প্রতিনিধি, গুলশান–বাড্ডা (ঢাকা)
'এক লগে তেল ডাইল চিনি ছাড়া লওয়া যায় না। কিনলে সবগুলাই কিনতে হয়। আমার তো ঘরে চিনি আছে তাই তেল আর ডাইলডা রাইখা চিনিডা বেইচ্যা দিমু। যার যেইডা দরকার নাই সে ওইডা বেইচ্যা দিব আর যার দরকার সে কিন্না লইব। তাইলে আমরা মিলামিশা বাঁচতে পারমু।' ঠিক এভাবেই বলছিলেন বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) পণ্য কিনতে লাইনে দাঁড়ানো মামুন নামের এক ব্যক্তি।
আজ বৃহস্পতিবার রাজধানীর মধ্য বাড্ডায় টিসিবির ট্রাকসেলে পণ্য বিক্রির সময় এসব কথা বলেন মামুন।
লাইনে দাঁড়ানো আরেক বৃদ্ধা হাসেনা বানু বলেন, এখান থেকে অল্প দামে যা পাই এগুলা দিয়ে খেয়ে বেঁচে কোনোরকম আছি। তাদের জন্য আমরা অল্প দামে এগুলো কিনতে পারি। তবে তারা কখন আসেন তা কেউ জানেন না বলেও ক্ষোভ জানান বৃদ্ধা হাসেনা বানু।
পণ্য কিনতে আসা আরেকজন রাসেল মিয়া। তিনি বলেন, `এখন তেল দেওয়া হচ্ছে দুই কেজি, ডাল দুই কেজি আর চিনি দুই কেজি। ডাল আর চিনির পরিমাণটা ঠিক আছে। কিন্তু তেলের পরিমাণ খুব কম হয়ে যায়। তেলটা একটু বেশি লাগে। যদি তেলের পরিমাণটা বাড়ায়, তাহলে আমাদের জন্য আরেকটু উপকার হয়। টিসিবির পণ্যের মাধ্যমে আমরা কম দামে এগুলো কিনতে পারছি।' এর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানান তিনি।
প্রতিদিন ট্রাকসেলে মোট ৭০০ কেজি চিনি, ৭০০ লিটার তেল ও ২০০ কেজি ডাল সুলভ মূল্যে বিক্রয় করা হয়। শুক্রবার ব্যতীত সপ্তাহে প্রতিদিন আসেন বলে জানান ট্রাকসেলে বিক্রেতারা।
'এক লগে তেল ডাইল চিনি ছাড়া লওয়া যায় না। কিনলে সবগুলাই কিনতে হয়। আমার তো ঘরে চিনি আছে তাই তেল আর ডাইলডা রাইখা চিনিডা বেইচ্যা দিমু। যার যেইডা দরকার নাই সে ওইডা বেইচ্যা দিব আর যার দরকার সে কিন্না লইব। তাইলে আমরা মিলামিশা বাঁচতে পারমু।' ঠিক এভাবেই বলছিলেন বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) পণ্য কিনতে লাইনে দাঁড়ানো মামুন নামের এক ব্যক্তি।
আজ বৃহস্পতিবার রাজধানীর মধ্য বাড্ডায় টিসিবির ট্রাকসেলে পণ্য বিক্রির সময় এসব কথা বলেন মামুন।
লাইনে দাঁড়ানো আরেক বৃদ্ধা হাসেনা বানু বলেন, এখান থেকে অল্প দামে যা পাই এগুলা দিয়ে খেয়ে বেঁচে কোনোরকম আছি। তাদের জন্য আমরা অল্প দামে এগুলো কিনতে পারি। তবে তারা কখন আসেন তা কেউ জানেন না বলেও ক্ষোভ জানান বৃদ্ধা হাসেনা বানু।
পণ্য কিনতে আসা আরেকজন রাসেল মিয়া। তিনি বলেন, `এখন তেল দেওয়া হচ্ছে দুই কেজি, ডাল দুই কেজি আর চিনি দুই কেজি। ডাল আর চিনির পরিমাণটা ঠিক আছে। কিন্তু তেলের পরিমাণ খুব কম হয়ে যায়। তেলটা একটু বেশি লাগে। যদি তেলের পরিমাণটা বাড়ায়, তাহলে আমাদের জন্য আরেকটু উপকার হয়। টিসিবির পণ্যের মাধ্যমে আমরা কম দামে এগুলো কিনতে পারছি।' এর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানান তিনি।
প্রতিদিন ট্রাকসেলে মোট ৭০০ কেজি চিনি, ৭০০ লিটার তেল ও ২০০ কেজি ডাল সুলভ মূল্যে বিক্রয় করা হয়। শুক্রবার ব্যতীত সপ্তাহে প্রতিদিন আসেন বলে জানান ট্রাকসেলে বিক্রেতারা।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার ওপর এত ভরসা করত, কিন্তু তাদের খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম
১ মিনিট আগেতিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
১ ঘণ্টা আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১ ঘণ্টা আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে