সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনকে মারধর করেন ওই বিদ্যালয়ের সাবেক দুই ছাত্র। পরে আল আমিন ও রমজান আলী সজল নামে ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে।
আজ রোববার সকালে মানিকগঞ্জের আদালতে নেওয়া হলে আল আমিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আসামি আল আমিন মানিকগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান।
এসআই কামরুজ্জামান জানান, গত শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে আলামিনকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানার পুলিশ। অপর আসামি রমজানকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে আদালত আলামিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান। তিনি বলেন, ‘অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি আলামিনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হলে জামিন না মঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্য আসামি রমজানকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য গত বুধবার সকালে সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনকে বিদ্যালয়ের সামনে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেন হরগজ বালুর চর গ্রামের যুবক আলামিন ও রমজান। তাঁরা দুজনই ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনকে মারধর করেন ওই বিদ্যালয়ের সাবেক দুই ছাত্র। পরে আল আমিন ও রমজান আলী সজল নামে ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে।
আজ রোববার সকালে মানিকগঞ্জের আদালতে নেওয়া হলে আল আমিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আসামি আল আমিন মানিকগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান।
এসআই কামরুজ্জামান জানান, গত শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে আলামিনকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানার পুলিশ। অপর আসামি রমজানকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে আদালত আলামিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান। তিনি বলেন, ‘অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি আলামিনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হলে জামিন না মঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্য আসামি রমজানকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য গত বুধবার সকালে সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনকে বিদ্যালয়ের সামনে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেন হরগজ বালুর চর গ্রামের যুবক আলামিন ও রমজান। তাঁরা দুজনই ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩৭ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩৮ মিনিট আগে