নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ‘এক বিএনপি নেতা বঙ্গবন্ধুকে অপমান করেছে। সে আবার এই এলাকা থেকে নির্বাচন করার কলিজাটা কোথায় পায়? কোথায় আমার আওয়ামী লীগের কর্মীরা? আপনারা হাতে কি চুরি পড়েছেন?’
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় প্রয়াত নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন সেলিম ওসমান। মূলত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক বিএনপি নেতা আতাউর রহমান মুকুলকে উদ্দেশ করে তিনি এ কথা বলেন।
আরেক চেয়ারম্যান পদপ্রার্থী জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেনের উদ্দেশে সেলিম ওসমান বলেন, ‘একজন রাজাকার পুত্র, জমি দখলকারীর পোস্টার কীভাবে এলাকায় থাকে? কীভাবে শত শত গাড়ি বের করে? মানুষ অবজেকশন দিলে উনি বলেন, সরি। এতেই নির্বাচন কমিশন ওনাকে ছেড়ে দেন। প্রশাসনের লোকজনকে বলব, ঘুমিয়ে গেলে হবে না, এগুলা দেখতে হবে।’
সেলিম ওসমান উপজেলা পরিষদ নির্বাচনে নিজের তিন প্রার্থীর নাম উল্লেখ করে বলেন, ‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান প্রার্থী রশীদ ভাইও একজন মুক্তিযোদ্ধা। নাসিম ওসমানের সহযোগী ছিল সানাউল্লাহ সানু (ভাইস চেয়ারম্যান প্রার্থী)। আমাদের শান্তা (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী) মেয়ের মতো। এই অনুষ্ঠানে চারজন ইউপি চেয়ারম্যান আছেন। ওনারা প্রতিজ্ঞা করে বলেছেন, এই চার ইউনিয়ন থেকে সমস্ত ভোট স্বাধীনতার পক্ষে যাবে।’
সেলিম ওসমানের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুল বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে কটাক্ষ করে কোনো কথা কখনো বলিনি। এইটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চাপে ফেলার চেষ্টা করছে। এমপি সেলিম ওসমান আমার বড় ভাইয়ের মতো। ওনার কথার পাল্টা জবাবে কিছু বলব না। তবে এই ধরনের মন্তব্য আমার নির্বাচনে প্রভাব ফেলবে না।’
একই বিষয়ে আরেক চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
নারায়ণগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ‘এক বিএনপি নেতা বঙ্গবন্ধুকে অপমান করেছে। সে আবার এই এলাকা থেকে নির্বাচন করার কলিজাটা কোথায় পায়? কোথায় আমার আওয়ামী লীগের কর্মীরা? আপনারা হাতে কি চুরি পড়েছেন?’
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় প্রয়াত নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন সেলিম ওসমান। মূলত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক বিএনপি নেতা আতাউর রহমান মুকুলকে উদ্দেশ করে তিনি এ কথা বলেন।
আরেক চেয়ারম্যান পদপ্রার্থী জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেনের উদ্দেশে সেলিম ওসমান বলেন, ‘একজন রাজাকার পুত্র, জমি দখলকারীর পোস্টার কীভাবে এলাকায় থাকে? কীভাবে শত শত গাড়ি বের করে? মানুষ অবজেকশন দিলে উনি বলেন, সরি। এতেই নির্বাচন কমিশন ওনাকে ছেড়ে দেন। প্রশাসনের লোকজনকে বলব, ঘুমিয়ে গেলে হবে না, এগুলা দেখতে হবে।’
সেলিম ওসমান উপজেলা পরিষদ নির্বাচনে নিজের তিন প্রার্থীর নাম উল্লেখ করে বলেন, ‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান প্রার্থী রশীদ ভাইও একজন মুক্তিযোদ্ধা। নাসিম ওসমানের সহযোগী ছিল সানাউল্লাহ সানু (ভাইস চেয়ারম্যান প্রার্থী)। আমাদের শান্তা (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী) মেয়ের মতো। এই অনুষ্ঠানে চারজন ইউপি চেয়ারম্যান আছেন। ওনারা প্রতিজ্ঞা করে বলেছেন, এই চার ইউনিয়ন থেকে সমস্ত ভোট স্বাধীনতার পক্ষে যাবে।’
সেলিম ওসমানের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুল বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে কটাক্ষ করে কোনো কথা কখনো বলিনি। এইটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চাপে ফেলার চেষ্টা করছে। এমপি সেলিম ওসমান আমার বড় ভাইয়ের মতো। ওনার কথার পাল্টা জবাবে কিছু বলব না। তবে এই ধরনের মন্তব্য আমার নির্বাচনে প্রভাব ফেলবে না।’
একই বিষয়ে আরেক চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
নারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৫ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৭ মিনিট আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে