নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন কলে ঢাকাগামী ট্রেন থেকে ভুল স্টেশনে নেমে যাওয়া ৮ বছরের এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নওগাঁর আত্রাই থানা–পুলিশ। গতকাল বুধবার এ আহসানগঞ্জ স্টেশন থেকে ঠাকুরগাঁও জেলার আখানগর উপজেলার জাহিদুল ইসলামের মেয়ে সুরাইয়া খাতুনকে উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৯৯৯ এ কর্মরত পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
পুলিশ কর্মকর্তা আনোয়ার সাত্তার আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে নাটোরে যাচ্ছিল একটি পরিবার। পরিবারটি নাটোর স্টেশন মনে করে নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে নেমে যায়। কিছুক্ষণের মধ্যে নিজেদের ভুল বুঝতে পেরে তারা আবার ট্রেনে উঠে পড়েন। কিন্তু তাদের আট বছর বয়সী মেয়ে শিশুটি ওঠার আগেই ট্রেন চলতে শুরু করে। কিংকর্তব্যবিমূঢ় পরিবারটি বুঝতে পারছিল না কি করবে। পরিবারটির এমন অসহায় অবস্থা দেখে ট্রেনের আরেক যাত্রী ৯৯৯ ফোন করেন।’
আনোয়ার সাত্তার আরও জানান, ‘পরিবারটি ভুলে নেমে আবার ট্রেনে ওঠার সময়ে আহসানগঞ্জ স্টেশনে তাঁদের মেয়েকে ফেলে যান। দ্রুত শিশুটিকে উদ্ধারের অনুরোধ জানান ওই যাত্রী।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘জাতীয় জরুরি সেবা থেকে পুলিশ সদস্য রুবিনা আক্তার তাৎক্ষণিকভাবে বিষয়টি নওগাঁর আত্রাই থানায় বিষয়টি জানান এবং দ্রুত শিশুটিকে উদ্ধারের অনুরোধ জানান।’
এ বিষয়ে আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি সেবা থেকে কল পেয়ে পরে ট্রেনের কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়। তার দেওয়া বর্ণনা অনুযায়ী পরে স্টেশন থেকে সুরাইয়া খাতুন নামের ওই শিশুকে উদ্ধার করে থানা-পুলিশের একটি দল। পরবর্তীতে শিশুটির অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা হলে, নাটোর থেকে আহমেদ বখতিয়া নামের এক স্বজন আত্রাই থানায় আসেন। পরে তাঁর জিম্মায় শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়। উদ্ধারকারী দলের নেতৃত্ব দেন আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) শাম মোহাম্মদ। পরে বিষয়টি তিনি জাতীয় জরুরি সেবাকে নিশ্চিত করেছেন।’
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন কলে ঢাকাগামী ট্রেন থেকে ভুল স্টেশনে নেমে যাওয়া ৮ বছরের এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নওগাঁর আত্রাই থানা–পুলিশ। গতকাল বুধবার এ আহসানগঞ্জ স্টেশন থেকে ঠাকুরগাঁও জেলার আখানগর উপজেলার জাহিদুল ইসলামের মেয়ে সুরাইয়া খাতুনকে উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৯৯৯ এ কর্মরত পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
পুলিশ কর্মকর্তা আনোয়ার সাত্তার আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে নাটোরে যাচ্ছিল একটি পরিবার। পরিবারটি নাটোর স্টেশন মনে করে নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে নেমে যায়। কিছুক্ষণের মধ্যে নিজেদের ভুল বুঝতে পেরে তারা আবার ট্রেনে উঠে পড়েন। কিন্তু তাদের আট বছর বয়সী মেয়ে শিশুটি ওঠার আগেই ট্রেন চলতে শুরু করে। কিংকর্তব্যবিমূঢ় পরিবারটি বুঝতে পারছিল না কি করবে। পরিবারটির এমন অসহায় অবস্থা দেখে ট্রেনের আরেক যাত্রী ৯৯৯ ফোন করেন।’
আনোয়ার সাত্তার আরও জানান, ‘পরিবারটি ভুলে নেমে আবার ট্রেনে ওঠার সময়ে আহসানগঞ্জ স্টেশনে তাঁদের মেয়েকে ফেলে যান। দ্রুত শিশুটিকে উদ্ধারের অনুরোধ জানান ওই যাত্রী।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘জাতীয় জরুরি সেবা থেকে পুলিশ সদস্য রুবিনা আক্তার তাৎক্ষণিকভাবে বিষয়টি নওগাঁর আত্রাই থানায় বিষয়টি জানান এবং দ্রুত শিশুটিকে উদ্ধারের অনুরোধ জানান।’
এ বিষয়ে আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি সেবা থেকে কল পেয়ে পরে ট্রেনের কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়। তার দেওয়া বর্ণনা অনুযায়ী পরে স্টেশন থেকে সুরাইয়া খাতুন নামের ওই শিশুকে উদ্ধার করে থানা-পুলিশের একটি দল। পরবর্তীতে শিশুটির অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা হলে, নাটোর থেকে আহমেদ বখতিয়া নামের এক স্বজন আত্রাই থানায় আসেন। পরে তাঁর জিম্মায় শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়। উদ্ধারকারী দলের নেতৃত্ব দেন আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) শাম মোহাম্মদ। পরে বিষয়টি তিনি জাতীয় জরুরি সেবাকে নিশ্চিত করেছেন।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
২ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১০ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
১৫ মিনিট আগে