নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের কর্ণাটকে হিজাব নিষিদ্ধ, দেশে মদ পান ও বিক্রিতে অবাধ অনুমতি এবং তেল, গ্যাস, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভারতে হিজাব নিষিদ্ধের আইন বাতিল না হলে দেশটির অভিমুখে যাত্রার হুমকিও দিয়েছে দলটি।
আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে সংগঠনটির ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তাঁরা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি বিজয়নগর পার হয়ে নাইটিঙ্গেল মোড়ের কাছাকাছি গেলে পুলিশ বাধা দেয়। সেখানে মিছিল শেষ করেন বিক্ষোভকারীরা।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘এই সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলে। অথচ তিনি নিজেই মদ নিষিদ্ধ করেছিলেন। আর আপনি ২১ বছরের সন্তানদের মদের লাইসেন্স দিয়ে তাদের চরিত্রকে উত্তম করার চেষ্টা করছেন? কোরআন ও ইসলাম যেহেতু মদকে নিষিদ্ধ করেছে, আমাদের উচিত সরকারের এই চেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন গড়ে তোলা।’
ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব নিষিদ্ধ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফয়জুল করীম বলেন, ‘ভারত বোরকাকে নিষিদ্ধ করেছে। সেখান থেকে ইসলামকে বিদায় দেওয়ার চক্রান্ত করছে। যেহেতু ব্রিটিশরা মুসলমানদের থেকেই সেই মসনদ দখল করেছিল, আমাদের আন্দোলন-সংগ্রাম করে আবার সেই দিল্লির মসনদ উদ্ধার করতে হবে। যদি ভারত সরকারের আমাদের এই বিক্ষোভে টনক না নড়ে, তাহলে বাংলাদেশ থেকে আমরা প্রয়োজনে ভারতের দিকে অভিযান চালাব।’ এ সময় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার আলেমদের মুক্তি দাবি করেন তিনি।
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ফয়জুল করীম বলেন, ‘প্রতি মাসে গ্যাস ও তেলের দাম বাড়ছে। পানি ও চালের দাম বাড়ানো হচ্ছে। মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করবে, সেই চিন্তা সরকারের নেই। জিনিসপত্রের দাম সরকারকে আর বাড়াতে দেওয়া হবে না।’
মদের লাইসেন্স প্রসঙ্গে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘আপনারা কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আর এ দেশের মুমিনেরা আঙুল চুষবে—এটা ভাবলে চলবে না। আল্লাহর বিধান ধরে রাখার জন্য এ দেশের মানুষ জীবন দেবে।’
সভাপতির বক্তব্যে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার পিতা জুয়া বন্ধ করেছিল, আপনি মদ চালু করেছেন। আপনি বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’
মুহাম্মাদ ইমতিয়াজ আলম আরও বলেন, ‘আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, ভারত যেভাবে হিজাব নিষিদ্ধ করেছে, আপনারা তার নিন্দা জানান। সরকার চাইছে মুদি দোকানের মতো মদ বিক্রি হবে। আমরা মুসলমানরা সেটা হতে দেব না।’
ভারতের কর্ণাটকে হিজাব নিষিদ্ধ, দেশে মদ পান ও বিক্রিতে অবাধ অনুমতি এবং তেল, গ্যাস, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভারতে হিজাব নিষিদ্ধের আইন বাতিল না হলে দেশটির অভিমুখে যাত্রার হুমকিও দিয়েছে দলটি।
আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে সংগঠনটির ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তাঁরা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি বিজয়নগর পার হয়ে নাইটিঙ্গেল মোড়ের কাছাকাছি গেলে পুলিশ বাধা দেয়। সেখানে মিছিল শেষ করেন বিক্ষোভকারীরা।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘এই সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলে। অথচ তিনি নিজেই মদ নিষিদ্ধ করেছিলেন। আর আপনি ২১ বছরের সন্তানদের মদের লাইসেন্স দিয়ে তাদের চরিত্রকে উত্তম করার চেষ্টা করছেন? কোরআন ও ইসলাম যেহেতু মদকে নিষিদ্ধ করেছে, আমাদের উচিত সরকারের এই চেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন গড়ে তোলা।’
ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব নিষিদ্ধ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফয়জুল করীম বলেন, ‘ভারত বোরকাকে নিষিদ্ধ করেছে। সেখান থেকে ইসলামকে বিদায় দেওয়ার চক্রান্ত করছে। যেহেতু ব্রিটিশরা মুসলমানদের থেকেই সেই মসনদ দখল করেছিল, আমাদের আন্দোলন-সংগ্রাম করে আবার সেই দিল্লির মসনদ উদ্ধার করতে হবে। যদি ভারত সরকারের আমাদের এই বিক্ষোভে টনক না নড়ে, তাহলে বাংলাদেশ থেকে আমরা প্রয়োজনে ভারতের দিকে অভিযান চালাব।’ এ সময় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার আলেমদের মুক্তি দাবি করেন তিনি।
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ফয়জুল করীম বলেন, ‘প্রতি মাসে গ্যাস ও তেলের দাম বাড়ছে। পানি ও চালের দাম বাড়ানো হচ্ছে। মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করবে, সেই চিন্তা সরকারের নেই। জিনিসপত্রের দাম সরকারকে আর বাড়াতে দেওয়া হবে না।’
মদের লাইসেন্স প্রসঙ্গে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘আপনারা কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আর এ দেশের মুমিনেরা আঙুল চুষবে—এটা ভাবলে চলবে না। আল্লাহর বিধান ধরে রাখার জন্য এ দেশের মানুষ জীবন দেবে।’
সভাপতির বক্তব্যে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার পিতা জুয়া বন্ধ করেছিল, আপনি মদ চালু করেছেন। আপনি বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’
মুহাম্মাদ ইমতিয়াজ আলম আরও বলেন, ‘আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, ভারত যেভাবে হিজাব নিষিদ্ধ করেছে, আপনারা তার নিন্দা জানান। সরকার চাইছে মুদি দোকানের মতো মদ বিক্রি হবে। আমরা মুসলমানরা সেটা হতে দেব না।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
৩ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
৩০ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগে