নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান মুফতি জসিম উদ্দীন রাহমানী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে মুক্তি পেয়ে তিনি কোথায় রয়েছেন, তা জানা যায়নি। তাঁর আইনজীবীও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
গতকাল রোববার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে জসিম উদ্দীন রাহমানীকে মুক্তি দেওয়া হয়। তিনি ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেই সাজা ভোগ করা হয়ে গেছে। এ ছাড়া আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন।
আজ সোমবার কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার দুপুরে জসিম উদ্দিন রাহমানীকে মুক্তি দেওয়া হয়েছে। এরপর তিনি কারাগার থেকে চলে যান। ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীকে। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় জসিম উদ্দিনে রাহমানীর পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজা তিনি ভোগ করেছেন। এ ছাড়া জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জসিম উদ্দিন রাহমানীর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন।’
কাশিমপুর হাই–সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘পাঁচটি মামলার জামিনের কাগজপত্র আসার পর তাঁকে নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়েছে। কারাগার থেকে বের হওয়ার পর তিনি কোথায় গেছেন তা আর আমাদের জানার বিষয় না।’
এদিকে, জসিম উদ্দিন রাহমানী কারাগার থেকে মুক্তি পাওয়ার পর একটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে হেফাজতে নিয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানা গেছে। তবে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান মুফতি জসিম উদ্দীন রাহমানী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে মুক্তি পেয়ে তিনি কোথায় রয়েছেন, তা জানা যায়নি। তাঁর আইনজীবীও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
গতকাল রোববার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে জসিম উদ্দীন রাহমানীকে মুক্তি দেওয়া হয়। তিনি ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেই সাজা ভোগ করা হয়ে গেছে। এ ছাড়া আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন।
আজ সোমবার কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার দুপুরে জসিম উদ্দিন রাহমানীকে মুক্তি দেওয়া হয়েছে। এরপর তিনি কারাগার থেকে চলে যান। ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীকে। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় জসিম উদ্দিনে রাহমানীর পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজা তিনি ভোগ করেছেন। এ ছাড়া জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জসিম উদ্দিন রাহমানীর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন।’
কাশিমপুর হাই–সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘পাঁচটি মামলার জামিনের কাগজপত্র আসার পর তাঁকে নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়েছে। কারাগার থেকে বের হওয়ার পর তিনি কোথায় গেছেন তা আর আমাদের জানার বিষয় না।’
এদিকে, জসিম উদ্দিন রাহমানী কারাগার থেকে মুক্তি পাওয়ার পর একটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে হেফাজতে নিয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানা গেছে। তবে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৯ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
১০ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৭ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২৩ মিনিট আগে