নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাড়তি দামে পণ্য বিক্রি ও নানা অনিয়মের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার রাজধানীর বনানী কাঁচাবাজারে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুদুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় ভাই ভাই মুরগির দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা এবং বাড়তি দামে পণ্য বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নতুন করে সরকার নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিলেও বনানী কাঁচাবাজারের তার কোনো মিল পাওয়া যায়নি। প্রতিটি পণ্যই কেজিতে ২০ থেকে ৭৫ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২২০ টাকায়, অথচ সরকার নির্ধারিত দাম ১৭৫ টাকা। সোনালিকা কেজিতে ২৬২ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ৩৬০ টাকা। এ ছাড়া গরুর মাংস কেজিতে বিক্রি করার কথা ৬৬৫ কিন্তু সেখানে বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়।
বাজার ব্যবসায়ীদের দাবি, সরকারের নতুন এই নির্ধারিত মূল্যের তালিকা তাঁদের জানা নেই।
তবে বনানী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ বলেন, ‘সরকার যেহেতু দাম ঠিক করে দিয়েছে, এখন ওই দামেই আমাদের বিক্রি করতে হবে।’
এদিকে রমজানের বাজার স্থিতিশীল রাখতে প্রত্যেকটি বাজারে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান নূর ইসলাম।
বাড়তি দামে পণ্য বিক্রি ও নানা অনিয়মের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার রাজধানীর বনানী কাঁচাবাজারে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুদুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় ভাই ভাই মুরগির দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা এবং বাড়তি দামে পণ্য বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নতুন করে সরকার নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিলেও বনানী কাঁচাবাজারের তার কোনো মিল পাওয়া যায়নি। প্রতিটি পণ্যই কেজিতে ২০ থেকে ৭৫ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২২০ টাকায়, অথচ সরকার নির্ধারিত দাম ১৭৫ টাকা। সোনালিকা কেজিতে ২৬২ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ৩৬০ টাকা। এ ছাড়া গরুর মাংস কেজিতে বিক্রি করার কথা ৬৬৫ কিন্তু সেখানে বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়।
বাজার ব্যবসায়ীদের দাবি, সরকারের নতুন এই নির্ধারিত মূল্যের তালিকা তাঁদের জানা নেই।
তবে বনানী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ বলেন, ‘সরকার যেহেতু দাম ঠিক করে দিয়েছে, এখন ওই দামেই আমাদের বিক্রি করতে হবে।’
এদিকে রমজানের বাজার স্থিতিশীল রাখতে প্রত্যেকটি বাজারে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান নূর ইসলাম।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
১৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
২৭ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
২৮ মিনিট আগে