শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে যুবকের গলায় ছাগল বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। প্লাস্টিকের রশি দিয়ে হাত ও গলায় ছাগল বেঁধে শারীরিক নির্যাতন করেছেন ভুক্তভোগী ছাগলের মালিক ও তাঁর লোকজন। আজ সোমবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।
চোর সন্দেহে নির্যাতনের শিকার ওই যুবক (৩৮) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা। তিনি শ্রীপুরে থাকেন।
সরেজমিনে দেখা যায়, যুবককে রাস্তার পাশে বেঁধে রেখে শারীরিক নির্যাতন করছেন কয়েকজন। এ সময় তাঁর গলায় একটি কালো রঙের ছাগলকে প্লাস্টিকের রশিতে বেঁধে রাখা হয়েছে এবং এলোপাতাড়ি মারধর করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা ও ছাগলের মালিক দুলাল মিয়া বলেন, ‘রাস্তায় পাশে আমার একটি ছাগল বেঁধে রাখা ছিল। আমার স্ত্রী সেই ছাগল দেখতে বাড়ি থেকে বের হয়ে দেখে, একজন লোক ছাগলের রশি ধরে টানাটানি করছে। এ সময় আমার স্ত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীরা তাঁকে আটক করেন।’
আপনি থানায় দেননি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেব।’
তাঁর গলায় কেন ছাগল বেঁধে রাখলেন? আপনি তো হাতেনাতে তাঁকে ধরতে পারেননি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তার গলায় ছাগল বেঁধে রাখিনি।’
ভুক্তভোগী নাসির উদ্দিন বলেন, ‘আমি রাস্তার পাশে বসে প্রস্রাব করছিলাম। এ সময় একজন মহিলা চোর চোর বলে চিৎকার করলে জনতা আমাকে এসে আটক করে। পরে গলায় ছাগল বেঁধে মারধর শুরু করে।’
জাতীয় মানবাধিকার জামাকা গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. রিপন আনসারী বলেন, ‘যেকোনো ব্যক্তি রাষ্ট্রের নাগরিক, আইন অনুযায়ী তাঁর বিচার হওয়া উচিত। একজন চোরকে নিজের হাতে নিজের আদালতে বিচার করার কোনো নিয়ম নেই। এটি মানবাধিকার ও আইনের চরমভাবে লঙ্ঘন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে যুবকের গলায় ছাগল বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। প্লাস্টিকের রশি দিয়ে হাত ও গলায় ছাগল বেঁধে শারীরিক নির্যাতন করেছেন ভুক্তভোগী ছাগলের মালিক ও তাঁর লোকজন। আজ সোমবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।
চোর সন্দেহে নির্যাতনের শিকার ওই যুবক (৩৮) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা। তিনি শ্রীপুরে থাকেন।
সরেজমিনে দেখা যায়, যুবককে রাস্তার পাশে বেঁধে রেখে শারীরিক নির্যাতন করছেন কয়েকজন। এ সময় তাঁর গলায় একটি কালো রঙের ছাগলকে প্লাস্টিকের রশিতে বেঁধে রাখা হয়েছে এবং এলোপাতাড়ি মারধর করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা ও ছাগলের মালিক দুলাল মিয়া বলেন, ‘রাস্তায় পাশে আমার একটি ছাগল বেঁধে রাখা ছিল। আমার স্ত্রী সেই ছাগল দেখতে বাড়ি থেকে বের হয়ে দেখে, একজন লোক ছাগলের রশি ধরে টানাটানি করছে। এ সময় আমার স্ত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীরা তাঁকে আটক করেন।’
আপনি থানায় দেননি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেব।’
তাঁর গলায় কেন ছাগল বেঁধে রাখলেন? আপনি তো হাতেনাতে তাঁকে ধরতে পারেননি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তার গলায় ছাগল বেঁধে রাখিনি।’
ভুক্তভোগী নাসির উদ্দিন বলেন, ‘আমি রাস্তার পাশে বসে প্রস্রাব করছিলাম। এ সময় একজন মহিলা চোর চোর বলে চিৎকার করলে জনতা আমাকে এসে আটক করে। পরে গলায় ছাগল বেঁধে মারধর শুরু করে।’
জাতীয় মানবাধিকার জামাকা গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. রিপন আনসারী বলেন, ‘যেকোনো ব্যক্তি রাষ্ট্রের নাগরিক, আইন অনুযায়ী তাঁর বিচার হওয়া উচিত। একজন চোরকে নিজের হাতে নিজের আদালতে বিচার করার কোনো নিয়ম নেই। এটি মানবাধিকার ও আইনের চরমভাবে লঙ্ঘন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভ থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে এবং ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন।
২৭ মিনিট আগেরাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে। মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।
৩৯ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই বিশেষজ্ঞের পরামর্শে একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
১ ঘণ্টা আগেপাবনার ঈশ্বরদীর পাকশীতে মানিক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এ ঘটনা ঘটে। খুনের বিষয়টি নিশ্চিত করেছেন ইশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।
১ ঘণ্টা আগে