) স্টোর কিপার পদের পরীক্ষা। একই সময়ে ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্সের (এনএসআই) সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা।
নিউ মডেল ডিগ্রি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী খুসবু আক্তার বলেন, 'আজ সারা দিনে আমার তিনটি পরীক্ষা। সকালে দুইটা। আর বিকেলে একটা। পরীক্ষা দেওয়াটাই এখন বড় এক পরীক্ষা ৷ '
আরেক প্রার্থী কামরুল হাসান বলেন, 'আমার সকালে দুইটা পরীক্ষা ছিল। একটা বাদ দিতে হয়েছে। টাকা খরচ করে পরীক্ষার আবেদন করেছি। কিন্তু সব পরীক্ষা দিতে পারলাম না।'
ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে অপেক্ষারত অভিভাবক আবদুস সালাম জানান, তাঁর মেয়ে বরিশাল থেকে পরীক্ষা দিতে এসেছে। সকালে দুটো পরীক্ষা থাকায় একটা বাদ দিতে হয়েছে।
নিয়োগ পরীক্ষার এই জট এড়াতে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার দাবি জানান প্রার্থী এবং অভিভাবকেরা। তাঁরা বলেন, 'তিন-চারটি প্রতিষ্ঠানের অধীনে সব পরীক্ষা নেওয়া হলে সবার জন্যই ভালো হতো। বর্তমানে পিএসসি এবং বাংলাদেশ ব্যাংকের অধীনে যেভাবে নিয়োগ পরীক্ষা হচ্ছে সারা দেশেই সেই পদ্ধতি অনুসরণ করা উচিত।
পরীক্ষার চাপে রাজধানীর আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত, সাইন্সল্যাব, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকার যানজট দেখা গেছে। এছাড়া স্কুল-কলেজ সংলগ্ন ভেতরের রাস্তাগুলোতেও অতিরিক্ত রিকশা ও প্রাইভেটকারের উপস্থিতির কারণে যানজট ও জটলার সৃষ্টি হয়।
উত্তরা থেকে আসা রাইদা বাসের চালক ইকবাল হোসেন জানান, শুক্রবার সকাল থেকে রাজধানীর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাড়িগুলো ধীর গতিতে চলছে, মাঝেমধ্যে থেমে থাকছে।
উল্লেখ্য, আজ শুক্রবার যে ১২টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর), সিভিল অ্যাভিয়েশন অথোরিটি অব বাংলাদেশ (সিএএবি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল), জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), ধান গবেষণা ইনস্টিটিউট, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। এছাড়া সাধারণ বীমা করপোরেশনের নিয়োগ পরীক্ষাও এদিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেটা বাতিল করা হয়।
করোনার কারণে চাকরির পরীক্ষাগুলো দীর্ঘদিন বন্ধ ছিল। করোনার প্রকোপ কমে আসায় চাকরির পরীক্ষার চাপ বেড়েছে। আজ শুক্রবার একইদিনে ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এতগুলো পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। বিশেষ করে যেসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বেশি, সেসব এলাকার আশপাশে যানজট বেশি লক্ষ্য করা গেছে। একইদিনে এবং একই সময়ে একাধিক পরীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরি প্রার্থী ও অভিভাবকেরা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত চলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে সকাল ১০টায় শুরু হয় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) স্টোর কিপার পদের পরীক্ষা। একই সময়ে ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্সের (এনএসআই) সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা।
নিউ মডেল ডিগ্রি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী খুসবু আক্তার বলেন, 'আজ সারা দিনে আমার তিনটি পরীক্ষা। সকালে দুইটা। আর বিকেলে একটা। পরীক্ষা দেওয়াটাই এখন বড় এক পরীক্ষা ৷ '
আরেক প্রার্থী কামরুল হাসান বলেন, 'আমার সকালে দুইটা পরীক্ষা ছিল। একটা বাদ দিতে হয়েছে। টাকা খরচ করে পরীক্ষার আবেদন করেছি। কিন্তু সব পরীক্ষা দিতে পারলাম না।'
ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে অপেক্ষারত অভিভাবক আবদুস সালাম জানান, তাঁর মেয়ে বরিশাল থেকে পরীক্ষা দিতে এসেছে। সকালে দুটো পরীক্ষা থাকায় একটা বাদ দিতে হয়েছে।
নিয়োগ পরীক্ষার এই জট এড়াতে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার দাবি জানান প্রার্থী এবং অভিভাবকেরা। তাঁরা বলেন, 'তিন-চারটি প্রতিষ্ঠানের অধীনে সব পরীক্ষা নেওয়া হলে সবার জন্যই ভালো হতো। বর্তমানে পিএসসি এবং বাংলাদেশ ব্যাংকের অধীনে যেভাবে নিয়োগ পরীক্ষা হচ্ছে সারা দেশেই সেই পদ্ধতি অনুসরণ করা উচিত।
পরীক্ষার চাপে রাজধানীর আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত, সাইন্সল্যাব, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকার যানজট দেখা গেছে। এছাড়া স্কুল-কলেজ সংলগ্ন ভেতরের রাস্তাগুলোতেও অতিরিক্ত রিকশা ও প্রাইভেটকারের উপস্থিতির কারণে যানজট ও জটলার সৃষ্টি হয়।
উত্তরা থেকে আসা রাইদা বাসের চালক ইকবাল হোসেন জানান, শুক্রবার সকাল থেকে রাজধানীর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাড়িগুলো ধীর গতিতে চলছে, মাঝেমধ্যে থেমে থাকছে।
উল্লেখ্য, আজ শুক্রবার যে ১২টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর), সিভিল অ্যাভিয়েশন অথোরিটি অব বাংলাদেশ (সিএএবি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল), জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), ধান গবেষণা ইনস্টিটিউট, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। এছাড়া সাধারণ বীমা করপোরেশনের নিয়োগ পরীক্ষাও এদিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেটা বাতিল করা হয়।
রাজধানীর পল্লবীতে তিন ও সাত বছরের দুই ছেলেসন্তানকে গলাকেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর বাগেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, বন্ধ চিনিকলগুলো যেন একটার পর একটা চালু করা হয়। ইতিমধ্যে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে আখচাষিদের প্রতিনিধিরাও আছেন, যাঁরা আখ চাষ করছেন তাঁরাও আছেন। আমরা চেষ্টা করছি, কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ এক
২২ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে (৫০) হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছিল র্যাব। তবে পুলিশের তদন্তে ভিন্ন বিষয় উঠে আসে। পুলিশ বলেছে, গৃহবধূ হত্যায় ছেলে নয়, বাড়ির ভাড়াটি জড়িত। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগেসিলেটে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্র ও আজ শনিবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১ ঘণ্টা আগে