ঢাকা জেলা আ.লীগের সম্মেলন শুরু 

নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ১৪: ৫৫

শুরু হয়েছে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা জেলা ইউনিটের সম্মেলন। আজ শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বাইরের মাঠে (পূর্বতন বাণিজ্য মেলার মাঠ) জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মেলনে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কার্যনির্বাহী সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছারসহ আরও অনেকে।

শুরু হয়েছে আওয়ামী লীগের ঢাকা জেলা সম্মেলন। সরেজমিনে দেখা গেছে, আজ সকাল থেকেই সাজ সাজ রব ছিল সম্মেলনস্থলে। ঢাকা জেলা আওয়ামী লীগের এই সম্মেলন উপলক্ষে সকাল থেকেই পুরোনো বাণিজ্য মেলার মাঠে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিপুল পরিমাণে ব্যানার, ফেস্টুনসহ স্লোগান দিতে দিতে তাঁরা সম্মেলনস্থলে হাজির হন। তবে সম্মেলন শুরু হওয়ার সময়ও বেশ কিছু আসন ফাঁকা ছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত