রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি এলাকায় যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছালে অপর একটি সিএনজি অটোরিকশার যাত্রীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যমুনা কোম্পানির তেলবাহী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসচালকের সহকারীসহ ১২ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই উভয় গাড়ির চালক পালিয়ে যান। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন যাত্রীরা। অন্যদিকে এ ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ যানজট নিরসনে কাজ করে। পরে বেলা ১১টার দিকে গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী আবদুল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার উদ্দেশে ভৈরব বাসস্ট্যান্ড থেকে ওই বাসে উঠি। খুব অল্প বয়সী চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। অনেক যাত্রী বেপরোয়া গতিতে বাস না চালানোর জন্য বারবার নিষেধও করেছেন। বাসটি নীলকুঠিতে পৌঁছালে একই সময়ে একটি সিএনজি অটোরিকশা সড়কে ওঠে। ওই সিএনজিতে থাকা যাত্রীদের বাঁচাতে চালক বাসটি ডানদিকে নেন এবং বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বাসের হেলপার পা ভেঙে গুরুতর আহত হয়েছেন।’
আবদুল আওয়াল আরও বলেন, ‘বাসের ১২ জন যাত্রী আহত হয়েছে। বাসটি পরিপূর্ণ যাত্রী নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় সিএনজি অটোচালকের দোষ বেশি ছিল।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, পুলিশের সামনেই মহাসড়কে সিএনজি অটোরিকশাসহ নিষিদ্ধ যানবাহন সারা দিন চলাচল করে। অটোরিকশার কারণে প্রায়ই দুর্ঘটনাগুলো ঘটছে। কিছুদিন পর পর ছোট-বড় দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এ রকম দুর্ঘটনা থেকে আমরা মুক্তি চাই।’
পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুরা জোনের ইনচার্জ রেজাউল করিম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। খুঁটির ক্ষতিপূরণ চেয়ে রায়পুরা থানায় মামলা করব।’
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নুর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যাচ্ছি। এ ঘটনার পর থেকে উভয় গাড়ির চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি এলাকায় যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছালে অপর একটি সিএনজি অটোরিকশার যাত্রীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যমুনা কোম্পানির তেলবাহী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসচালকের সহকারীসহ ১২ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই উভয় গাড়ির চালক পালিয়ে যান। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন যাত্রীরা। অন্যদিকে এ ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ যানজট নিরসনে কাজ করে। পরে বেলা ১১টার দিকে গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী আবদুল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার উদ্দেশে ভৈরব বাসস্ট্যান্ড থেকে ওই বাসে উঠি। খুব অল্প বয়সী চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। অনেক যাত্রী বেপরোয়া গতিতে বাস না চালানোর জন্য বারবার নিষেধও করেছেন। বাসটি নীলকুঠিতে পৌঁছালে একই সময়ে একটি সিএনজি অটোরিকশা সড়কে ওঠে। ওই সিএনজিতে থাকা যাত্রীদের বাঁচাতে চালক বাসটি ডানদিকে নেন এবং বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বাসের হেলপার পা ভেঙে গুরুতর আহত হয়েছেন।’
আবদুল আওয়াল আরও বলেন, ‘বাসের ১২ জন যাত্রী আহত হয়েছে। বাসটি পরিপূর্ণ যাত্রী নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় সিএনজি অটোচালকের দোষ বেশি ছিল।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, পুলিশের সামনেই মহাসড়কে সিএনজি অটোরিকশাসহ নিষিদ্ধ যানবাহন সারা দিন চলাচল করে। অটোরিকশার কারণে প্রায়ই দুর্ঘটনাগুলো ঘটছে। কিছুদিন পর পর ছোট-বড় দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এ রকম দুর্ঘটনা থেকে আমরা মুক্তি চাই।’
পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুরা জোনের ইনচার্জ রেজাউল করিম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। খুঁটির ক্ষতিপূরণ চেয়ে রায়পুরা থানায় মামলা করব।’
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নুর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যাচ্ছি। এ ঘটনার পর থেকে উভয় গাড়ির চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার ভোরে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
২ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৭ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৮ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগে