১৫ দিনের রিমান্ড শেষে সাবেক মন্ত্রী রাজ্জাক কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি 
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১৯: ২৯
ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৫ দিনের রিমান্ড শেষে আজ রোবাবর তাঁকে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মাহমুদুল মোহসীন এই আদেশ দেন।

পরে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাঁকে আদালত থেকে প্রিজনভ্যানে করে টাঙ্গাইল জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ১১ নভেম্বর আব্দুর রাজ্জাককে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। সেখানে গত ৫ আগস্ট গুলিতে নিহত স্কুলছাত্র মারুফ হত্যা মামলা, মির্জাপুরে ৩ আগস্ট কলেজছাত্র ইমন হত্যা মামলা এবং ৪ আগস্ট মধুপুরে বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

ওই তিনটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে পুলিশ রিমান্ড আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতগুলো থেকে তাঁকে পাঁচ দিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে আব্দুর রাজ্জাককে প্রথমে টাঙ্গাইল সদর থানায় স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয় এবং পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ১৫ নভেম্বর ইমন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মির্জাপুর থানায় নেওয়া হয়। সর্বশেষ ২০ নভেম্বর মধুপুর থানায় নেওয়া হয় তাকে। সেখানে গত ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে হামলা মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়।

আসামি পক্ষের আইনজীবী টাঙ্গাইল জেলা বারের সভাপতি একেএম শামীমুল আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুর রাজ্জাকের জামিনের জন্য তারা আবেদন করেননি। আগামী ধার্য তারিখে জামিনের আবেদন করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত