গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটিতে আগুন লেগে যায়। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হুগলাকান্দি গ্রামের আকমল শেখের স্ত্রী রানী বেগম (৬০) এবং একই ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুল হকের ছেলে হায়াত আলী শেখ (৬২)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি খায়রুল আনাম বলেন, একটি ইজিবাইক যাত্রী নিয়ে মুকসুদপর উপজেলার গেড়াখোলা থেকে মুকসুদপুর সদরের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি মহাসড়কের দাসের হাট এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রানী বেগম নামের এক বৃদ্ধা নিহত হন। আহত পাঁচজনকে উদ্ধার করে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মো. হায়াত আলী নামের আরও এক বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা খুলনা-মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু সময় পর আবার যান চলাচল স্বাভাবিক হয়।
এ দুর্ঘটনায় আহতরা হলেন—ফুল মিয়া (৪৭), খুকি (৫৫) লামিয়া (২০) ও জাহেদা বেগম (৫০)। আহতদের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামে।
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটিতে আগুন লেগে যায়। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হুগলাকান্দি গ্রামের আকমল শেখের স্ত্রী রানী বেগম (৬০) এবং একই ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুল হকের ছেলে হায়াত আলী শেখ (৬২)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি খায়রুল আনাম বলেন, একটি ইজিবাইক যাত্রী নিয়ে মুকসুদপর উপজেলার গেড়াখোলা থেকে মুকসুদপুর সদরের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি মহাসড়কের দাসের হাট এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রানী বেগম নামের এক বৃদ্ধা নিহত হন। আহত পাঁচজনকে উদ্ধার করে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মো. হায়াত আলী নামের আরও এক বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা খুলনা-মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু সময় পর আবার যান চলাচল স্বাভাবিক হয়।
এ দুর্ঘটনায় আহতরা হলেন—ফুল মিয়া (৪৭), খুকি (৫৫) লামিয়া (২০) ও জাহেদা বেগম (৫০)। আহতদের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামে।
ঢাকার ধামরাইয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছনে থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাদখলা গ্রামের তুলা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
১৮ মিনিট আগেঅনেক সম্ভাবনা নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ১০ হাজার ৬৯০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় টানেল। নির্মাণের এক বছর পার হলেও দুই পাড়ে এখনো রয়ে গেছে অনেক ‘অপূর্ণতা’। কিন্তু আয় কম হওয়ায় সেই অপূর্ণতাগুলো পূরণে আগ্রহ হারাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।
১ ঘণ্টা আগেবছর দুয়েক আগে ত্রাণ হিসেবে একটি কম্বল পেয়েছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর গ্রামের নিত্য সূত্রধর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাঁর হাতে গিয়ে পৌঁছায় কম্বলটি। মন্ত্রণালয়ের ক্রয়সংক্রান্ত নথিতে কম্বলট
১ ঘণ্টা আগে