নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ তিন আইনজীবীকে ভর্ৎসনা করেছেন হাইকোর্ট।
নির্দেশনা অনুসারে আজ মঙ্গলবার তিন আইনজীবী হাজির হলে শুনানির সময় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ তাঁদের ভর্ৎসনা করেন। বাকি দুজন হলেন—খুলনা বারের সদস্য শেখ নাজমুল হোসেন ও শেখ আশরাফ আলী পাপ্পু।
শুনানির সময় তিন আইনজীবীর পক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকিরসহ একাধিক আইনজীবী। এ সময় জ্যেষ্ঠ আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, ‘যারা আদালত অবমাননা করে, বিচারকের সঙ্গে খারাপ আচরণ করে, আপনারা তাদের পক্ষ নিয়ে আসবেন না। আপনারা পক্ষে দাঁড়ালে ভুল মেসেজ যায়।’
আইনজীবীরা বলেন, এবারের মতো ক্ষমা করে দেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আর কখনো এমন হবে না। আদালত বলেন, ‘তারা ভুল করেনি, অপরাধ করেছে।’
শুনানির সময় হাইকোর্ট বেঞ্চ জ্যেষ্ঠ আইনজীবীদের উদ্দেশ করে বলেন, ‘কোনো সভ্য লোক কি বিচারকের সঙ্গে এ ধরনের আচরণ করতে পারে। তিনি কি বার সভাপতি হয়ে আদালতে দাপট দেখাচ্ছেন। আপনারা তাদের পক্ষে এলে আমরা বিব্রত হই। বার কাউন্সিল কি চরের লোকদের সনদ দিয়ে আইনজীবী বানাচ্ছে। মানুষ কতটা নিচু হলে বিচারকের সঙ্গে এ ধরনের ভাষা ব্যবহার করতে পারে!’
এ সময় খুলনা বার সভাপতি বলেন, ‘আমার ভুল হয়ে গেছে, নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দেন।’ এ সময় হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘আইনজীবীরা যদি আদালতের সঙ্গে এ রকম আচরণ করেন তাহলে আদালত, বার কিছুই থাকবে না।’
এ সময় আদালত খুলনা বারের আরেক আইনজীবী শেখ আশরাফ আলী পাপ্পুকে ডায়াসের সামনে ডাকেন আদালত। জানতে চান তিনি আগে কী করতেন। জবাবে ব্যবসা করার কথা জানান তিনি। এ সময় আদালত বলেন, ‘আপনার আচরণ আইনজীবীর মতো না। আপনাদের মতো ব্যবসায়ীরা এসে আইন পেশাকে নষ্ট করে দিচ্ছে।’
পরে এই বিষয়ে আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয় বলে জানান আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
এর আগে বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় গত ১ নভেম্বর ওই তিন আইনজীবীকে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়।
বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ তিন আইনজীবীকে ভর্ৎসনা করেছেন হাইকোর্ট।
নির্দেশনা অনুসারে আজ মঙ্গলবার তিন আইনজীবী হাজির হলে শুনানির সময় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ তাঁদের ভর্ৎসনা করেন। বাকি দুজন হলেন—খুলনা বারের সদস্য শেখ নাজমুল হোসেন ও শেখ আশরাফ আলী পাপ্পু।
শুনানির সময় তিন আইনজীবীর পক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকিরসহ একাধিক আইনজীবী। এ সময় জ্যেষ্ঠ আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, ‘যারা আদালত অবমাননা করে, বিচারকের সঙ্গে খারাপ আচরণ করে, আপনারা তাদের পক্ষ নিয়ে আসবেন না। আপনারা পক্ষে দাঁড়ালে ভুল মেসেজ যায়।’
আইনজীবীরা বলেন, এবারের মতো ক্ষমা করে দেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আর কখনো এমন হবে না। আদালত বলেন, ‘তারা ভুল করেনি, অপরাধ করেছে।’
শুনানির সময় হাইকোর্ট বেঞ্চ জ্যেষ্ঠ আইনজীবীদের উদ্দেশ করে বলেন, ‘কোনো সভ্য লোক কি বিচারকের সঙ্গে এ ধরনের আচরণ করতে পারে। তিনি কি বার সভাপতি হয়ে আদালতে দাপট দেখাচ্ছেন। আপনারা তাদের পক্ষে এলে আমরা বিব্রত হই। বার কাউন্সিল কি চরের লোকদের সনদ দিয়ে আইনজীবী বানাচ্ছে। মানুষ কতটা নিচু হলে বিচারকের সঙ্গে এ ধরনের ভাষা ব্যবহার করতে পারে!’
এ সময় খুলনা বার সভাপতি বলেন, ‘আমার ভুল হয়ে গেছে, নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দেন।’ এ সময় হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘আইনজীবীরা যদি আদালতের সঙ্গে এ রকম আচরণ করেন তাহলে আদালত, বার কিছুই থাকবে না।’
এ সময় আদালত খুলনা বারের আরেক আইনজীবী শেখ আশরাফ আলী পাপ্পুকে ডায়াসের সামনে ডাকেন আদালত। জানতে চান তিনি আগে কী করতেন। জবাবে ব্যবসা করার কথা জানান তিনি। এ সময় আদালত বলেন, ‘আপনার আচরণ আইনজীবীর মতো না। আপনাদের মতো ব্যবসায়ীরা এসে আইন পেশাকে নষ্ট করে দিচ্ছে।’
পরে এই বিষয়ে আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয় বলে জানান আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
এর আগে বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় গত ১ নভেম্বর ওই তিন আইনজীবীকে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৩ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৪ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে