নন্দীগ্রামে কুয়া থেকে শিশুর মরদেহ উদ্ধার 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ১০

বগুড়ার নন্দীগ্রামে কুয়া থেকে মুনিম হোসেন (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ছোট চাঙ্গুর গ্রামের একটি সিমেন্টের তৈরি মলত্যাগের পরিত্যক্ত কুয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুনিম হোসেন চাঙ্গুর গ্রামের ইদ্রিস আলী মাস্টারের ছেলে। 

থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। মুনিমের শরীরের অনেক জায়গায় রক্ত। ওই ভরাট কুয়ায় লাশ রেখে বিভিন্ন পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।’ 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৮টার দিকে মুনিম বাড়ি থেকে খেলার জন্য বেরিয়ে যায়। পরে মুনিমকে খাওয়ানোর জন্য মা-বোন খোঁজাখুঁজি শুরু করেন। সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে পরিত্যক্ত ও ভরাট মলত্যাগের কুয়ার মধ্য বড় বোন তাবাসসুম মুনিমের পা দেখে চিৎকার দেয়। আশপাশের মানুষ এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনা শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। দেখে এ বিষয়ে জানাতে পারব।’ 

 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত