ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাড়ির পাঁচতলা থেকে ফেলে দিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ অভিযোগে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব শহরের রানী বাজার এলাকায়।
নিহত গৃহবধূর নাম তানজিনা আক্তার (২৯)। তিনি ভৈরব শহরের রানী বাজার এলাকার মাসুদুজ্জামানের (৩০) স্ত্রী। মাসুদুজ্জামান একজন ওষুধ ব্যবসায়ী। ১০ বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। ওই দম্পতির দুটি সন্তান রয়েছে।
নিহতের পরিবার বলছে, দুপুর ১২টার দিকে তানজিনা বাবার বাড়িতে যান। সেখানে গিয়ে এক ভাবিকে সঙ্গে নিয়ে হাসপাতালে গাইনী ডাক্তার দেখান। বিষয়টিকে সহজে মেনে নিতে পারেনি তাঁর স্বামী মাসুদুজ্জামান। এ কারণে ১টার দিকে তানজিনাকে মোবাইলে কল দিয়ে বাড়িতে ফিরলে মেরে ফেলার হুমকি দেন তাঁর স্বামী। পরে তিনটার দিকে তারা খবর পান তানজিনা আর নেই।
নিহতের স্বজনদের অভিযোগ—তানজিনাকে শারীরিক নির্যাতন শেষে ৫ তলা ভবন থেকে ফেলে দিয়ে তানজিনাকে হত্যা করেছে মাসুদুজ্জামান। বিয়ের পর থেকেই সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে মাসুদুজ্জামান তানজিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এদিকে এ অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার।
স্থানীয়রা বলছে, শহরের রাণী বাজার মহল্লার খায়ের মিয়ার ৫ তলা ভবন থেকে তানজিনা আক্তার নিচে পড়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে আনোয়ার জেনারেল হাসপাতাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অবস্থা বেগতিক দেখে নিহত তানজিনার স্বামী ও শ্বশুর কৌশলে হাসপাতালে মরদেহ রেখে সটকে পড়তে চাইলে তানজিনার স্বজনেরা আটকে দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানা–হাজতে নিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইসমত তাহমিনা তাম্মি বলেন, ‘মরদেহের মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। তবে, ময়নাতদন্ত শেষে মেডিকেল রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
নিহতের ভাই জাবির মিয়া বলেন, ‘ওদের (তানজিনা–মাকসুদ) পাশের বিল্ডিংয়ের মালিক আমাকে প্রায়ই বলত—তোমার বোনকে যে অত্যাচার–নির্যাতন করা হয়, একদিন তাকে মেরেও ফেলতে পারে। সে কথাই আজকে সত্যি হলো।’
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘এ ঘটনায় স্বামী-শ্বশুরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাড়ির পাঁচতলা থেকে ফেলে দিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ অভিযোগে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব শহরের রানী বাজার এলাকায়।
নিহত গৃহবধূর নাম তানজিনা আক্তার (২৯)। তিনি ভৈরব শহরের রানী বাজার এলাকার মাসুদুজ্জামানের (৩০) স্ত্রী। মাসুদুজ্জামান একজন ওষুধ ব্যবসায়ী। ১০ বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। ওই দম্পতির দুটি সন্তান রয়েছে।
নিহতের পরিবার বলছে, দুপুর ১২টার দিকে তানজিনা বাবার বাড়িতে যান। সেখানে গিয়ে এক ভাবিকে সঙ্গে নিয়ে হাসপাতালে গাইনী ডাক্তার দেখান। বিষয়টিকে সহজে মেনে নিতে পারেনি তাঁর স্বামী মাসুদুজ্জামান। এ কারণে ১টার দিকে তানজিনাকে মোবাইলে কল দিয়ে বাড়িতে ফিরলে মেরে ফেলার হুমকি দেন তাঁর স্বামী। পরে তিনটার দিকে তারা খবর পান তানজিনা আর নেই।
নিহতের স্বজনদের অভিযোগ—তানজিনাকে শারীরিক নির্যাতন শেষে ৫ তলা ভবন থেকে ফেলে দিয়ে তানজিনাকে হত্যা করেছে মাসুদুজ্জামান। বিয়ের পর থেকেই সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে মাসুদুজ্জামান তানজিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এদিকে এ অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার।
স্থানীয়রা বলছে, শহরের রাণী বাজার মহল্লার খায়ের মিয়ার ৫ তলা ভবন থেকে তানজিনা আক্তার নিচে পড়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে আনোয়ার জেনারেল হাসপাতাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অবস্থা বেগতিক দেখে নিহত তানজিনার স্বামী ও শ্বশুর কৌশলে হাসপাতালে মরদেহ রেখে সটকে পড়তে চাইলে তানজিনার স্বজনেরা আটকে দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানা–হাজতে নিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইসমত তাহমিনা তাম্মি বলেন, ‘মরদেহের মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। তবে, ময়নাতদন্ত শেষে মেডিকেল রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
নিহতের ভাই জাবির মিয়া বলেন, ‘ওদের (তানজিনা–মাকসুদ) পাশের বিল্ডিংয়ের মালিক আমাকে প্রায়ই বলত—তোমার বোনকে যে অত্যাচার–নির্যাতন করা হয়, একদিন তাকে মেরেও ফেলতে পারে। সে কথাই আজকে সত্যি হলো।’
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘এ ঘটনায় স্বামী-শ্বশুরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে