নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর ধসে পড়া একটি দোকানের মালিককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর নাম আব্দুল মোতালেব মিন্টু। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নাম বাংলাদেশ স্যানিটারি।
মিন্টুর বোনজামাই আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে তাঁকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। দোকান কর্মচারীদের খুঁজতে মিন্টু ঢাকা মেডিকেলে গিয়েছিলেন। তাঁর ম্যানেজার স্বপনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। দুজন কর্মচারী হাসপাতাল ভর্তি। তাঁর দোকান পুরোটা ধসে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একটি সূত্র জানিয়েছে, ডিবির লালবাগ বিভাগের একটি টিম তাঁকে তুলে নিয়েছে। বর্তমানে মিন্টু রোডের ডিবি কার্যালয় রয়েছেন তিনি। বেসমেন্টে তাঁর দোকানের নিচেই বিস্ফোরণ হয়েছে। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মিন্টুর শ্বশুর আকতার হোসেন বলেন, ‘গতকাল রাতে কথা আছে বলে ডিবি মিন্টুকে ডেকে নিয়ে যায়। এরপর তাঁকে ডিবি মিন্টো রোডের কার্যালয় নিয়ে যায় বলে শুনছি। তবে ডিবি আমাদের সঙ্গে আর যোগাযোগ করেনি।’
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, ‘কাউকে আটকের বিষয়ে আমার জানা নেই।’
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর ধসে পড়া একটি দোকানের মালিককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর নাম আব্দুল মোতালেব মিন্টু। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নাম বাংলাদেশ স্যানিটারি।
মিন্টুর বোনজামাই আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে তাঁকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। দোকান কর্মচারীদের খুঁজতে মিন্টু ঢাকা মেডিকেলে গিয়েছিলেন। তাঁর ম্যানেজার স্বপনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। দুজন কর্মচারী হাসপাতাল ভর্তি। তাঁর দোকান পুরোটা ধসে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একটি সূত্র জানিয়েছে, ডিবির লালবাগ বিভাগের একটি টিম তাঁকে তুলে নিয়েছে। বর্তমানে মিন্টু রোডের ডিবি কার্যালয় রয়েছেন তিনি। বেসমেন্টে তাঁর দোকানের নিচেই বিস্ফোরণ হয়েছে। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মিন্টুর শ্বশুর আকতার হোসেন বলেন, ‘গতকাল রাতে কথা আছে বলে ডিবি মিন্টুকে ডেকে নিয়ে যায়। এরপর তাঁকে ডিবি মিন্টো রোডের কার্যালয় নিয়ে যায় বলে শুনছি। তবে ডিবি আমাদের সঙ্গে আর যোগাযোগ করেনি।’
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, ‘কাউকে আটকের বিষয়ে আমার জানা নেই।’
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৯ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১১ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
১২ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
১৪ মিনিট আগে